কেউ হয়তো মনে করছেন আজকের টপিকটা ভিন্ন, আসলে এই পোস্টা করার পেছনে কারন হচ্ছে আমার আরেকটা পোস্ট যেখানে আমি শিখিয়েছি কিভাবে নিজের রেকর্ড করা গানের মধ্যে মিউজিক অ্যাড করতে হয়। সেই মিউজিক টা দেবার জন্য আলাদা একটা পোস্ট করলাম।
আমার মূল পোস্টটা দেখতে এখানে ক্লিক করুন।
Karaoke বানানো শেখানোর আগে বলছি, আপনি যদি ইন্টারনেটে Karaoke পান তাহলে বানাতে যাবেন না। বাংলা, ইংলিশ, হিন্দি গানের কারাওকে ডাউনলোড করার একটা সাইট দিচ্ছি।
এটা একটা ফোরাম যার নাম হচ্ছে "পূরব" এই ফোরামে মেম্বার হলে শেয়ার করা কারাওকে গুলো ডাউনলোড করতে পারবেন, আপনার কোন কারাওকে দরকার থাকলে চাইতে পারবেন, কারো কাছে থাকলে শেয়ার করবে। আমি অনেক কারাওকে পেয়েছি এই ফোরাম থেকে।
[Referral লিঙ্ক দিলাম বলে কেউ ভাববেন না যে আমি এখান থেকে টাকা পাই, 😀 ফোরামে আমার Reputation বাড়ানোর জন্য Referral লিঙ্ক দিলাম।]
আজকে FL Studio দিয়ে Vocal বা ভয়েস রিমুভ করা শেখাবো। কাজটা অনেক সহজ হবে কারন আমি Template বানিয়ে রেখেছি আপনাকে শুধু গানটা অ্যাড করতে হবে, একটা ভিডিও আছে যেটা দেখলে বুঝবেন কিভাবে সে কাজ গুলো করতে হয়।
FL Studio ডাউনলোড করতে এই পোস্টটা দেখুন।
আর Template টা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড করা শেষ হলে ভিডিওটা দেখুন তাহলেই সব বুঝে যাবেন।
[গান থেকে কখনই সব ভয়েস রিমুভ করা সম্ভব না, যে কাজটা করা যায় সেটা হল ভয়েসের ভলিউমটা একটু কমানো যায়। ফলে মিউজিকের কুয়ালিটি ও একটু খারাপ হয়ে যায়। তবে FL Studio দিয়ে বানালে কুয়ালিটি অনেক ভালো হয়। সব গানের ভয়েস কমানো যায় না, কিছু কিছু গান আছে যার ভয়েস মধ্য চ্যানেলে থাকে এবং কুয়ালিটি ভালো থাকে সেগুলো থেকে ভয়েস রিমুভ হয়, বেশিরভাগ বাংলা গানের ভয়েস রিমুভ করা যায় না]
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
ধন্যবাদ ভাই সুন্দর ভাবে বোঝাবার জন্য। অনেক ভালো হয়েছে।