রাজনৈতিকতার কোলাহলের পাশকাটিয়ে যখন বাংলাদেশী জনগনের অনলাইনে অংশগ্রহন আর নিজেদের শক্ত অবস্থানের কথা ভাবি তখন নিজেকে বাংলাদেশী হিসাবে ভাবতে ভালই লাগে। নিজেদের অবস্থান নিয়ে গর্ববোধ এর পরিমান আর বেড়ে যায় যখন ফেসবুকের মালিক মার্ক-জুকারবার্গের মুখে আমাদের অনলাইনে অংশগ্রহন আর এগিয়ে চলা নিয়ে প্রশংসা শুনি। আসলে শতবাধা-বিপত্তি অতিক্রম করেও আমরা ভার্চুয়াল জগতে এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। আর সেই এগিয়ে চলার গতি লক্ষ্য করা যায় বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নিটওয়ার্কিং সাইট ফেসবুক। আমাদের এত সীমাবদ্ধতার মধ্যেও হাটিহাটি পা পা করে আজ বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৬ লাখ। আর ফেসবুকের পাশাপাশি তারা ভীড় জমান বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর পাশাপাশি বিভিন্ন ব্লগিং প্লাটফর্মেও।
আবার এই ভার্চুয়াল জগতের বাসিন্দার এক অংশ ভার্চুয়াল জগতকে বেছে নিয়েছেন নিজেদের পন্য বা সেবার সবচেয়ে ভাল আর উপযুক্ত মার্কেটপ্লেস হিসাবে। প্রথমেই তারা বেছে নেন ফেসবুকের ফ্যানপেজ আর ক্রমান্বয়ে তাদের অবস্থান আরো শক্ত করতে আর নিজেদের ব্যবসার গতিশীলতার চুড়ান্ত রুপ দিতে ইকমার্স সাইট। নিজেদের ব্যবসার একটা বিরাট অংশ খরচ করেন অনলাইনে প্রচারের জন্য। আবার অনেকে টাকা দিয়ে প্রচারনার পাশাপাশি বিভিন্ন ক্লাসিফাইড সাইটের সাহায্য নেন নিজেদের পন্যের বা সেবার প্রচারনার জন্য। এমন অনেকের কথাই আমি ব্যক্তিগত ভাবে জানি যিনি ফেসবুক পেজ বা ইকমার্স সাইটের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করার মত আর্থিক সক্ষমতা রাখেন না অথবা ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না। তাদের একটা বিরাট অংশ বেছে নেন বিক্রয়.কম বা সেল-বাজারের মত ক্লাসিফাইড সাইট। তার কারন এসমস্ত সাইটের মাধ্যমে তারা মুহুর্তের মধ্যেই পৌছে যেতে পারেন হাজার হাজার সম্ভাব্য ক্রেতা বা ভোক্তার কাছে।
অন্য দিকে কোন কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য এখন প্রায় সবাই নিজের হাতে থাকা মোবাইল ফোন বা ব্যবহৃত কম্পিউটার দিয়ে ঢুকে পড়েন ক্লাসিফাইড সাইট গুলাতে। যেন তারা সহজেই খুজে পান তাদের পছন্দের আর সাধ্যের মধ্যে থাকা পন্যটি। আর এভাবেই প্রতিনিয়তই ঘটে চলেছে তথ্য-প্রযুক্তিকে আপন করে নেয়ার এক নীরব বিপ্লব।
কিন্তু অনেক আক্ষেপ নিয়েই বলতে হয় বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা সবজায়গাতে নিজেদের শক্ত অবস্থানের প্রমান দিতে পারলেও ক্লাসিফাইড সাইটে নিজেদের যোগ্যতার প্রমান রাখতে পারেনি অথবা রাখতে ব্যর্থ হয়েছে। আর সঠিক কারন আমার জানা নাই আর সেই সূযোগ নিয়ে বিদেশী কোম্পানীগুলো আমাদের দেশের ক্লাসিফাইড সাইটের জগতে অনুপ্রবেশ করার সুযোগ নিয়েছে। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হল বাংলাদেশের প্রধান এবং সফলতম তিনটি ক্লাসিফাইড সাইট হল বিদেশী কোম্পানীর নিয়ন্ত্রনাধীন। যা দেশের ভার্চুয়াল জগতে পন্যের মার্কেটিং এর জগতে অশনি-সংকেত হিসাবে দেখছেন দেশের বিভিন্ন খ্যাতনামা টেক-বোদ্ধারা। তাই নিজের দায়বদ্ধতা থেকে বাংলাদেশী ক্লাসিফাইড এর উদ্দ্যোগ আপনাদের সাথে শেয়ার করলাম। সাইটের লিঙ্কঃ http://www.getcored.com
এই উদ্দ্যোগ আমাদের ভার্চুয়াল জগতে সর্বদিকের সক্ষমতার পরিচয় দিবে বলে আমি মনে করি। সেই সাথে আমরা অন্তত এই সাইট ব্যবহার করে নিজেদের নৈতিক দ্বায়িত্ব পালন করতে পারি।তাদের এই উদ্দ্যোগকে আমরা সেচ্ছায় এবং স্ব-উদ্দ্যোগে প্রচার করে একজন উদ্দ্যোক্তার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। আপনাদের কিছু জানার থাকলে অথবা কোন পরামর্শ থাকলে আপনারা কমেন্টে অথবা তাদের ফেসবুক পেজ এ জানাতে পারেন।
তাদের ফেসবুক পেজলিঙ্কঃ https://www.facebook.com/pages/Getcoredcom/645242588851906
আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।