অবশেষে টেকটিউনস কি ফ্রি ক্লাসিফাইড অ্যাডের আস্তানা হয়ে গেল নাকি ?!

নতুন খবর!!! ভাবতেই অবাক লাগছে টেকটিউনস এখন ফ্রি ক্লাসিফাইড অ্যাডের আস্তানা হয়ে গেছে। যাকে এখনও চিনি প্রযুক্তি পাইলটদের আস্তানা হিসেবে। রেজিস্ট্রেশন বন্ধ ছিল এর জন্য অনেক অনেক টিউনারদের সন্ধান আমরা পাইনি। কিন্ত এখন সত্যিই অনেক টিউনার নতুন এসেছেন ভালো ভালো টিউন করছেন। আমরা সবাই কিছু না কিছু শিখছি। এর ফাঁকে ঢুকে গেছে কিছু ফ্রি বিজ্ঞাপন দাতা। সম্ভবত তাঁরা টেকটিউনসকে বিক্রয় ডট কম ভেবে ঢুকে পড়েছে। 😆 😛

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন টেকটিউনসে এখন সুন্দর সুন্দর বিজ্ঞাপন পোস্ট হয় সম্পূর্ণ বিনামূল্যে। আগে দেখেছিলাম টেকটিউনসের স্পন্সরড পোস্ট নামের একটা বিভাগ আছে যেখানে অ্যাড দেওয়া যায় অবশ্য তা টাকা পয়সা দিয়েই। কিন্তু এখনও স্পন্সরড টিউন বিভাগ থাকলেও দেখি অন্যান্য বিভাগেও নানা লোভনীয় আকর্ষণীয় অফারমূলক টিউন ডাইরেক্ট পোস্ট হচ্ছে। বাহ! কি চমৎকার বায়োস্কোপ দেখলাম।

আমরা আরও জানি, ব্লগার মারুফ নামের এক টিউনার মানে আমি এক সময় আমার ব্লগের বিজ্ঞাপন চালাইতাম টেকটিউনসে। এখনও চালাই তবুও লজ্জা সরম করে চালাই। একটা সত্যি কথা কইতে চাই। শুনবেন? আগে শুধু টিউন করতাম আমার ব্লগে কিছু ভিজিটরসের জন্য। অনেক নোটিশ খাইছি। তারপর এখন শান্ত হইছি। কারণ এখন আমার ব্লগে টাইনা টাইনা ধাক্কা মাইরা ভিজিটর নিয়া যাওয়া লাগেনা এমনি যায়। তাই এখন আমার বিজ্ঞাপনের উৎপাত থেকে মনে হয় মডারেটররা একটু শান্তিতে আছেন। তবুও বলে রাখি, আমি যখন আগে নিজের ব্লগে ভিজিটর নেওয়ার জন্য টিউন করতাম তবুও তখন কিন্তু আমি বেহায়া ছিলাম না। আপনাদেরকে কোন টিপস ট্রিকস দিয়া আমার ব্লগে নেমন্তন্ন করতাম।

আর আমার মতে টিটির কাছে এইটুকু অধিকার আমরা পাইতেই পারি। কিন্তু এখন যা দেখতেছি তাতে তো আবার নিজেকে ফ্রি বিজ্ঞাপনদাতা বানাইতে মন চাচ্ছে। ওরা পারে আমি পারব না কেন? আমি পারিনা কারণ আমার লজ্জা শরম আছে। টেকনোলোজি সাইটকে যদি কেউ ক্লাসিফাইড সাইট মনে করে ইউজ করে তার মনে হয় লজ্জা হায়া নাই। সুন্দর সুন্দর টিউন করবেন শেষে ব্লগের এড্রেস দিবেন আমরা ঘুরে আসব নতুন ডিজাইনের কিছু সাইট দেখব এটাই তো আমাদের মত প্রযুক্তি খোরের নেশা। কিন্তু এইটা নিন, ওইটা নিন, স্বল্প মুল্যে অমুক তমুক বিক্রি হবে এই রকম শিরোনাম দেখেই তো আমার অবাক লাগে। আমি চাইলে সেইসব টিউনের লিংক দিতে পারি। দিবনা... খুঁজে নিবেন, লক্ষ্য করে দেখবেন, পেয়ে যাবেন। বড়ই অবাক লাগে।

