কয়েকজন হতাশাগ্রস্থ বন্ধুকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কয়েকদিন আগে কিছু কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেটি পরে দেখলাম সবার কাছে অনেক প্রিয় একটি স্ট্যাটাস হয়ে উঠেছে। লেখাগুলো হয়ত অনেকের মনকেই নাড়া দিতে পেরেছে, জীবনকে আবার নতুন ভাবে আবার ভাবতে শিখেয়েছে। সেজন্য পোস্টটিকে এবার ব্লগের উপযুক্ত করে লিখলাম। যাতে সবাই খুব সহজে সংরক্ষণে রাখতে পারেন।
১। যারা জীবনে বড় কোন বাধা কিংবা ব্যর্থতা আসলে হতাশ হয়ে পড়েন। ভাবেন সব শেষ তাদের জন্য নিচের লাইনটি। মনে রাখতে পারেন সবসময়।
২। আজ থেকে ২-৩ বছর আগেও কারও সাথে ঝগড়া হলেই সেই ঝগড়াতে জিততে চাইতাম। এখনও তর্কে জিততে না পারলে নিজের পেট গুড় গুড় করে। তবে নিজেকে পরিবর্তন করেছি। ভাবতে শিখেছি, তর্কে জেতাতে কোন কৃতিত্ব নাই। আমি নিজেকে সেই ব্যপারে পরিবর্তন করে ফেললেও আশেপাশের অন্যদেরের মধ্যে এই অভ্যাসটা অনেক বেশি দেখি। এধরনের বন্ধুদের জন্য নিচের এ বানী।
৩। মাঝে মাঝে আমার কিছু বন্ধুদের দেখি , যারা সবার উপকারের জন্য তার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে হয়ত কিছু করার চেষ্টা করছে। কিন্তু আমাদের বাঙ্গালীদের স্বভাব হচ্ছে কারও সমালোচনার করার সুযোগ বের করা। ভাল কিছু করলেও সেখানে সমালোচনা করার কোন না কোন অপশন খুজে সে বের করবেই। সেজন্য আমার সেইসব বন্ধুরা হয়ত এ বিষয়টি দেখে খুব আপসেট হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, যে আর কখনও মানুষের জন্য কিছু করবেনা। আমি নিজেও যে এরকম দেখলে হতাশ হইনা তা বলবনা। তবে অন্যদের চাইতে কম হই। কারন আমি সবসময় ভাবি নিচের কথাটি।
৪। যারা নিজেকে অনেক বেশি বুদ্ধিমান ভাবে, তারাই জীবনে ভুল বেশি করে, বোকামী করে। তাই এসব বুদ্ধিমানদের সচেতন করার জন্য আমি বলব।
৫। আপনি কি খুব হতাশ? মানুষ আপনাকে চিনতে পারলনা। ভুল বুঝছে সবাই? তাহলে মনে রাখুন,
৬। প্রত্যেকের জীবনেই বন্ধুর প্রয়োজন আছে অনেক বেশি, তবে সেটি হতে হবে প্রকৃত বন্ধু, যে আপনার বিপদে সবার আগে এগিয়ে আসবে। আপনার বিপদে যাকে আশেপাশে হারিকেন দিয়েও খুজে পাওয়া যায়না। তাদের ব্যাপারে এখনই সচেতন হন। তবে আবারও বলি এজন্য বন্ধু ছাড়া কখনই চলবেননা। কারণ হচ্ছে,
৭। মানুষ মাত্রই ভুল করে। অনেক বড় একটি ভুল করে হয়ত নিজেকে অনেক বেশি তিরস্কার করছেন। আরে ভাই ভুল না করলে পরবর্তী সঠিক কাজটি কিভাবে করবেন? মনে রাখবেন-
৮। আর্থিকভাবে স্বচ্ছল হতে গিয়ে আমরা প্রত্যেকেই অনেক ব্যস্ত হয়ে পড়ি। আর এ ব্যস্ততার লাইফে তখন মনে করা শুরু করি, কাজের বাইরে কারও সাথে সম্পর্ক রক্ষা করা মানে সময়ের অপব্যয় করা। ভুলে যান আপনার এ ভুল ভাবনাটি। যখন অর্থ উপার্জনটাই আপনার টার্গেট, তখন আপনাকে আরো বেশি মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। শুধু তাইনা, বন্ধুত্বের সম্পর্ককে মজবুত করার জন্য বিভিন্ন তাদের সাথে দেখা হবে এরকম সকল প্রোগ্রামগুলোতেও অংশগ্রহণ করতে হবে। ব্যস্ততার জন্য যারা বন্ধুত্বের সম্পর্ককে অপ্রয়োজনীয় মনে করেন, তাদের জন্য বলছি।
