সংবিধিবদ্ধ সতর্কীকরণঃআমরা মজা লইতে পছন্দ করি, যাহারা বন্ধুদের সাথে মজা লইতে পছন্দ করেন না তাহারা অতি সত্বর প্রস্তান গ্রহন করুন। যাহাদের নিকট আমার পোস্ট ভালো লাগবে না তাহারা ফেসবুকে আমাকে বকা দিবেন, এখানে মন্তব্যে কিছু বলিবেন না (এইখানে আমার মান সম্মান আছে! 😀 )
যে অধম ব্যাক্তি বলেছে বিজ্ঞানে কোন রস নেই তাকে আমার সামনে এনে হাজির করান, তার রস আমি বের করবো রস খুঁজে না পেলে সেটা আপনার ব্যার্থতা তাই বলে পুরা বিজ্ঞানকে শুকনা বানিয়ে ফেলবেন? এটা কি মগের মল্লুক নাকি!
আজকে মানুষকে বলদ বানানোর আরেকটা সুন্দর পদ্ধতি সেখাবো। কেউ কেউ আছে কম্পিউটারের একটু সমস্যা দেখলেই হাই হাই শুরু করে দেয়। তাদের সাথে মজা করার আগে একটু ভেবে নেবেন নইলে তারা যদি বুঝতে পারে যে আপনি কাজটা করেছেন তাহলে সিরিয়াস ঝগড়া লাগতে পারে 😀
যাদের কাছে স্ক্রীন শট নেওয়ার অন্য সফটওয়্যার আছে তারা এটা ডাউনলোড না করলেও চলবে।
এই ছবিটা আমার ডেক্সটপে দেওয়া, আমার ডেক্সটপ এখনো এমনি দেখাচ্ছে কিন্তু কোন আইকনে ক্লিক লাগে না।
এই কাজটা করার পর আপনার বন্ধু সাময়িক ভাবে বোকা হয়ে যাবে, বুঝতে পারবে না আসলে কি ঘটেছে। তাহলে একবার ট্রাই করে ফেলুন।
সফল হলে অবশ্যই জানাবেন। সবাই নিলে মজা নেবো। কোন জায়গায় বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানান অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। বরাবরের মতো পোস্টটি ভালো লাগলে যা খুশি করেন আর খারাপ লাগলে আমারে ধইরা ঘারান (আমায় পাইবেন কই? 😛 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
খুব সুন্দর হয়েছে 😀 । আর আপনার থিম টা আমার খুব ভাল লাগে। যদি নামটা বলেন তাহলে বরই খুশি হইতাম।