সবাই কেমন আছেন এই কথাটা আগে বলেন। কিছুদিন ধরে টিউন করতে পারছি না। আজকে টিউন করতে বসলাম। আশা করি টিউনটা আপনাদের উপকারে আসবে। এখন টিউনের বিষয়ে আশা যাক।
শিরোনাম পড়ে হয়ত কোন কিছুই বুঝতে পারছেন না। কিন্তু আর চিন্তা করার দরকার নাই। একটা উদাহারণ দেই সব বুঝবেন। মনে করেন আপনারা দুই বন্ধু একসাথে বসে আছেন। কারণ কি? এর কারণ হল তারা দুই জনেই চ্যাট করবে। আর কম্পিউটার হল একটি। এখন উপায় কী? সাধারণ ভাষায় উপায় হল মারামারি করা। আর কী কোন উপায় আছে? হ্যা আমার মতে আছে। আর ভাল বন্ধুরা এই উপায়েই কাজ করবে বলে আমার মনে হয়। উপায় টা কী? ধরুণ, একসাথে ইয়াহুতে দুইটি একাউন্টে সাইন ইন করা গেলে কেমন হয়? কিন্তু কথা হল করা যায় না। যদি করা যেত তাহলে তাদের মধ্যে যুদ্ধ থেমে যেত। আর এই যুদ্ধ থামানোর উপায় বলার জন্যই আজকের এই টিউন করা। উপায়টা কী? এখন এটাই বলব, আপনি চাইলে একসাথে একাধিক একাউন্টে সাইন ইন করতে পারেন। আর এই কাজটা সম্ভব হবে Registry Editor প্রোগ্রামটি ব্যবহার করে। অন্য এক টিউনে বলেছিলাম Registry Editor এর কথা। তাই আজ আর বলব না। এখন প্রথমে registry editor চালু করুন (Star--Run--Regedit) । এবার এই এড্রেসে(HKEY_CURRENT_USER, Software, Yahoo, pager, Test) গিয়ে Test এর উপর রাইট ক্লিক করুন তারপর New-DWORD value ক্লিক করুন। এবার তৈরীকৃত dword value এর নাম পরিবর্তন করে plural করুন। এবং এর value ১ দিন। এবার registry editor বন্দ করতে পারেন। এখন ইয়াহু ম্যাসেঞ্জার চালু করুন। আপনার আইডি ও পাসওয়ার্ড দিন এবং সাইন ইন করুন। আবার ম্যাসেঞ্জার প্রোগ্রামটি চালু করুন। এবার আপনার বন্ধুর আইডি এবং পাসওয়ার্ড দিন এবার সাইন করুন আর দুই জনে একসাথে চ্যাট চালিয়ে যান। আশা করি আপনাদের এই বিষয় নিয়ে ঝগরা চির জীবনের জন্য বন্ধ করতে পারলাম। এই টিউনটির প্রথম প্রকাশ দেখতে পারবেন এই লিংকে।
যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করবেন। আশা করি দুই বন্ধুর মিষ্টি খুব তাড়াতাড়ি খেতে পারব। টিউনটা পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
জোস হইয়ে………………. অনেক ধন্যবাদ 🙂 🙂 🙂