এই প্রথম বাংলা ভাষায় সনাতন ধর্মের একটি পূর্নাঙ্গ এবং জনপ্রিয় ব্লগসাইট এর যাত্রা শুরু করেছে,সকলের সহযোগিতা ও শুভকামনা আশা করছি।

নমস্কার.

সবার আগেই বলছি পোষ্টটি হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের জন্য । অন্যন ধর্মে ভাই বোনেরা চাইলে দেখতে পারবেন। মূলত একটি হিন্দু ধর্মীয় ব্লগ সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য পোস্টটা । এটি বাংলা ভাষায় খোলা একটি পূর্নাঙ্গ এবং জনপ্রিয় ব্লগসাইট । এখানে আপনি আপনার লেখার মাধ্যমে ধর্মীয় যে কোন বিষয় তুলে ধরতে পারেন ।সাথে শাস্ত্রালোচনা , মন্ত্র , পূজাপার্বন , যাগ যজ্ঞ ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারেন । ব্লগটির পক্ষ থেকে সকলকে জানায় ধন্যবাদ । আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় এই ব্লগে লেখার সবচেয়ে বড় শর্ত হল অন্য ধর্মের অবমাননা করা যাবে না । কারন অন্যের সমালোচনা করে কেউ কখনো বড় হতে পারে নি । ব্লগটির লিংকঃ আশা করি সবাই ব্লগটিতে নিয়মিত লিখবেন এবং পড়বেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করবেন

  • ১. এই ব্লগের প্রধান উদ্দেশ্য সনাতন ধর্ম সহ অন্য ধর্মের তথ্য ভিক্তিক গঠন মুলক  যে কোনো ধরনের প্রগতিশীল, কুসংস্কার/অপসংস্কার বিরোধী, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে প্রাধান্য দেয়া এবং বিভিন্ন খবর(নিউজ) প্রচার করা।
  • ২.কোনো লেখা বা মন্তব্যের মধ্যে ধর্মীয় বিশ্বাসে আঘাত, সমালোচনা সর্বোপরি পরিপন্থী কিছু পাওয়া গেলে,  কর্তৃপক্ষ আপনার রচনা পুনর্বিবেচনা কিংবা বাতিল করার অধিকার রাখে । এ ব্যাপারে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
  • ৩. যে কোন ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান এখানে লেখা পাঠাতে পারবেন । তবে তা যদি ২নং ধারার পরিপন্থী না হয় এবং মডারেটর প্যানেল এর রিভিউ এর মধ্য দিয়ে প্রকাশের যোগ্য বলে বিবেচিত হয় তবেই প্রকাশিত হবে ।
  • ৪. নীতিমালা লংঘন,ফ্লাডিং, ভ্যান্ডালিজম প্রভৃতির কারণে সদস্যপদ চিরতরে বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
  • ৫. সদস্য না হয়েও যে কেউ ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে পারেন।
  • ৬. ব্লগের সদস্য হবার জন্য কিংবা আলোচনা করার জন্য নাস্তিকতা, পেশা, জাতি, ধার্মিকতা কিংবা ধর্মবিমুখতা অত্যাবশকীয় বিবেচিত হবে না।
  • ৭. লেখার আকারের বিষয়ে নির্দিষ্ট সীমা নেই। তবুও খুব ছোট লেখা কিংবা কয়েক লাইনের খবর (গুরুত্বানুসারে) ব্লগে প্রকাশ করাকে কখনোই উৎসাহিত করা হবে না।
  • ৮. লেখার বিষয়বস্তুর ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। তবে সনাতন ধর্ম সম্পর্কিত লেখা এবং বর্তমান আলোচিত সংবাদকেই বেশী প্রাধান্য দেয়া হবে ।
  • ৯. পোস্ট এবং মন্তব্যের ভাষা হিসাবে প্রমিত বাংলাকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই তা বাংলা ভাষায় । বাংলা পোস্টে অন্য যে কোন ভাষায় মন্তব্য প্রকাশ করা হবে না ।
  • ১০. মানবতাবিরোধী, বর্ণবাদী, লিঙ্গবৈষম্যমূলক,  প্রোপাগান্ডামূলক, স্বাধীনতাবিরোধী, আক্রমণমূলক, মানহানিকর, কলহমূলক বা বিদ্বেষমূলক ,অশ্লীল কিংবা মৌলবাদী কোন লেখা/মন্তব্য প্রকাশিত হবে না। প্রকাশের পর এসবের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে তা মুছে দেয়া হবে ২নং ধারানুযায়ী  ব্যবস্থা নেয়া হবে ।
  • ১১. প্রকাশিত সকল লেখার দায়-দায়িত্ব এবং স্বত্ব স্ব-স্ব লেখকের এই জন্য সম্পাদক মণ্ডলী কোন ভাবেই দায়ী হবে না ।
  • ১২. সর্বোপরি  সদস্য/লেখকের ইচ্ছানুযায়ী গোপনীয়তা রক্ষা করা হবে । তবে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করেন ।

