সাবধান!!!! প্রযুক্তি প্রতারনার নতুন ফাঁদ! আমার নিজের তিক্ত অভিজ্ঞতা! নিজে বাঁচুন, আপনার আপনজনদেরকেও বাঁচান!

আমি একটি নতুন প্রতারনার কৌশল বিষয়ে সবাইকে সচেতন করতেই টিউনটি করছি। প্রথমেই অনুরোধ বিষয়টা যতবেশি পারেন, মানুষকে জানান।  এটিই আমার প্রথম টিউন। অনেক কষ্টকরে বাংলা লিখছি তাই বিশাল একটি ঘটনা ছোট করে লিখতে হচ্ছে। তবে সবার আগেই রংপুরের ব্লগার মারূফকে ধন্যবাদ জানাই তার শত প্রতিকূলতার মাঝেও আজ শততম টিউনটি করার জন্য।

বিষয়টা গত ২০ তারিখের। জরুরি প্রয়োজনে আমি ১৯ তারিখ রাতে  ও.এল. এক্স, বিক্রয় ডট কম এবং এখানেই ডট কমে এ আমার মোবাইল ফোন বিক্রয়ের এ্যাড দেই। ২০ তারিখ সকাল থেকেই আমার নাম্বারে ফোন আসতে শুরু করে। একজন ক্রেতা আমাকে অনেক আগ্রহ দেখায়। সে বলে যে এই মডেলের সেট সে ইউজ করত, সেটা হারিয়ে গেছে। তার ঠিকানা বলে বগুড়া। আমি তাকে বলি আমি তো রাজশাহীতে। তখন সে কুরিয়ার বা গাড়িতে ফোনটা পাঠাতে বলে। কথা হয় টাকাটা সে আগেই পাঠাবে। তাই আমার সন্দেহের কোন অবকাশ থাকল না। আমি আমার পরিচিত একটা গাড়ির সুপারভাইজারকেই ফোন দিলাম যে তাকে যদি একটা মোবাইল দেই সেটা সে বগুড়ায় নামিয়ে দিতে পারবে কিনা? সে সম্মতি দেয় আর বলে যে ফোনটা নিবে তার নাম্বাটা দেন, তাহলে সমস্যা হবে না।আমি বললাম ঠিক আছে।  আমার মোবাইল ব্যাংকিংয়ের একটা একাউন্ট  আছে ।

আমি ক্রেতাকে সেটাতে টাকা পাঠাতে বলি কিন্তু সে বলে তার ওমুক  একাউন্ট ছাড়া হবেনা ( নামটা বললামনা, তবে বুঝতে সমস্যা হবার কথা নয়; এদের ব্যাপারে আগেও এমন সমালোচনা শোনা গেছে) । যাহোক, সে ওমুক একাউন্টেই টাকা পাঠাবে। তথন আমি আমার এক বন্ধুর নাম্বার দেই যেটাতে এই একাউন্ট খোলা আছে। ( বিশেষ লক্ষণীয় যে, সে মোবাইলের দর-দাম নিয়ে বেশি কথা বলেনি। মোটামুটি আমার চাওয়া দামেই রাজি হয়ে যায় কারণ, এই সেট তার হারিয়ে গেছে এবং আমারটাই সে কিনবে। আমারও জরুরি টাকা দরকার, তাই বেশি কিছু ভাবার সময় বা সুয়োগ কোনটাই পাইনি। যাহোক, আমি যখন আমার বন্ধুর নাম্বারে টাকাটা পাঠাতে বললাম সে তখন টাকা পাঠাচ্ছে। কিছুক্ষণ পর সে বলে যে টাকা সে পাঠিয়েছে কিন্তু মেসেজ যায়নি। তারপর বলে আপনার বন্ধুর নাম্বারটাতে সবশেষ কতদিন আগে লেনদেন হইছে? বন্ধুর কাছে শুনে তাকে বলি প্রায় ১ মাস। তখন সে আমাকে জানায় যে এই একাউন্টের  নতুন নিয়ম হইছে যে ১ মাস টাকা লেনদেন না হলে একাউন্ট ব্লক হয়ে যায় এবং তাদের অফিসে গিয়ে সেটা আবার চালু করে নিতে হয়; এটা নতুন নিয়ম, সাবাই জানেনা।