টেকটিউনসে প্রথম দিকে আমার অনেক টিউন স্থগিত হইছে। ভিতরে বিভিন্ন অ্যাংকর টেক্সক্ট করে আমার ব্লগের লিংক দিতাম বলে। আর এখন লাগবে হাড়ি পাতিল শিরোনামের ফ্রি বিজ্ঞাপন মূলক টিউনও টিটীতে বেশ ভালো সময় ধরে দেখা যায়। লক্ষ্য করিনাই সেগুলা ডিলেট করা হয় কিনা। মনে হয় ডিলেট করা হয়। তবুও ডিলেট করতে করতে লাইগা যায় অনেক সময়। এমন কি শুধু মাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্যই নানা আকর্ষণীয় ভুয়া নামে আইডিও খোলা হয়েছে। চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারব না। দেখে নিয়েন।

যখন থেকে আমার টিউন গুলো স্থগিত করা শুরু হইছে তারপর থেকে উদ্দেশ্যমূলক বিজ্ঞাপন বন্ধ করে প্রতিজ্ঞা করছি আর এরকম বিজ্ঞাপন না আল্লাহ বাঁচায় রাখে তো একদিন আমার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন টেকটিউনসকে টাকা দিয়া বিজ্ঞাপন দেওয়ার। প্রতিষ্ঠান খুলেও বসেছি। দোয়া রাখেন একটু পায়ে ভড় করে দাঁড়ালেই টেকটিউনসে বিজ্ঞাপন নিয়ে হাজির হব। ইনশাল্লাহ।

সৌজন্যে: ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটা উদোগ দোয়া করি তুমি যেন তোমার লক্ষ্যে পোছে যাও

    @সবুজ আলী: আমার আইটি ফার্মের নাম সমাধান আইটি। দেখি কি হয়। দোয়া করবেন।

ভাই আপনা সাথে এক মত। প্রচন্ড বিঞ্জাপন।।।।।।।।।।।।

    @সাব্বির ইসলাম: কি আর বলব। টিটির অফিশিয়াল বিজ্ঞাপন হলেও আফসোস থাকেনা। কিন্তু গরু ছাগলের হাটে মুরগী বেচার মত বিজ্ঞাপন যেগুলো তাও আবার ফ্রি।! কিছুই বলার নাই

প্রায় ছয়মাস পর টিটি তে লগিন করলাম। আগে যেখানে দিনে ৬ ঘন্টার উপর টিটিতে থাকতাম এখন আর থাকি না। এখন আর আগের মত টিটি নাই। সেই হাসান জুবায়ের, মইনুল ভাই, বিদ্রোহী ভাই, প্রবাসি ভাই প্রমুখ এখন আর নিয়মিত টিউন করেন না। মানে মাসে একবার টিউন করে দায়সারা কাজ টা করে নেন। আগে যেখানে প্রতিদিন নতুন কিছু শিখতাম, এখন ফ্রি নেট এর টিউন দেখে দেখে টিটির উপর আস্থা চলে গেছে। না জানা লোকে ভরে গেছে টিটি। এখন পিসিহেল্পলাইনে কিছুক্ষণ থাকি। টিটি একদম বাদ। আমার মনে এটা ক্লাসিফাইড সাইট ঘোষণা করা হোক।

    @Al Shahriat Karim: পিসি হেল্প লাইন বিডির অ্যাডমিনদের ব্যবহারে বের হয়ে এসেছি অনেক আগে। এখন টিটিরও যে অবস্থা । এবার যে কই যাব ভাবতেছি,