হিন্দু জোন ডট নেট

Level 0

আমি Sumon Sharma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jene valo laglo je amader rlgn nie emon akta site toiri hoiche.must be dekhbo.thanx u.
@স্মৃতিমা

deshpremik, দেখার জন্য ধর্নবাদ…………………………

Level 0

but member howar kono link pelam na.just logn dewa jeta wordpres er.kivabe add hobo membr e?

Level 0

stti khub khushi hoechi. but blog ti sobsomoy tuned rakhle aro khushi hobo 🙂

আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

খারাপ না , ভাল । তবে উস্কানি মুলক না লেখা হলে ভাল । ফেসবুক এর কিছু হিন্দু পেজ এর মতন রুপ ধারন না করলেয় ভাল

রুবেল হাসান, কাঁদা ছুড়া ছুড়ি করা আমাদের লক্ষ নয়, ধন্যবাদ আপনাকে মতদিয়ার জন্য।

চালিয়ে যান আমরা আসি …..খুশি হলাম…..

সজীব মজুমদার, আপনাকে ধন্যবাদ মতামত দিয়ার জন্য।

Deshpremik, member howar jono Register ase dane.

Valo laglo,tabe sudu like dia sanaton k dharon na kare mane prane Biswas karte habe.sokoler kase etai prottasha.

রুবেল হাসান@ ভাইয়ের সাথে একমত।

Sanjay Nandi Da, amio apnar sathe akmot, kinthu biswas korathe hole sonaton k manusher kacha niya jethe hobe r atai amra shuru korerchi. amra asha korbo ai cholar pothe apnaderko amader shathe pabo.

kamrulbhuiyan Vai, apnake dhonobad motamot dhiyar jono.

আপনারা আপনাদের ধর্ম প্রচারে খুবি আন্তরিক দেখলাম, অথচ আমরা কত উদাসীন…

Level 0

paase achi.

Rahaswarup, Thanks………………

sune valo laglo, ami ekjon professional web designer, kono help dorkar hole soron korben , amar dristi te site e aro kaj kora proyojon.pase achi , egiye jan

Level 0

thanks………

Level 0

জ্ঞানভিত্তিক যে কোনো আলোচনাই অভিনন্দনযোগ্য। আপনাকেও আন্তরিক অভিনন্দন স্মৃতিমা চ্যাটার্জী। আন্ত-ধর্মীয় সম্পর্কমূলক বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে প্রকৃত ভাতৃত্ববোধ গড়ে তোলার কাজে আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করি। ঠিক যেমন করেছিলেন স্বামী বিবেকানন্দ।

ভালো কথা ১০ নং পয়েন্টে বলেছেন মৌলবাদী লেখা, মন্তব্য প্রকাশিত হবে না। ঠিক বুঝলাম না। মৌলবাদী বলতে কি বুঝিয়েছেন। অভিধানগত অর্থানুযায়ী ধর্মের মূল বিষয়বস্তুকে আকড়ে ধরে থাকে যারা তারাই মৌলবাদী হিসেবে চিহ্নিত। যদিও বিপুল প্রচরণার কারণে মৌলবাদী শব্দটিকে নেগেটিভ সেন্সে দেখা হয়। বিশেষতঃ ইসলাম ধর্মালম্বী আলেম-ওলামাদেরকেই মৌলবাদী হিসেবে চিহ্নিত করার প্রয়াস আমরা দেখে থাকি। যদিও এই শব্দটার যথাযথ ব্যাখ্যা কেউ হাজির করতে চান না।

