কি যে খুশি লাগছে আজ বলে বুঝানো সম্ভব নয়। অনেক দিন ধরে দিনটির অপেক্ষায় ছিলাম। আজ পেরেছি! আজ আমার প্রথম সেঞ্চুরি টিউন টেকটিউনসে। আজ এই টিউনের মাধ্যমে বাংলার সবচেয়ে বড় টেকনোলোজি প্লাটফর্ম টেকটিউনসে আমার ১০০তম টিউন পূর্ণ হল। অনেকের কাছে ব্যাপারটা ছোট। কিন্তু আমার কাছে আজকের দিনটি, এই টিউনটি অনেক বড় পাওয়া। কারণ এই টিউন দেওয়ার অধিকার অর্জন করতে অনেক অনেক সময় ধরে নিয়মিত টিউন করতে হয়েছে। অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে। অবশেষে আমি পেরেছি। টেকটিউনসে মাধ্যমে আমি অনলাইন জীবনে অনেক এগিয়ে গিয়েছি। কৃতজ্ঞ থাকব সারা জীবন টিটির কাছে। আজ এই টিউনে কোন টিপস ট্রিকস, টিউটোরিয়াল কিচ্ছুই দিতে পারব না বলে প্রথমেই ক্ষমা চাচ্ছি। আজ শুধুই থাকছে আমার জমানো বস্তা ভড়া জমানো প্যাচাল। হাতে সময় থাকলে আশা করি প্যাচাল পড়বেন, আমাকে পরামর্শ দিবেন। আপনার একটি মন্তব্যই আমার হয়ত পরবর্তী সেঞ্চুরী করার আশা জাগাবে।
মোটামুটি আমার পুরো জীবন কাহিনী সংক্ষেপে বললাম। আমি খুব সাদাসিদে এক কিশোর। এর চেয়ে বেশি পরিচয় আমার নেই। আমার জন্য সবাই দোয়া করবেন। নিজের ঢাক ঢোল পেটানোর জন্য আমাকে ক্ষমা করবেন।
ক্লাস সেভেনে হাতে প্রথম কম্পিউটার নাড়তে শুরু করি মানুষের কম্পিউটারে। মানে কোথাও পেলেই টেপাটিপি। খারাপ লাগত নিজের কম্পিউটার ছিল না বলে। আর বাসায় বললে হয়ত পাবনায় পাঠিয়ে দিত। কারণ তখন তো খুব বড় মানুষদের কম্পিউটার ছিল। সামর্থ্যের বাহিরে গিয়ে তাও আবার ক্লাস সেভেনে কম্পিউটার কিনতে চাওয়া বাসায় পাগলামি ছাড়া আর কি ভাববে বাবা মা? সেই চিন্তায় আর এক বছর বলা হয়নি। বড় ভাইয়ের সাথে মাঝে মাঝে বাজারে যাওয়া হলে ভাইয়া আমাকে নিয়ে সাইবার ক্যাফে-তে ঢুকত। ভাইয়াকে শুধুই দেখতাম ইহাহু নামের একটা পর্দায় শুধু ঘাটাঘাটি। মাঝে মাঝে দেখতাম টেকটিউনস নামের কিছু একটা। আমি হা করে চেয়ে থাকতাম। কি-বোর্ডে হাত দেওয়ারও সাহস ছিল না। আস্তে আস্তে মেজাজ গরম হয়ে যায়। সামনে এমন মজার একটা মেশিন আর সেটা নাড়ব না? কেমন লাগে বলেন? তারপর থেকে কোথাও কম্পিউটার পেলে এবং আশে পাশে কেউ না থাকলে চুপ করে দুই একটা বাটন টিপতাম। কম্পিউটার বন্ধ থাকত!!! বাটন তো টিপেছি এটাতেই অনেক খুশি লাগত। এরপর থেকে বড় হতে শুরু করলাম আর ভাইয়ের সাথে সাইবার ক্যাফে তে যেতাম এবং ভাইয়ার লেকচার শুনতাম ইন্টারনেট নিয়ে। মজার ব্যাপার হল আমি কম্পিউটারের বেসিক ধারনার আগে ইন্টারনেট কি এই সম্পর্কে আগে