আমার বিষয়টা একটু খটকা লাগলেও তেমন  একটা পাত্তা দেইনি কারন, এই ব্যাংকিং সিস্টেমের একাউন্ট আমার নিজের না থাকায় এ বিষয়ে তেমন একটা ধারনাও ছিলনা। তখন সে আমাকে বলে যে, আপনি একটা দোকানে যান, আমি ওই নাম্বারে টাকা পাঠাচ্ছি। আমি আমার পরিচিত একটা দোকানে গিয়ে তাকে সেখানকার নাম্বারটা দিলাম। সে টাকা পাঠাল। দোকানের মূল মালিক বাহিরে খাকায় কমৃচারি বলল যে টাকার মেসেজ আসছে কিন্তু আপনি একটু বসুন, মালিক এসে ব্যালেন্স চেক করে ক্যাশ দিবে। আমি বসে থাকলাম। মালিক এসে মনে হল কয়েকবার ব্যালেন্স চেক করল। তারপর আমাকে বলল যে কে এই টাকা পাঠিয়েছে? আমি তাকে পুরো ঘটনা বললাম।

সে মোবাইলে চিটারটাকে ধমক দিয়ে ফোন কেটে দিল। আমি দোকানদারের কাছে জানতে চাইলাম কোন সমস্যা কিনা? সে বলল যে এটা একটা প্রতারক চক্র, মোবাইলে মেসেজ আসছে বাট টাকা আসেনি। আমার ভাগ্য ভালো ছিল যে দোকানদার র্পুব পরিচিত। তা নাহলে হয়ত সাথে সাথেই পুলিশ ডাকত। কারণ, আমি তাৎক্ষণিকভাবে প্রামান করতে পারতাম না যে আমি ওই প্রতারক চক্রের সাথে জড়িত নই।

তবে মজার বিষয়টা হল, যে মেসেজটা দোকানদারের নাম্বারে আসে সেটা। আর আসল আতঙ্কের জায়গাটাও এটাই। আমাকে চিটারটা পাঠায় ৫২১০ টাকা। এই টাকার সাথে দোকানের আগে থেকে থাকা ব্যালান্সের যোগ-বিয়োগ করে ওই মেসেজেই শো করে  বর্তমান ব্যালান্স কত!!! চিন্তা করে দেখেন কত্তবড় বাটপারি!!! হাইটেক জানোয়ার আরকি।

চিটারের মোবা: নং +8801951263100

পরিচিত দোকানদার বলে আমি বেঁচে গেছি, তাই ভাববেনা যে আপনিও নিশ্তিতভাবেই বেঁচে যাবেন। আপনার ভাগ্য হয়ত আমার মত ভাল নাও হতে পারে। তাই আসুন চিটারদের এই নতুন কৌশলটা সবার সাথে শেয়ার করি আর আমাদের পরিচিত জনদের বিপদ থেকে রক্ষা করি।

বি.দ্র: আমি দোকানদারের কাছে কৃতঞ্। তারপরেও একটা কথা না বলে পারছিনা.. সেই সময়ে দোকানদারের ভাবখানা ছিল যেন সে আমাকে করুণা করছে!!!যদিও মুখে কিছু বলেনি।( তাঁর জায়গায় আমি হলেও নিশ্চিত আমিও তাই করতাম, তবুও নিজের খারাপ লাগাটা শেয়ার করতেই কথাটা বললাম। কারণ, একেবারেই বিনাদোষে আমি ওই বিব্রতকর পরিস্থিতিতে পড়ি।)

সবশেষে আবারো অনুরোধ..দয়াকরে বিষয়টা সবাইকে শেয়ার করুন। কারন, আমরা এই চিটারদের থামাতে পারবনা, তারা একটার পর একটা কৌশল বের করেই যাবে।  এদের থামানোটা যাদের কাজ, তাদের উপর আবার দোকানদার সাহেবের আস্থা নাই ( আমার নিজেরও যে আছে, তা নয়। তাই বিষয়টা আর বেশিদূর এগিয়ে নিতে পারিনি)। কিন্তু সবাইকেতো সর্তক করতে পারব ; যেন অন্তত্য এই কৌশলে তারা প্রতারণার শিকার না হয়। সবাইকে ধন্যবাদ সময়  নিয়ে পড়ার জন্য।

Level 0

আমি আকাশ আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই এটা শেয়ার করার জন্যে ………………………

    @Evil-Boy: ভাই আপনাকেও ধন্যবাদ। কি আর বলব, এই ঘটনাটা আমার মানুষ সম্পকে ধারনাই চেন্স করে দিছে।

হায়রে বাটপারে দুনিয়া ভইরা গেছে ভাই

Level 0

এই বাটপারগ সায়েস্তা করা দরকার

    @Sc_SeLim: ঠিক তাই। কিন্তু কিভাবে? আমার মনে হয় মানুষকে আমরা যতবেশি জানাতে পারব, ততই ভাল। ভাই আমি আরো কয়েকটি সাইটে এই পোষ্টটি লেখার চেষ্টা করেছিলাম বাট পারিনাই। আপনারা যারা অন্যান্য সাইটেও লেখালেখি করেন, তারা দয়া করে আমার পোষ্টটি ছাপিয়ে দেন। আমার নাম দেওয়া লাগবেনা। আপনার নামেই লিখে দেন। প্লিজ ভাই এইটুকু সাহায্য করেন। এতে আমার নিজের কোন লাভ হবেনা। বাট, লাভ আমাদের সবারিই।