আমি যতটুকু জানি এবং আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে, আপনি যে ধর্মের কথা বলছেন তা সনাতন ধর্ম। যদিও সাধারণভাবে সবাই হিন্দু ধর্ম বলে থাকে। কিন্তু বিষয়টি তা নয়। তাই সাইটটির নাম hinduzone.net না হয়ে sonatonzone.net হলে অধিক যুক্তিসঙ্গত হতো।

আরেকটি প্রশ্ন দিদি স্মৃতিমা চ্যাটার্জী, সাইটটির ownership কি বাংলাদেশী নাকি ভারতীয়?

Level 0

এটা বিজ্ঞাপন দেয়ার জায়গা না। আপনার সনাতন ধর্ম নিয়া আপনি থাকেন।

tanvirbd5, ‍সর্ব প্রথম আপনাকে ধন্যবাদ জানায় যে, আপনি সুন্দর ভাবে তিনটি বিষয় তুলে ধবেছেন।
১0 নং টা বলছি মৌলবাদী বলতে কি বুঝিয়েছেন?
হ্যা আপনি আপনার কথার মধ্যে যে শব্দটা ব্যবহার করেছেন।(মৌলবাদী শব্দটিকে নেগেটিভ সেন্সে যা দেখা হয়।) তবে কোন ধর্মকে উদ্দশ্য করে নয়। অনেক সময় আমরা ইসলাম ধর্ম ছাড়াও অন্যান ধর্ম মৌলবাদ দেখতে পায়।

হ্যা আমি নিজেও জানি হিন্দু নয় সনাতন ধর্ম, কিন্তু আপনি জানেন হিন্দু শব্দটা আজ সনাতন শব্দর বিকল্প হিসাবে ব্যবহার হয়। আপনি আমার সাথে একমত হবেন যে, শব্দটা সকলে কাছে বদগাম্য সেটা ব্যবহার করলে সাধরনের জন্য বুঝতে সহজ হয়। আর একটা কথা আপনি যদি লক্ষ করেন সরকারি বা বেসরকারি সকল কাজে বেশি ভাগ হিন্দু শব্দটা ব্যবহার হয়।

ধন্যবাদ

Level 0

সাইটের ফন্ট গুলো খুবই ছোট, ভাল ভাবে না পড়া যায় না লেখা যায়।
আপনাদের ২ নং পয়েন্ট :
“২.কোনো লেখা বা মন্তব্যের মধ্যে ধর্মীয় বিশ্বাসে আঘাত, সমালোচনা সর্বোপরি পরিপন্থী কিছু পাওয়া গেলে, কর্তৃপক্ষ আপনার রচনা পুনর্বিবেচনা কিংবা বাতিল করার অধিকার রাখে । এ ব্যাপারে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।”

কিন্তু আমার মনে হচ্ছে এটা ঠিক মত পালন হচ্ছে না্।

Level 0

“মিথ্যাগুলোকে চ্যালেঞ্জ না করা পর্যন্ত মুসলমানরা কখনো সত্য জানবে না।
তানভীর কামি”

এই হেডিং এর পোষ্ট অবশ্যই আপনাদের ধারা ২ লঙ্ঘন হচ্ছে।

খুজলে হয়ত আরও পাওয়া যাবে।

mahfuz08, ধন্যবাদ আপনার মতামত দিবার জন্য]
এখানে বলা আছে,সমালোচনা সর্বোপরি পরিপন্থী কিছু পাওয়া গেলে
তবুও আমরা আপনাকে আশা হত করছি না, বিষয় টা খতিয়ে দেখা হচ্ছে।
কোন ধর্মকে ছোট করা আমাদের মূল উদ্দশ্য নয়।

আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ এইরকম একটা উদ্দোগ এর জন্য। আশা করি বহুদুর যাবেন…