৯। আপনি যদি সবার সাথেই ভাল সম্পর্কে রাখতে চান, সবার কাছে প্রিয় পাত্র হতে চান, তাহলে নিচের কথাটি মনে রাখুন এবং নিজের মধ্যে প্র্যাকটিস করুন।
১০। কেউ আপনার সাথে অত্যন্ত অন্যায় আচরণ করেছে? আপনি তাকে কিছু বলতে পারেননি। এজন্য নিজের উপর অনেক আফসোস হচ্ছে, তাইনা? হুম, কিছুদিন আগে আমার পরিচিত খুব আপন দুইজনের সাথেও এরকম কিছু অন্যায় হয়েছে। তারা চাচ্ছিল, আমি সেটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই। কিন্তু আমি রহস্যজনকভাবে কিছুই করিনি দেখে, তারা আমার উপর মন খারাপ করেছিল। আমি কেন কিছু করিনি? কারন আমি বিশ্বাস করি নিচের কথাটি।
১১। আপনার সাথে কেউ বেয়াদবি করেছে, দেখে হয়ত খুব ক্ষেপে গিয়েছেন। কিন্তু জেনে রাখুন, যে বেয়াদবি করেছে, তাকে আপনি কোন ভাবেই দোষারোপ করতে পারেননা। কারণ সমস্যাটা আসলে আপনার নিজেরই। আমার কথা শুনে অবাক হচ্ছেন? আমার কথার পিছনে অবশ্যই যুক্তি আছে। যুক্তি হচ্ছেঃ
১২। আপনার ধারণা আপনাকে সঠিকভাবে মূল্যায়ন হচ্ছেনা। তাহলে সেই মূল্যায়ন পাওয়ার জন্য আপনার কাজ দেখিয়ে খুশি করার চেষ্টা শুরু করুন। অবশ্যই একদিন মূল্যায়ন হবেই। আমি অবশ্যই বিশ্বাস করি।
১৩। আমিতো আইটি বিষয়ক ট্রেনিংয়ের সাথে জড়িত আছি। সেখানের অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেকে আউটসোর্সিংয় করবে, এ আশা নিয়ে আমাদের কাছে কোর্স করতে আছে। কিন্তু কোর্স করার সময় যখন প্রেসার পড়ে, তখন তারা কোর্সটি শেষ করার আগ্রহ হারিয়ে ফেলে। তাদের জন্য ইমাম মুসলিম (রহ.) এর এ বানীটি মনে রাখার উপদেশ দিচ্ছি।
১৪। কোন কোন সময় ছোট ছোট অন্যায়ও অনেক বড় বিষয় হয়ে দাড়ায়, কারণ যার সাথে অন্যায় করেছেন, তিনি হয়ত অনেক বড় একজন ব্যক্তি। এ বিষয়ে বেলাল বিন রাবাহ (রহ.) এর একটি বানী মনে পড়ে গেল।
১৫। দুনিয়া থেকে আর কতকিছু নিবেন? এবার নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন। নিচের বানীটি কি আগে কোথাও শুনেননি?
সবশেষঃ আমার ফেসুবকের ABOUT এ গেলে Favourite Quotations এ দুটি ইংরেজী কটেশন দেখতে পাবেন। আমি যখন অনেক বিপদে পড়ি, কোনভাবেই বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখিনা। তখন এটি আমি নিজে বার বার পড়ি, যাতে নিজের মনের শক্তি ফিরে পাই। আপনাদের সাথে সেটি শেয়ার করছি।
কি বুঝলেন? না বুঝলে খুব মনোযোগ সহকারে সময় নিয়ে পড়ুন। এবার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, নিজেকে প্রশ্ন করুন। দেখবেন নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারবেন। যদি মনে হয় এ পোস্টটি আপনাকে পরিবর্তন করতে কাজে লাগবে, তাহলে নিজের কাছে সংরক্ষণ রাখুন, অন্যদের সাথেও শেয়ার করুন।
যারা নিজেদেরকে অনেক বেশি অসুখী ভাবেন তাদের জন্য এর আগে আমি অন্য একটি পোস্ট করেছিলাম, সেটিও পড়ে দেখতে পারেন।
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/
সেই রকুম পোস্ট খুব ভালো লিখসেন টেকটিইন এ এই রকুম পোস্ট আর হই না তাই আর আসি ন। আপনাকে যে কি বলে
ধন্যবাদ দিবো।