আমি ব্যাপার টা বুঝিয়ে বলি, বাল্ক এস এম এস চেনেন আপনারা ?
এটা একটা সার্ভিস, যা বিভিন্ন হোস্টিং কম্পানী কোন প্রডাক্টের মার্কেটিং এর সার্থে সেল করে। এই পদ্ধতিতে অনলাইন থেকেই মেসেজ পাঠানো যাবে, কিন্তু নাম্বারের যায়গায় আপনি যা সিলেক্ট করে দেবেন, যেমন fajlami,com বা ১২১২ , সেই নাম্বার ই দেখাবো মোবাইলে। আমরা যে Gpoffer বা বিভিন্ন নামের নাম্বার থেকে মোবাইলে মেসেজ পাই, তা এই পদ্ধতিতেই পাঠানো হয়।

ঐ লোক সম্ভবত এই ভাবেই বিক্যাশের নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছিলেন।

    @শাহরিয়ার শিমুল: ধন্যবাদ ভাই কমেন্টের জন্য। তবে এটা বিকাশ ছিলনা।

Level 0

@আকাশ আকাশ :-ভাই আমি যতদূর জানি এগুলো করা হয় বাঙ্ক এস এম এস দিয়ে……………………… কিছু অসৎ পোলাপাইন এই বাঙ্ক sms সার্ভিস এর অপব্যাবহার করছে ………………আর ভাই আল্লাহ এর দুনিয়ায় তো আর সব মানুষ এক নয়……খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষ ও তো আছে ……………।

    @Evil-Boy:
    বাঙ্ক এসএমএস দিয়ে করলে টাকা যোগ বিয়োগ কি ভাবে কি সম্ভব । অফিসিয়াল ব্যাপার জড়িত থাকতে পারে ।

      তুহিন ভাই, Bulk এস.এম.এস. দিয়েই এটা করা হয়েছে। অফিসের সাথে এগুলোর কোন যোগাযোগ নেই।

        @জুনাইদ আহমাদ:
        কি করে হয় । Bulk এসএমএস দিয়ে যে কোন নাম্বারে এসএমএস পাঠানো যায় ঠিক আছে কিন্তু উপড়ে লেখেছে এই টাকার সাথে দোকানের আগে থেকে থাকা ব্যালান্সের যোগ-বিয়োগ করে ওই মেসেজেই শো করে বর্তমান ব্যালান্স কত
        এটাতো ভাই অফিস ছাড়া সম্ভব না ।

    @Evil-Boy: ভাই ভাল লাগল আপনার কমেন্ট পড়ে।

আমাকে চিটারটা পাঠায় ৫২১০ টাকা। এই টাকার সাথে দোকানের আগে থেকে থাকা ব্যালান্সের যোগ-বিয়োগ করে ওই মেসেজেই শো করে বর্তমান ব্যালান্স কত!!! bujlamna vai ektu clear koren plz…………

    @মোঃ গোলাম রব্বনী: ভাই, পোষ্টটি হয়ত ভালো কারেই পড়েছেন। আসলে এই বিষয়টার জন্যই এত কষ্ট করে বাংলা লিখে টিউনটি করা। অতি উচ্চমানের হ্যাকার নয়তবা ব্যাংকের কারসাজি। আমার মনে হয় মানুষকে আমরা যতবেশি জানাতে পারব, ততই ভাল। ভাই আমি আরো কয়েকটি সাইটে এই পোষ্টটি লেখার চেষ্টা করেছিলাম বাট পারিনাই। আপনারা যারা অন্যান্য সাইটেও লেখালেখি করেন, তারা দয়া করে আমার পোষ্টটি ছাপিয়ে দেন। আমার নাম দেওয়া লাগবেনা। আপনার নামেই লিখে দেন। প্লিজ ভাই এইটুকু সাহায্য করেন। এতে আমার নিজের কোন লাভ হবেনা। বাট, লাভ আমাদের সবারিই।

এই রকম কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে হইসিল। পরে একজন লোক অই চিটার কে তার ছেলে বলে পরিচয় দিয়ে নিয়ে যায়

