নতুন খবর!!! ভাবতেই অবাক লাগছে টেকটিউনস এখন ফ্রি ক্লাসিফাইড অ্যাডের আস্তানা হয়ে গেছে। যাকে এখনও চিনি প্রযুক্তি পাইলটদের আস্তানা হিসেবে। রেজিস্ট্রেশন বন্ধ ছিল এর জন্য অনেক অনেক টিউনারদের সন্ধান আমরা পাইনি। কিন্ত এখন সত্যিই অনেক টিউনার নতুন এসেছেন ভালো ভালো টিউন করছেন। আমরা সবাই কিছু না কিছু শিখছি। এর ফাঁকে ঢুকে গেছে কিছু ফ্রি বিজ্ঞাপন দাতা। সম্ভবত তাঁরা টেকটিউনসকে বিক্রয় ডট কম ভেবে ঢুকে পড়েছে। 😆 😛
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন টেকটিউনসে এখন সুন্দর সুন্দর বিজ্ঞাপন পোস্ট হয় সম্পূর্ণ বিনামূল্যে। আগে দেখেছিলাম টেকটিউনসের স্পন্সরড পোস্ট নামের একটা বিভাগ আছে যেখানে অ্যাড দেওয়া যায় অবশ্য তা টাকা পয়সা দিয়েই। কিন্তু এখনও স্পন্সরড টিউন বিভাগ থাকলেও দেখি অন্যান্য বিভাগেও নানা লোভনীয় আকর্ষণীয় অফারমূলক টিউন ডাইরেক্ট পোস্ট হচ্ছে। বাহ! কি চমৎকার বায়োস্কোপ দেখলাম।
আমরা আরও জানি, ব্লগার মারুফ নামের এক টিউনার মানে আমি এক সময় আমার ব্লগের বিজ্ঞাপন চালাইতাম টেকটিউনসে। এখনও চালাই তবুও লজ্জা সরম করে চালাই। একটা সত্যি কথা কইতে চাই। শুনবেন? আগে শুধু টিউন করতাম আমার ব্লগে কিছু ভিজিটরসের জন্য। অনেক নোটিশ খাইছি। তারপর এখন শান্ত হইছি। কারণ এখন আমার ব্লগে টাইনা টাইনা ধাক্কা মাইরা ভিজিটর নিয়া যাওয়া লাগেনা এমনি যায়। তাই এখন আমার বিজ্ঞাপনের উৎপাত থেকে মনে হয় মডারেটররা একটু শান্তিতে আছেন। তবুও বলে রাখি, আমি যখন আগে নিজের ব্লগে ভিজিটর নেওয়ার জন্য টিউন করতাম তবুও তখন কিন্তু আমি বেহায়া ছিলাম না। আপনাদেরকে কোন টিপস ট্রিকস দিয়া আমার ব্লগে নেমন্তন্ন করতাম।
আর আমার মতে টিটির কাছে এইটুকু অধিকার আমরা পাইতেই পারি। কিন্তু এখন যা দেখতেছি তাতে তো আবার নিজেকে ফ্রি বিজ্ঞাপনদাতা বানাইতে মন চাচ্ছে। ওরা পারে আমি পারব না কেন? আমি পারিনা কারণ আমার লজ্জা শরম আছে। টেকনোলোজি সাইটকে যদি কেউ ক্লাসিফাইড সাইট মনে করে ইউজ করে তার মনে হয় লজ্জা হায়া নাই। সুন্দর সুন্দর টিউন করবেন শেষে ব্লগের এড্রেস দিবেন আমরা ঘুরে আসব নতুন ডিজাইনের কিছু সাইট দেখব এটাই তো আমাদের মত প্রযুক্তি খোরের নেশা। কিন্তু এইটা নিন, ওইটা নিন, স্বল্প মুল্যে অমুক তমুক বিক্রি হবে এই রকম শিরোনাম দেখেই তো আমার অবাক লাগে। আমি চাইলে সেইসব টিউনের লিংক দিতে পারি। দিবনা... খুঁজে নিবেন, লক্ষ্য করে দেখবেন, পেয়ে যাবেন। বড়ই অবাক লাগে।
টেকটিউনসে প্রথম দিকে আমার অনেক টিউন স্থগিত হইছে। ভিতরে বিভিন্ন অ্যাংকর টেক্সক্ট করে আমার ব্লগের লিংক দিতাম বলে। আর এখন লাগবে হাড়ি পাতিল শিরোনামের ফ্রি বিজ্ঞাপন মূলক টিউনও টিটীতে বেশ ভালো সময় ধরে দেখা যায়। লক্ষ্য করিনাই সেগুলা ডিলেট করা হয় কিনা। মনে হয় ডিলেট করা হয়। তবুও ডিলেট করতে করতে লাইগা যায় অনেক সময়। এমন কি শুধু মাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্যই নানা আকর্ষণীয় ভুয়া নামে আইডিও খোলা হয়েছে। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারব না। দেখে নিয়েন।
যখন থেকে আমার টিউন গুলো স্থগিত করা শুরু হইছে তারপর থেকে উদ্দেশ্যমূলক বিজ্ঞাপন বন্ধ করে প্রতিজ্ঞা করছি আর এরকম বিজ্ঞাপন না আল্লাহ বাঁচায় রাখে তো একদিন আমার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টেকটিউনসকে টাকা দিয়া বিজ্ঞাপন দেওয়ার। প্রতিষ্ঠান খুলেও বসেছি। দোয়া রাখেন একটু পায়ে ভড় করে দাঁড়ালেই টেকটিউনসে বিজ্ঞাপন নিয়ে হাজির হব। ইনশাল্লাহ।
সৌজন্যে: ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
খুব ভাল একটা উদোগ দোয়া করি তুমি যেন তোমার লক্ষ্যে পোছে যাও