আমাদের প্রিয় টেকটিউনস – ফিরে দেখা ২০০৮

দেখতে দেখতে আরেকটি বছর আমাদের জীবন থেকে চলে যাবে আজ। টিউনার বন্ধুদের সাথে চলতে চলতে বছরটা বেশ ভালো ভালোই কেটে গেল। পুরো বছরটাই গেল আমাদের দারুন দারুন সফটওয়্যার এর ইমপ্রুভমেন্ট, রঙ বেরঙ্গের এ্যাডঅন আর হ্যান্ডি টুলের ইনফরমেশানে। ইনফরমেশানের এই খাজানা উপভোগ করতে করতে কখন বছরটা বের হয়ে গেছে তা আমরা অনেকে ঠাওর ই করতে পারি নাই। তাই আজ বছরের শেষ দিনে একটু পেছনে ফিরে দেখি সেই সমস্ত ফিচার বহুল বেষ্ট সফটওয়্যারগুলো। আসুন টিউনার বন্ধুরা একটু ফ্ল্যাশব্যাকে যাই

ফায়ারফক্স ৩

firefox-3-logo.jpg

বিশ্বরেকর্ড করা একটি টুল। একদিনেই ডাউনলোডের সমস্ত রেকর্ডকে চুর্ন বিচুর্ন করে দেয় ফায়ারফক্সের এই আপডেট। নতুন নতুন ফিচার সমৃদ্ধ এই বিশ্ববিখ্যাত ব্রাউজার এখন ইন্টারনেট এক্সপ্লেরারের ও যম হয়ে দাড়িয়েছে। ফায়ারফক্সের এই ওয়ার্ল্ড রেকর্ডে ফ্ল্যাশব্যাক করতে চাইলে এখানে একবার ঘুরে আসতে পারেন।

গুগল ক্রোম

chrome-big.png

প্রযুক্তির জায়ান্ট গুগল সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিলিজ করেই ফেলল সাড়া জাগানো ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। এই পর্যন্ত জনপ্রিয়তার লিষ্টে মজিলাকে মাত না দিতে পারলেও অনেক ইউজার কিন্তু ঠিকই জুটিয়ে নিয়েছে গুগল ক্রোম। আর ভবিষ্যতে ক্রোম যে মজিলাকে বিট দিতে পারবেনা এই কথা বলা মুস্কিল!! ক্রোমকে নিয়ে লেখা আমাদের হাই প্রফাইল টিউনার সজীবের টিউনটি পড়তে এখানে ক্লিক করুন।

আইফোন থ্রিজি

iphone.png

২০০৮ এর আরেকটি বিস্বয়কর রিলিজ হচ্ছে এ্যাপেলের আইফোন থার্ড জেনারেশান। স্মার্ট ফোনের জগতে রীতিমত হই হুল্লোড় ফেলে দেয় এই আইফোন থ্রিজি। বিভিন্ন ব্লগে ক্রেতাদের লম্বা লাইনের ছবি সহ প্রতিবেদনও আমাদের চোখ এড়াইনি। আইফোন থ্রিজির উপরে আমার লেখা টিউনটি পড়তে এখানে ক্লিক করতে পারেন।

গুগল এ্যান্ড্রোয়েড

500px-android-logosvg.png

আইফোন থ্রিজি রিলিজের পরেই স্মার্ট ফোন মার্কেটে কামড় বসিয়েছে গুগল তাদের ফোন এ্যান্ড্রোয়েড রিলিজের মাধ্যমে। অনেক টেকিদের মতে আইফোন থ্রিজিকেও মাত দিয়েছে এই গুগল ফোন। গুগল ফোনর ব্যাপারে লেখা আমার প্রিয় টিউনার সজীবের লেখা টিউনটি পড়তে এইখানে ক্লিক করতে পারবেন।

ডিগসবি

digsby.png

টেকটিউনসে আমার লেখা প্রথম হিট টিউন। এত মানুষের রেসপন্সে মনের ভেতরে সেদিন ঝড় উঠেছিল। সেদিন প্রথম নিজেকে টিউনার মনে করেছিলাম। আমার এই টিউনটি পড়তে আপনি এখানে ক্লিক করতে পারেন। আবার কিছুদিন আগে ডিগসবি নিউ আপডেট রিলিজের ব্যাপারে টিউন করেছি। ২০০৮ সালে ইন্সট্যান্ট ম্যাসেজ্ঞার জগতে বিপ্লব ঘটিয়েছে এই ডিগসবি।