      @ব্লগার মারুফ: পিসি হেল্প লাইন বিডির বর্তমান design এর জন্য ঢুকতেও ইচ্ছা করে না ।

ওয়েব সাইট টিসটিওন ভাই , আমরা লিমিটেড ইন্টারনেট ইউজার, আমাদের মেগাবাইট নষ্ট করিয়েন না। আমরা ইচ্ছা করে ফ্রি নেট (চুরির লাইন) চালাইনা। চুরি করা হারাম। গুনাহ। বিজ্ঞপ্তি কমান, আমাদের মেগাবাইট বাচিয়ে, আমাদের কে রক্ষা করুন।

    @আমিন টিটু: ঠিক ভাই। ফ্রি নেটের জনক রা আর টিটিতে নেই, এখন সব ভুয়া ফ্রি নেটের ওস্তাদ। টাকা দিয়াই ইউজ করি। তাও আবার হারামির ফোনে।

ঠিক বলছেন ভাই। আমার ও কয়েকটা টিউন পেন্ডিং এ আছে। ভালো টিউন কইরা ও পেন্ডিং। প্রথম অবস্থায় খারাপ লাগলেও মনরে বুঝাই নেই। আর যখন অনেক টিউনার সরাসরি বিজ্ঞাপন দিয়া দেয় তখন…… না কিচ্ছু বলবো না।

    @কলিমদ্দি: সবই কপাল লাগে ভাই। দুঃখ । টিউনার বিজ্ঞাপন মুক্ত পোস্ট দিক সেটা ভালো খারাপ যেটাই হোক আমরা নানা কিছু শিখতে পারব কিছু অভিজ্ঞতা পাব। আপনার মত এই অবস্থা ৫ মাস আগে আমার ক্ষেত্রেও হয়েছিল। তবুও হাল ছাড়িয়েন না।

হা আমি একমত…………………………।।

Level 0

এভাবে চলতে থাকলে অল্প কিছু দিনের মাঝে টিটি একটা পতিত সাইটে পরিনত হতে পারে।এখন বেশ অদ্ভুদ টাইপের পোস্ট দেখা যায় মাঝে মাঝে।আর ভাল টিউনারের সঙ্খা ও অনেক কম।সেই তুলনাই পিসিহেল্পলাইন এ এখন ভাল মানের টিউন হয়।

    @mesbaul324: বিজ্ঞাপনগুলোর জন্য মানসম্মত টিউন গুলাও হোমপেজে বেশিক্ষন জায়গা পায়না।

Level 0

টিটিতে লেখা অনেক আগেই বন্ধ করে দিয়েছি, কোন কারন ছাড়াই টিউন গুলা পেন্ডিং হয়।
এখনো ৫ টির বেশি ঝুলে আছে…
আমি হলফ করে বলতে পারি কোন নিয়ম ভঙ্গ করে পোস্ট করি নাই।
মনে হয় মোডারেটর দের সাথে আমার শত্রুতা আছে,
এত কষ্ট করে লিখে, টিউন পেন্ডিং হইলে আর উৎসাহ থাকে না।…
জাই হোক।।
@মারুফ ভাই, ধন্যবাদ অযাচিত বিজ্ঞাপন এর বিষয়টি নিয়ে লেখার জন্য……

Level 0

ব্লগার মারুফ, আগের মতো নিয়মিত সুন্দর সুন্দর টিউন করুন, ভালো লাগবে, আপনার লেখা দেখেই বুঝা গেল আপনি ভালো টিউনার,

Level 0

Ai.munna@ ভাই বন্ধ করে দিয়েন নাহ লেখা, চালিয়ে যান,

    @limon777: লেখা বন্ধ করার ইচ্ছে নাই। চালিয়ে যেতে পারি যেন দোয়া করবেন।

টিটি Reg. খুলে উন্মুক্ত করাতে বেশ কিছু ঝামেলা হচ্ছে। অন্যদিকে ভালো টিউনারদের পোস্ট ঝুলিয়ে রাখা হই। কিন্তু কেন? আর নতুনরা ধুমছে পোস্ট করবে এটা ভালো টিউনারদের খারাপ লাগে।