জেনেছিলাম। এভাবেই চলতে থাকে। ভাইয়া ইহাহুতে মেইল চেক করে টেকটিউনসে দুই একটা লেখা পড়ত। আমিও রিডিং পড়তাম। কিছুই বুঝতাম না। কারণ কম্পিউটারই তো জানিনা টেকনোলোজি লেখা আবার কিভাবে বুঝব? ক্লাস এইটে জেএসসি পরীক্ষা শেষে আব্বা কিনে দিছিল সেই মজার জিনিস কম্পিউটার। হাতে পেয়ে তো কি খুশি হয়েছিলাম সেটা অন্য কারো জানার কথা না। ভাইয়া আমাকে বলেছিল ইন্টারনেটে কিছু শিখতে টেকটিউনস আর গুগল ছাড়া কিছু নেই। টেকটিউনসে ঢুকা শিখিয়ে দিল। গেম খেলতাম আর খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে টেকটিউনসে ঢুকে পড়তাম দুই একটা মজার কিছু। এভাবেই চলে যায় এক বছর। শিখেছি অনেক কিছু। একটা আইডি খুলেছিলাম টিটিতে নিজের নামে। এক সময় ইচ্ছে হল ব্লগার হবো, টেকনোলোজি ব্লগার। লিখব টিটিতে। খুললাম আরেকটি টিটি আইডি। নাম ব্লগার মারুফ। সাথে ব্লগসাইট বানিয়ে ঘুতাঘুতি চলতেই থাকল। একটা দুইটা তিনটা আর আজ একশ টা টিউন। মান সম্মত + মানসম্মতহীন সব টিউনই মিশিয়ে আছে আমার লেখায়। অনেকে অনুপ্রেরনা দিয়েছে, অনেকেই সমালোচনা করেছে। সব মিলিয়ে আজ আমি ব্লগার মারুফ। টিটিতে অনেক নিয়ম ভেঙ্গেছি নোটিশও হজম করেছি। তাই আজ এই টিউনের মাধ্যমে টেকটিউনস মডারেটরদের কাছে ক্ষমা চাচ্ছি। ছোট ছিলাম তাই অনেক নীতিমালাই ভেঙ্গেছি। এখনও ছোট আছি। ভুল ত্রুটি হবেই তবে তা থেকে দুরে থাকার চেষ্টা তো অবশ্যই করব। তবুও আমার সকল ভুল ত্রুটি মাফ করবেন আশা করি। পরবর্তী টিউনগুলোতে আপনারা আমার সাথে থাকবেন। ইচ্ছে রয়েছে যতদিন অনলাইনে থাকব টেকটিউনসে ততদিন ব্লগার মারুফ হিসেবেই আপনাদের মাঝে থাকব। টেকটিউনস আমাকে অনেক দিয়েছে। অনলাইনে আমার এই অবস্থানের জন্য টেকটিউনস আর গুগল সমান ভাগিদার। এই দুই সাইট চষে বেরিয়ে অনেক শিখেছি। সেই কথা কখনও ভুলব না। এখন আমি টেকটিউনসে এই মাসের টপ টিউনারে ২য় অবস্থানে আর সব মিলিয়ে টপ টিউনার তালিখায় দেখালাম ২৫তম। এই পাওয়া আমার কাছে কি বড় পাওয়া এটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব না।
আমাকে পেতে পারেন ফেসবুক, ফেসবুক পেজ, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, ইউটিউব, লিংকড ইন, টেকটিউনস , স্কাইপি: bloggermaruf , ইমেইলঃ [email protected] অথবা আমার ব্লগ সাইট -এ। ফেসবুকে রিকোয়েস্ট দিলে অবশ্যই সাথে একটি মেসেজ পাঠিয়ে রাখেন। বেঁচে থাকলে হাজির হব সামনের টিউনে। ধন্যবাদ।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
Onek valo laglo….paper e ki apnar pic?