    @শেখ মুন্না: ভাই। আপনার ব্যাপারটা আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। যাহোক, আমার মনে হয় মানুষকে আমরা যতবেশি জানাতে পারব, ততই ভাল। ভাই আমি আরো কয়েকটি সাইটে এই পোষ্টটি লেখার চেষ্টা করেছিলাম বাট পারিনাই। আপনারা যারা অন্যান্য সাইটেও লেখালেখি করেন, তারা দয়া করে আমার পোষ্টটি ছাপিয়ে দেন। আমার নাম দেওয়া লাগবেনা। আপনার নামেই লিখে দেন। প্লিজ ভাই এইটুকু সাহায্য করেন। এতে আমার নিজের কোন লাভ হবেনা। বাট, লাভ আমাদের সবারিই।

ভাই , আগে টাকা হাতে পাবেন তারপর মোবাইল দিবেন।

    @দিপ্ত পাল: ভাই, ব্যাপারটা শুধু মোবাইল খোঁয়ানোর মাঝই সীমাবদ্ধ নয়। চিটার আমাকে বলে যে সে বগুড়ায়। বাট আমি সিয়র সে বগুড়ায় ছিল না। কারন, এমন উচ্চ প্রযুক্তির চিটার কখনই তার নিজের ঠিকানা বলবে না। আমার মনে হয় সে আমার মোবাইলটা মেরে দেওয়ার জন্য নাটকটা সাজায়নি। সে আমাকে ফাঁদে ফেলতে চাইছিল। আমি যদি টাকাটা দোকান থেকে নিতে পারতাম তখন সে আমাকে ব্লাকমেইল করত। সে হয়ত বলত যে এখন ৫-৬ লাখ টাকা দাও নয়ত দোকানদার বা পুলিশকে বলে দিব। তাকে তো আর ট্রাক করা যেতনা। কিন্তু আমার সিমতো সব কাগজ পত্র দিয়ে কেনা। তাই বলছি, বিয়টা নিয়ে আপনারা অন্যান্য সাইটেও লেখেন। আমি পারছিনা। কাল অনেক ট্রাই করেও আর একটা বড় টেকসাইটে লিখতে পারলাম না ফন্টগত সমস্যার কারনে। তাই আপনারা নিজের নামে হলেও লেখাটা বিভিন্ন সাইটে ছাপান। মানুষের উপকার করেন।

Level New

Thanks for sharing…..we should be aware of it.

ও ,কিন্তু যোগ বিয়োগ কেম্নে করে?

    @Technology Pagol: vi, ati to mul udbeg er jayga!! plz. share koren as much as you can so that evey one can be careful about these kinds of bastard hacker.

Level 0

@আকাশ ভাই :- তাহলে তো মাস্ট এটার সঙ্গে অই কম্পানি এর কর্মকর্তা বা কর্মচারীর যোগ সাজস আছে ……বা এটা হতে পারে ওদের কোন সফটওয়্যার বা সিস্টেম এর Security Fall

    @Evil-Boy: ভাই, আমার মনে হয় আপনার উল্লেখ করা প্রথম কারণটাই ঠিক। আবারো অনুরোধ ভাই, আমার মনে হয় মানুষকে আমরা যতবেশি জানাতে পারব, ততই ভাল। ভাই আমি আরো কয়েকটি সাইটে এই পোষ্টটি লেখার চেষ্টা করেছিলাম বাট পারিনাই। আপনারা যারা অন্যান্য সাইটেও লেখালেখি করেন, তারা দয়া করে আমার পোষ্টটি ছাপিয়ে দেন। আমার নাম দেওয়া লাগবেনা। আপনার নামেই লিখে দেন। প্লিজ ভাই এইটুকু সাহায্য করেন। এতে আমার নিজের কোন লাভ হবেনা। বাট, লাভ আমাদের সবারিই।

ভাই সবাইকে একটা আহ্বান জানাচ্ছি, আপনারা একটা কাজ করে দেখতে পারেন। আপনারা মোবাইল বা এরকম কিছু বিক্রয়ের জন্য এড দিন। বেশ ভাল করে এডটা দিবেন, মোবাইল নং সহ। আমার বিশ্বাস, চিটাররা আপনাকেও টারগেট বানিয়ে ফোন দিবে। আর একটা কথা, আমার মনে হয় মানুষকে আমরা যতবেশি জানাতে পারব, ততই ভাল। ভাই আমি আরো কয়েকটি সাইটে এই পোষ্টটি লেখার চেষ্টা করেছিলাম বাট পারিনাই। আপনারা যারা অন্যান্য সাইটেও লেখালেখি করেন, তারা দয়া করে আমার পোষ্টটি ছাপিয়ে দেন। আমার নাম দেওয়া লাগবেনা। আপনার নামেই লিখে দেন। প্লিজ ভাই এইটুকু সাহায্য করেন। এতে আমার নিজের কোন লাভ হবেনা। বাট, লাভ আমাদের সবারিই।