উবুন্তু হার্ডি হ্যারন এবং ইন্টারপিড

ubuntu.png

লিনাক্স কমিউনিটির সবচেয়ে সাফল্যের বছর হিসেবে লেখা থাকবে ২০০৮। লিনাক্সের সবচেয়ে জনপ্রিয় ভার্সেনর এই রিলিজ হয়েছে ২০০৮ এ। আমি এবং আমাদের টেকটিউনসের সিইও স্বশরীরে উপস্থিত ছিলাম হার্ডি হ্যারনের রিলিজ পার্টিতে। রিলিজ পার্টির ব্যাপারে রুবন ভাইয়ের লেখা টিউন পড়তে এইখানে ক্লিক করতে পারেন। আর আমরা টিউনাররা অনেকাংশেই কৃতজ্ঞ থাকব ডার্কলর্ড ভাইয়ের কাছে। তার উবুন্তুর টিউটোরিয়ালগুলো অনেককেই উদ্বুদ্ধু করেছে উবুন্তুতে সুইচ করতে। তবে তার ইদানিং ইন্টারপিডের উপরে লেখা তিনটি টিউন আসলেই স্বর্নাক্ষরে লেখা থাকবে। টিউনগুলো পড়তে এইখানে, এইখানে এবং এইখানে ক্লিক করতে পারেন। তবে উবুন্তু নিয়ে সজীবের লেখা এই টিউনটিও প্রশংসার দাবীদার।

জিমেইলের ল্যাব, গ্যাজেট আর থিম

gmail-contest.jpg

জিমেইলের প্রযুক্তির ব্যাপারে আমরা বরাবরই বাহবা দিয়ে আসছি। কিন্তু সেই বাহবা তে গা ভাসিয়ে দিয়ে গুগল বসে থাকেনি। আমাদের দিয়েই চলেছে নিত্যনতুন আপডেট। তারই ফলশ্রুতিতে এই বছর মজিলা তাদের ল্যাব সেকশন এ্যাড করেছে। প্রথমবারের মত থার্ড পার্টির সাথে সংযুক্ত হয়ে আমাদের দিয়েছে চোখ ধাধানো থীম। থীমের ব্যাপারে আমার লেখা টিউনটি পড়তে এইখানে ক্লিক করতে পারেন। আর গ্যাজেটের ক্ষেত্রে পরিবর্তন এনেছে জিএমডেস্কের দিয়ে।

উইন্ডোজ 7

windows_7.jpg

হাজার হলেও মাইক্রোসফট বলে কথা। ধারে না কাটলেও নামে ঠিকই কাটে। চোখ ধাঁধাঁনো নতুন অপারেটিং সিস্টেম রিলিজ না করলেও অফিসিয়্যালি এর রিলিজের ব্যাপারে শেষ মুহুর্তে ঠিকউ মুখ খুলেছে মাইক্রোসফট। উইন্ডোজ সেভেন সম্পর্কিত আমার লেখা টিউনটি পড়তে এইখানে ক্লিক করুন।

