সংবিধিবদ্ধ সতর্কীকরণঃআমরা মজা লইতে পছন্দ করি, যাহারা বন্ধুদের সাথে মজা লইতে পছন্দ করেন না তাহারা অতি সত্বর প্রস্তান গ্রহন করুন। যাহাদের নিকট আমার পোস্ট ভালো লাগবে না তাহারা ফেসবুকে আমাকে বকা দিবেন, এখানে মন্তব্যে কিছু বলিবেন না (এইখানে আমার মান সম্মান আছে! 😀 )
যে অধম ব্যাক্তি বলেছে বিজ্ঞানে কোন রস নেই তাকে আমার সামনে এনে হাজির করান, তার রররস আমি বের করবো রস খুঁজে না পেলে সেটা আপনার ব্যার্থতা তাই বলে পুরা বিজ্ঞানকে শুকনা বানিয়ে ফেলবেন? এটা কি মগের মল্লুক নাকি!
এই সিরিজের পোস্টে আমরা সব মাথা নষ্ট করা পদ্ধতি দেখি যা দিয়ে বন্ধুদের চান্দি গরম করা যায়। আগের পদ্ধতিগুলো দেখে আসুন না দেখলে। আজকের কাজটা অনেক সহজ, Microsoft Word দিয়ে বোকা বানানো। অনেকেই জানে না যে MS Word এ Auto Correction Customize করা যায়। লক্ষ্য করে থাকবেন যে আপনি abouta লিখে স্পেস দিলে ঠিক হয়ে about a লিখা আসে আবার affraid লিখে স্পেস দিলে ঠিক হয়ে afraid লিখা আসবে। এমন আরো অনেক শব্দ আছে। আপনি সেই শব্দগুলকে নতুন করে এডিট করে দিতে পারবেন এবং নতুন শব্দ অ্যাডও করতে পারবেন। যেমনঃ আমি আমার নামের লিখে দিলাম He is a fool! তার মানে আমার নাম অর্থাৎ Sohag লিখে স্পেস দিলে Sohag বদলে গিয়ে লিখা আসবে He is a fool!
আমি Office 2013 থেকে স্ক্রীনশট দিলাম। ২০০৭ এবং ২০১০ দিয়ে আমি ট্রাই করেছি অন্য ভার্সন যারা ব্যাবহার করেন তারা এই অপশনগুলো খুঁজে বার করেন।
প্রথমে File->Options->Proofing->AutoCorrect options->Replace, With আপনার ইচ্ছা মতো যেকোনো শব্দ লিখতে পারবেন।
আপনার শব্দটি যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে আর দিবেন না যেন। এমন শব্দ দিন যা আপনার বন্ধু প্রায়ই লিখে তাহলে মজা একটু বেশি লাগবে। এই টিপসটা বন্ধুদের সাথে মজা করার জন্য ব্যাবহার করতে পারেন আবার নিজের কাজেও ব্যাবহার করতে পারেন। অনেক বানান আছে যা আপনি ভুল করেন সেগুলোর সঠিকটা অ্যাড করতে পারেন।
পোস্টটি ভালো লাগলে পারলে ধন্যবাদ হিসেবে আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আসবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো 😀 😛 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
পুরান কিন্তু দারুণ টিপস । টিউনারকে ধন্যবাদ অনেক দিন পর আবার মনে করিয়ে দেবার জন্য ।চালিয়ে যান ।