আমাদের অনেকেরই নানারকম শখ থাকে। কেউ ডাকটিকিট জমায়,কেউ বিদেশি মুদ্রা। আমার আপাতত শখ খেলনা গাড়ি চালানো। শুনে মুখ বাঁকালে চলবে না। আগে খালি বাচ্চাদের জন্যই এগুলো তৈরি করা হতো। এখন বড়রাও এসব নিয়ে খেলে। ছোটদের ১ সপ্তাহ পর আছাড় দিয়ে ভাঙ্গার জন্য তৈরি গাড়িগুলকে বলা হয় Toy-Grade RC আর বড়দের গুলোকে বলা হয় Hobby Grade। Hobby Grade গুলর দাম বেশ চড়া। এতে থাকে Proportional স্পিড কনট্রোল আর স্টিয়ারিং কনট্রোল। মানে বাচ্চাদেরগুলতে গাড়ি দানে বামে ঘুরালে চাকা পুরো ডানে/বামে ঘুরে আর Hobby Grade গুলতে যত ডিগ্রি ঘুরতে নির্দেশ দেয়া হয় তত ডিগ্রি ঘোরে। স্পিড এর ব্যাপারও তাই। সবচেয়ে সস্তা Hobby Grade গাড়ি Tamiya- TT-01। এর দাম ১০০$ এর মত। আপনাকে এসব বিদেশ থেকে আনাতে হবে। তবে প্রথমেই আপনি এসব না কিনে Toy Grade দিয়ে শুরু করতে পারেন। বাজারে ৫০০৳ তেই পাওয়া যায় তবে আপনি মোস্তফা মার্কেট থেকে ২৪৪০৳ থেকে শুরু করে ৫-৬ হাজার টাকার কিনতে পারেন। যত বড় স্কেল হয় তত দাম। স্কেল মানে স্কেল মডেল। মানে আসল গাড়ির স্কেলেই বেশিরভাগ আরসি গাড়ি তৈরি হয়। আমারটা একটা 1:14 Scale BMW M3। মানে আসল গাড়ির ১৪ভাগের একভাগ। ১:৫ স্কেল পর্যন্ত আরসি গাড়ি তৈরি হয়। তবে বাংলাদেশে 1:10 স্কেল পাওয়া যায়। মুস্তাফার গাড়িগুলোর সুবিধা হল শক্তিশালী ইঞ্জিন আর দেখতে সুন্দর। আর সস্তা গারিগুলোর যেরকম একটা বাক্সের মধ্যে রিমোট কনট্রোল এর সুইচ থাকে এবং চালাতে চালাতে হাত বেথা (দুঃখিত,সঠিক বানান লেখা যাচ্ছে না) হয়ে যায় এটা মোটেও সেরকম না। এটা পিস্তল গ্রিপ স্টাইল ট্রান্সমিটার। চালাতে খুব মজা। গুগলে সার্চ মেরে ছবি দেখে নিন। এতে হাল্কা পাতলা স্পিড কনট্রোল ও করা যায়। বাংলাদেশে বেশ কয়েকটা গ্রুপ রয়েছে আরসি গাড়ির। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। একবেলা খরচ করে পেজগুলোর শুরু থেকে পড়া শুরু করুন।
১। আরসি কার বিডি
২। আরসি কার ক্লাব অফ বিডি
৩।টাইটেনিয়াম বাংলাদেশ।
RC CAR BD ২০ তারিখে বাংলাদেশের প্রথম আরসি কার রেস করতে চাচ্ছে। বিস্তারিত ওদের পেজে পাবেন। আমি রেসে জয়েন করব ভাবছি। ওরা যেহেতু গাড়ি মডিফাই করার সুযোগ দিবে তাই আমি মডিফাই শুরু করেছি। আপাতত ব্ল্যাক ইলেকট্রিকাল টেপ দিয়ে দুর্দান্ত Stripe ভিনাইল আর কার্বন ফাইবার ট্রাংক বানিয়েছি। ব্যাটারির দস্তার খোল দিয়ে বানিয়েছি বিরাট মোটা দুইটা সাইলেন্সার পাইপ। এসব তো ভিসুয়াল আপগ্রেড। আর শক্তির জন্য নাইট্রোস মার্কা কিছু বানাতে পারি বেকিং সোডা আর ভিনেগার দিয়ে। ২৫০০ টাকা দিয়ে কেনা গাড়ি তাই ইলেকট্রনিক্সে হাত দিতে চাচ্ছি না। কারো কোনও আইডিয়া?
পুনশ্চঃ আগামী লেখায় আরসি গাড়ি নিয়ে কিভাবে Drift মারতে হয় সেটা শেখাবো।
পুনশ্চ ২:একটা আরসি হেলিকপ্টার কিনেছি ৪ চ্যানেল। ওটা নিয়েও লিখবো।
পুনশ্চ ৩:ভুলেও ইনফ্রারেড কনট্রোল আরসি কার কিনবেন না। মানে যেটা টিভি এর রিমোট এর মতো দেখতে LED লাইট দিয়ে সিগনাল পাঠায় সেটা কিনবেন না।
আমি TYMO BDCyclists। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভেইহিকেলস না ভাই ভিকেলস