আর সবশেষে আমাদের টিউনার বন্ধুদের কথা কি বলব?? অসাধারন !! অসাধারন !! অসাধারন !! আলাদা আলাদা বলতে গেলে রিন ভাইয়ার মত হাই প্রোফাইল টিউনার খুব কম ব্লগেই পাওয়া যায়, প্রযুক্তিবিদ ভাইয়ার ফটোশপ টিউটোরিয়াল আজও জনপ্রিয়তার লিষ্ট থেকে সরে না। মাইক্রোকাতার ভাই এত দূরে থেকেও যে ভালোবাসা ছোট ভাই হিসেবে আমাদের দিয়েছেন তা উল্লেখ করলেই যেন হয়ত তাকে ছোট করা হবে, শফিউল ভাইয়ের মজার মজার ছবির টিউনগুলোর তো জবাব নেই, রুবন ভাইয়ের নিরব সমর্থন আমাদের সবসময়ই উৎসাহ দিয়ে আসছে, আরো আছে আমাদের বেড বয় ( হাঃ হাঃ ), আমাদের পিচ্চি মঈন যে নাকি বছরের শেষ দিকে একটি চোখ ধাধানো ওয়ালপেপার গিফট করেছে, ইমতিয়াজ প্রচলিত টিউনের ধারা ভেঙ্গে প্রানী জগতের সাথেও পরিচয় করিয়ে দিয়েছে আমাদের, আবার আমাদের মেহেদী আকরাম  ভাই আনসাং হিরোর মতই ভালো ভালো টিউন নিয়মিত বিরতিতেই উপহার দিয়ে গেছে। স্যাটেলাইটের উপরে লেখা  শাওন ভাইয়ের টিউনগুলো ছিল উল্লেখ করার মত।।টেকটিউনসে হুট করেই বেড়ে গিয়েছিল বিদেশি ভিজিটরের সংখ্যা।  আর বছরের শেষ দিকে আমাদের সাথে তার গ্যারিসন নিয়ে যুক্ত হয়েছেন রুবেল ভাই। সবচেয়ে হটপট ছিল দুরন্ত ভাইয়ার টিউনগুলো। প্রযুক্তিক্ষেত্রে ফটকামি আর ধান্ধাফিকির এবং বদমাইশদের মুখোশ তার শক্ত লিখনিতে উন্মোচিত হয়েছে আমাদের টেকটিউনস প্ল্যাটফর্মে। আবার এই আনন্দ উল্লাসে মেতে থাকার পরেও আমরা মানবতা ভুলে যাইনি। আমাদের প্রিয় টেকটিউনস পাশে এসে দাড়িয়েছে বহ্ণির। আমাদের টেকটিউনসের স্পন্সরশিপে এআইইউবি ( এ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে) তে সপ্তাহব্যাপি ফিল্ম ফেষ্টিভ্যালও এ্যারেজ্ঞ করা হয়েছিল।

সবশেষে আরেকজনের কথা না বললে যেন মীর জাফরের খাতায় নাম লেখানো হয়ে যাবে, সে হচ্ছে আমাদের সবার প্রিয়, আমাদের সিইও মেহেদী, যার এই অসাধারন এই সৃষ্টির উপরে দাড়িয়ে আমরা টিউনাররা উল্লাসে মেতে উঠেছি একবার, দুইবার, বারবার!!! আরো ধন্যবাদ জানাই আমাদের সিসিও জালাল ভাই এবং আমাদের শ্রদ্ধেয় সম্পাদক শামীম ভাইকে। যারা মূলত আমাদের ব্যাকবোন। টেকটিউনস ফ্যামিলির একজন হতে পারাও আমার এক ধরনের সাফল্য।

আর যে সমস্ত টিউনার ভাইয়্যাদের নাম টিউন করার সময় মনে থাকেনি তারা এই অধমকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং আরেকটি কথা বলে রাখি.....

টেকটিউনস ২ , আসছে.....

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সারা বছরের খতিয়ান। নাকি বলবো গত বছরের ঝলক।

আপানদের ভালোবাসা আর আমাদের সম্মিলিত প্রচেষ্টার ছোট্ট একটা প্রতিফলন মাত্র ………………

নতুন বছরে অসাধারণ এই টিউনটির জন্য টিনটিনকে অনেক ধন্যবাদ। আপনার হাইটেক টিউন গুলো অব্যাহত থাকুক এই কামনা..

টিনটিন ভাই সত্য বলতে আমি আপনার লেখা গুলো পড়েই প্রথম টিউন করতে প্রেরণা পাই। টেকটিউনস এর মত এমন অসাধারণ একটা প্ল্যাটফরমের জন্য টেকটিউনসকে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে। আমার অসংখ্য ভালোবাসা আর শুভকামনা রইল টেকটিউনসের টিউনার ও পুরো টিমের প্রতি। আর টিনটিন ভাইয়ের জন্য রইল অসীম আশীর্বাদ। এগিয়ে চলুক টেকটিউনস নতুন বছরে নতুন করে।

Level 0

টিনটিন ভাই তারপর ধন্যবাদ দিতে হয় আপনাকে .

সত্যিই নতুন করে প্রেরণা পাচ্ছি টিনটিন ভাইয়ের লেখাটা পড়ে। আশা করছি আমাদের টেকটিউনস হয়ে উঠবে এদেশের কম্পিউটার জগতের একটি অধ্যায়। সকল টিউনারকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভনববর্ষ ২০০৯।

Level 0

ধন্যবাদ টিনটিন ভাই।

Level New

টিনটিন ভাই গতকাল রাতে আমি ভেবেছিলাম এই রকম একটি টিউন করবো -টেকটিউনস গাইড-2008
যা হোক না করে ভাল হয়েছে আপনার মত এত সুন্দর করে টিউন করতে পারতাম না।

ধন্যবাদ টিনটিন ভাই 🙂