আমার কিছু Skrill ডলার ছিল ডোমেইন কেনার জন্য আমার পেওনার কার্ডে ডলার ট্রান্সফার করতে চা্ইছিলাম । আমার Skrill ভেরিফাইড না তা্ই বাধ্য হয়ে Dollar এক্সচেঞ্জার খুজছিলাম। একটি সাইট পেলাম যারা দাবী করে বাংলাদেশ ব্যাংকের রেজিঃ অনুমোদিত এক্সচেঞ্জার কিন্তু আমার $৫৯ ডলার মেরে দিল।ঘটনাটি হল তাদের লাইভ চ্যাট থেকে একটি ইমেল আইডি ([email protected]) দিয়ে বলা হল Skrill ডলার সেন্ড করতে ও আমার পেওনার আইডি দিতে। আমি Skrill ডলার সেন্ড করার কিছুক্ষনের মধ্যেই তাদের লাইভ চ্যাট হাওয়া হয়ে গেল। তাদের নম্বরে ফোন দিলাম বলল নেটওর্য়াকের জন্য বন্দ হয়ে গেছে।কিছুক্ষন পর ফোন দিলাম বলে ডলার না পাঠালে কি করবি ও আজেবাজে গালিগালাজ ।
আমি আর কি করব আপনাদের সাথে শেয়ার করে সতর্ক করলাম। আমার মত যেন আপনাদের ডলার খোয়াতে না হয়।
তাদের ওয়েবসাইট: http://fastpaybd.com/
ফেসবুক পেইজ https://www.facebook.com/fastpaymentbd
পরে dead_munna ভাইয়ের টিউন https://www.techtunes.io/paypal/tune-id/230295 জানলাম এই সেই একই ব্যাক্তি Shoriful Islam Samrat । হায় ! আগে dead_munna ভাইয়ের টিউনটি পড়া থাকলে আমার $৫৯ হারাতে হত না।
আমার skrill পেমেন্টের স্ক্রীনশট।
তাদের সাথে লাইভ চ্যাটের স্ক্রীনশট দিলাম।
আপনারা ভাবতে পারেন চিটারের হাতে পড়লাম কেন?
MD. RUBEL AHMED ভাইয়ের টিউন https://www.techtunes.io/reports/tune-id/279750 ৫৪০ টা কার্ডের মধ্যে রিচার্জ করা হয়েছে মাত্র ২০ টা , অথচ কার্ড একটিভ করার ১৮০ দিনের মধ্যে লোড না করলে সেই কার্ড বাতিল হয়ে যায় ।
আমরা অনেকেই আছি যারা পেওনার কার্ডে ডলার লোড করতে চাই। কিন্ত ক্যাশ দিয়ে কার্ডে ডলার লোড করার কোন বিশ্বস্থ মাধ্যম পাইনা বাধ্য হয়ে এই চিটারদের হাতে পড়ে সব খোয়াতে হয়।আশা করি যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা উদারতার পরিচয় দেবেন।
আমি ANOWAR HOSSAIN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানানোর জন্য আপনাকে ধন্যবাদ