    @মোঃ আলমগীর হোসেন: হুদাই মুরগী মার্কা ফ্রি এড টিউনে ভর্তি এখন টিটি।

আমি একটা ভালো পোস্ট দিলাম,কিন্তু pending কইরা দিল । আর অইদিন দেখি Tunarpata বিক্রয় হইবে এমন শিরনামের পোস্ট ৪ ঘণ্টা ধইরা আসে । টার পস্র ওইটা ডিলিট করছে নাকি জানি না । মারুফ ভাইজান তো সেইখানে কমেন্ট করছিলেন যে ” ডাইরেক অ্যাড দিলেন?” আমি ও কমেন্ট করছিলাম । এইরকম অ্যাড ডিলিট করে না অথচ আমাদের ভাল পোস্ট গুলা ডিলিট করে

    @Technology Pagol: আমি চাইলে সব এরকম বিজ্ঞাপনের শিরোনাম উল্লেখ করতে পারতাম। কিন্তু কি করব সবাই ভাই ব্রাদার।কারো কলিজায় হাত দেইনি।

আপনার সাথে সহমত।

ভাই 2012 সাল থেকে মোটামোটি ডেইলিই techtunes visit করতাম,,কিন্তু এখানে একাউন্ট খোলার সাহস করতাম না,কারন আমার লেখা জদি মানসম্পন্ন না হয়??,,শুধু লেখা পরেই জেতাম,,।।পরে জখন দেখলাম জে অনেক কিছু জানতে/আর টিউনারদের উতসাহিত করতে comments করা দরকার,তখন একাউন্ট করার try কইরা দেখি টিটি একাউন্ট করার পারমিশন বন্ধ করে দিছে,,পরে আর কি করার শুধু টিউন গুলা আবার পরেই জেতে লাগলাম।।,কিন্তু দুঃখের বিশয় হছছে আজ জখন আবার টিটি আমাদের মত লোকদের সুজোগ করে দিছে,তখন নতুনরাই টিটিকে spaming দিয়া ভরে ফেলতেছে,,,তাই এখন নিজেকে বরই লজ্জিত মনে হছছে,,আসলেই লেখকের এই কথাটাই সত্ত্য বন্নেরা বনে সুন্দর,শিশুরা মাতৃকুলে।।

    @মোঃ জাফর উল্লাহ: আসলে স্বাধীনতারও ঝামেলা আছে সেইটা এই মুক্ত প্লাটফর্ম আমাদেরকে বুঝায় দিচ্ছে।

    @মোঃ জাফর উল্লাহ: একমত

Level 2

Right you

ভাই আপনি ঠিকই বলেছেন.. কথায় আছে না সাধীনতা অরজনের চাইতে সাধীনতা রখখা করা কঠিন,,,আমাদের অবস্থাও তাই হইছে।। @ব্লোগার মারুফ ভাই

    @মোঃ জাফর উল্লাহ: একদিকে স্বাধীনতা নেই বললেও চলে। যখন ইচ্চা তাঁরা লেখা পেন্ডিং করে, আইডি ব্লক করে, লেখা সম্পাদনা করে। আমার লেখার শেষটুকু যেমন আমার অজান্তেই এডিট করলেন তাঁরা।

আপনার সাথে সহমত। 🙁 🙁

টেকটিউন ভিজিট করি প্রায় ১৮ মাস । আইডি খোলার সুযোগ দিলো , আইডি ও খুললাম।

খারাপ হবে মনে করে বার বার পোষ্ট করতে গিয়ে করি না।
আর কিছু দিন টিটি তে যা হচ্ছে তাতে আর টিটিত ঢুকতে মন চাইনা।

টিটি তো এমনিতেই official বিজ্ঞাপনে পরিপূর্ন তার উপর যদি unofficially বিজ্ঞাপন start হয় তাহলে তো কথাই নেই ।