চালিয়ে যান। সাথে আছি………

Level 0

এটা প্রথম নয়। http://www.sonatonblog.com কিছুদিন আগে যাত্রা শুরু করেছে। এর আগেও আরেকটি ব্লগ চালু হয়েছিল, কিন্তু খুব একটা সাফল্য পায়নি। যাই হোক আপনাকে এই সুন্দর কাজটির জন্য ধন্যবাদ জানাই এবং এই ব্লগের সাফল্য কামনা করি। আমরা এই ব্লগের সাথে আছি।

সুমির, শৌভিক তালুকদার,আপনাদের কে ধন্যবাদ।

Level 0

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম

Nazmul, thanks for ur comment

@স্মৃতিমা চ্যাটার্জী অভিনন্দন ভাল উদ্যোগের জন্য।

@rumi073 লক্ষ্য করবেন পোষ্টটির শুরুতেই বিনীতভাবে টিউনার “সবার আগেই বলছি পোষ্টটি হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের জন্য । অন্যন ধর্মে ভাই বোনেরা চাইলে দেখতে পারবেন। মূলত একটি হিন্দু ধর্মীয় ব্লগ সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য পোস্টটা” -এই কথাটি টিউনার লিখেছেন। এডমিন ভাইয়েরা বিষয়টি যদি বিজ্ঞাপন মনে করতেন তবে অবশ্যই পোষ্টটি মুছে দিতেন। আপনি যদি এডমিন হতেন তবে ” এটা বিজ্ঞাপন দেয়ার জায়গা না” কথাটি না বলে পোষ্টটি মুছে দিতেন। অথচ তা না করে আপনি লিখেছেন ” আপনার সনাতন ধর্ম নিয়ে আপনি থাকেন”। বিনয় জিনিসটা শেখার চেষ্টা করুন। অহেতুক আক্রমন করে নিজেকেই ছোট করেছেন।

Samit Kund, আপনাকে ধন্যবাদ, আমি বিষয় দেখছি।

freefree, আপনাকে ধন্যবাদ। কে আগে আর কে পরে এটা থাক না দূরে। সবচেয়ে বড় বিষয় আমরা সনাতন ধর্ম নিয়ে কাজ করেছি।

আমরা লক্ষ করছি আনেকে আমাদের সা্ইটে রেজিস্টার হয়েছেন।
যে কোন ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান এখানে লিখিতে পারবেন । তবে তা যেন, ২নং ধারার পরিপন্থী না হয় এবং মডারেটর প্যানেল এর রিভিউ এর মধ্য দিয়ে প্রকাশের যোগ্য বলে বিবেচিত হয় তবেই প্রকাশিত হবে ।

সকলকে ধন্যবাদ

অনেক ভালো লাগলো আপনার বা আপনাদের সুন্দর প্রয়াসের জন্য । সাইট টি এখনো দেখতে পারি নি, লোড হচ্ছে । তবে সঠিক তথ্য দেবেন প্লিজ, ভুয়া কিছু যাতে না ছড়ায় সেই দিকে খেয়াল রাখবেন ।

Gautam, apnake dhonobad………………………

Level 0

বললেন সেখানে মৌলবাদী লেখা মুছে দেওয়া হয়।আমি তো সেখানে গিয়ে দেখলাম মৌলবাদী লেখাতে ভরা।আর এই টেকটিউন্স এ তো সবাই আসতে পারে।তা যদি হিন্দুদেরকেই আপনার বলার ইচ্ছা ছিলো তাহলে এই সাইটে বিজ্ঞাপন দিলেন কেন? ঐটা কি ভারতীয় নাকি বাংলাদেশী সাইট?

তাছাড়া আপনার এই বিজ্ঞাপন মূলক পোস্ট টেকটিউন্স নীতি পরিপন্থী।অ্যাডমিনদের দৃষ্টি আকর্সন করছি।অ্যাডমিনরা বিজ্ঞাপনমূলক লেখা পেলে দয়াকরে মুছে দেবেন

gestapo.এডমিন ভাইয়েরা বিষয়টি যদি বিজ্ঞাপন মনে করতেন তবে অবশ্যই পোষ্টটি মুছে দিতেন।