নমস্কার.
সবার আগেই বলছি পোষ্টটি হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের জন্য । অন্যন ধর্মে ভাই বোনেরা চাইলে দেখতে পারবেন। মূলত একটি হিন্দু ধর্মীয় ব্লগ সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য পোস্টটা । এটি বাংলা ভাষায় খোলা একটি পূর্নাঙ্গ এবং জনপ্রিয় ব্লগসাইট । এখানে আপনি আপনার লেখার মাধ্যমে ধর্মীয় যে কোন বিষয় তুলে ধরতে পারেন ।সাথে শাস্ত্রালোচনা , মন্ত্র , পূজাপার্বন , যাগ যজ্ঞ ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারেন । ব্লগটির পক্ষ থেকে সকলকে জানায় ধন্যবাদ । আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় এই ব্লগে লেখার সবচেয়ে বড় শর্ত হল অন্য ধর্মের অবমাননা করা যাবে না । কারন অন্যের সমালোচনা করে কেউ কখনো বড় হতে পারে নি । ব্লগটির লিংকঃ আশা করি সবাই ব্লগটিতে নিয়মিত লিখবেন এবং পড়বেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করবেন
- ১. এই ব্লগের প্রধান উদ্দেশ্য সনাতন ধর্ম সহ অন্য ধর্মের তথ্য ভিক্তিক গঠন মুলক যে কোনো ধরনের প্রগতিশীল, কুসংস্কার/অপসংস্কার বিরোধী, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত রচনাকে প্রাধান্য দেয়া এবং বিভিন্ন খবর(নিউজ) প্রচার করা।
- ২.কোনো লেখা বা মন্তব্যের মধ্যে ধর্মীয় বিশ্বাসে আঘাত, সমালোচনা সর্বোপরি পরিপন্থী কিছু পাওয়া গেলে, কর্তৃপক্ষ আপনার রচনা পুনর্বিবেচনা কিংবা বাতিল করার অধিকার রাখে । এ ব্যাপারে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ।
- ৩. যে কোন ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান এখানে লেখা পাঠাতে পারবেন । তবে তা যদি ২নং ধারার পরিপন্থী না হয় এবং মডারেটর প্যানেল এর রিভিউ এর মধ্য দিয়ে প্রকাশের যোগ্য বলে বিবেচিত হয় তবেই প্রকাশিত হবে ।
- ৪. নীতিমালা লংঘন,ফ্লাডিং, ভ্যান্ডালিজম প্রভৃতির কারণে সদস্যপদ চিরতরে বাতিলের সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।
- ৫. সদস্য না হয়েও যে কেউ ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে পারেন।
- ৬. ব্লগের সদস্য হবার জন্য কিংবা আলোচনা করার জন্য নাস্তিকতা, পেশা, জাতি, ধার্মিকতা কিংবা ধর্মবিমুখতা অত্যাবশকীয় বিবেচিত হবে না।
- ৭. লেখার আকারের বিষয়ে নির্দিষ্ট সীমা নেই। তবুও খুব ছোট লেখা কিংবা কয়েক লাইনের খবর (গুরুত্বানুসারে) ব্লগে প্রকাশ করাকে কখনোই উৎসাহিত করা হবে না।
- ৮. লেখার বিষয়বস্তুর ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। তবে সনাতন ধর্ম সম্পর্কিত লেখা এবং বর্তমান আলোচিত সংবাদকেই বেশী প্রাধান্য দেয়া হবে ।
- ৯. পোস্ট এবং মন্তব্যের ভাষা হিসাবে প্রমিত বাংলাকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই তা বাংলা ভাষায় । বাংলা পোস্টে অন্য যে কোন ভাষায় মন্তব্য প্রকাশ করা হবে না ।
- ১০. মানবতাবিরোধী, বর্ণবাদী, লিঙ্গবৈষম্যমূলক, প্রোপাগান্ডামূলক, স্বাধীনতাবিরোধী, আক্রমণমূলক, মানহানিকর, কলহমূলক বা বিদ্বেষমূলক ,অশ্লীল কিংবা মৌলবাদী কোন লেখা/মন্তব্য প্রকাশিত হবে না। প্রকাশের পর এসবের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে তা মুছে দেয়া হবে ২নং ধারানুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।
- ১১. প্রকাশিত সকল লেখার দায়-দায়িত্ব এবং স্বত্ব স্ব-স্ব লেখকের এই জন্য সম্পাদক মণ্ডলী কোন ভাবেই দায়ী হবে না ।
- ১২. সর্বোপরি সদস্য/লেখকের ইচ্ছানুযায়ী গোপনীয়তা রক্ষা করা হবে । তবে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করেন ।
হিন্দু জোন ডট নেট
jene valo laglo je amader rlgn nie emon akta site toiri hoiche.must be dekhbo.thanx u.
@স্মৃতিমা