আমার কম্পিউটার এ বেশ কিছুদিন ধরে ফেসবুক চলতেছে না।
আমি ফেসবুক এ ঢুকলেই Home Page এমন আসে...
Log In হয় না...।।..........।।...।...
আমি windox XP pathology Use করি...
RAM:512 MB
Processor:2.2 GHZ
এটা আমার Modem এর সমস্য নয়।।
😥
দয়া করে সাহায্য করবেন... 😥 😥
TT তে নতুন ,কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।
ধন্যবাদ।
আমি Rafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমেই জানতে চাচ্ছি Net speed কত? যদি স্পিডের কারণে হয়ে থাকে, তাহলে স্পিড বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় নেই। স্পিডের কারণে না হলে দেখুন আপনার কম্পিউটারের ডেট এবং টাইম ঠিক আছে কিনা? যদি ঠিক না থাকে তাহলে ডেট এবং টাইম ঠিক করে ফেলুন। ঠিক করার পরে পরবর্তীতে অন্য কোনো সময়ে কম্পিউটার ওপেন করে যদি ডেট টাইম পুনরায় ঠিক না পাওয়া যায় তাহলে বুঝতে হবে ইউপিএস এর ভিতরের ব্যাটারিটির চার্জ শেষ। নতুন একটা কিনে লাগাতে হবে। তারপর ডেট টাইম ঠিক করে কম্পিউটার রিস্টার্ট করে পুনরায় ফেসবুকে লগইন করুন। আশা করি ঠিক হয়ে যাবে। অনেক কম্পিউটারেই শুধুমাত্র ডেট টাইম ঠিক না থাকার কারণে এমন হয়ে থাকে।