যারা নোটপ্যাড দিয়ে অটোরান তৈরিতে বিফল তারা এইদিকে আসেন

আস্সালামুআলাইকুম। আমি আবারও আপনাদের দোয়ায় হাজির হয়েছি। আজকে একটা শখের সফ্টওয়্যার নিয়ে কিছু কথা বলতে চাই।

দৈনন্দিন জীবনে আমরা প্রায় সবারই যাদের কম্পিউটার আছে তারা পেনড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। মাঝেমধ্যে এগুলোতে আমরা চাই নানা কাজের জন্য অটোরান তৈরি করতে। আমরা যারা ভাইরাস তৈরি করি তাদের জন্য অটোরান তৈরি যে কি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন দেখছি না। আমরা প্রায় সবাই নোটপ্যাড দিয়ে অটোরান তৈরি করি। এক্ষেত্রে আমার মনে হয় অনেকেই সফল হন না। যারা অটোরান তৈরিতে সফল হননি তাদের জন্য একটি ছোট সফ্টওয়্যার।

এর নাম হচ্ছে USB Autorunner । এর কাজও এর আকারেরই মত। অতি অল্প কাজ করা যায়। ড্রাইভ সিলেক্ট করে ফাইল কে পয়েন্ট করে দিলেই অটোরান তৈরি করে দেবে এটি।

এর দ্বারা কাজ কিভাবে করতে হবে সেটা সফ্টওয়্যারটা ডাউনলোড করে চালু করলেই বুঝতে পারবেন। তাই আর ব্যবহারাবিধি বর্ণনা করছি না।

এই হচ্ছে লিংক : http://www.mediafire.com/?7yxgal807yzvs4t

ফেইসবুকে আমার একটা গ্রুপ আছে। আমি এটাতে প্রোগ্রামিং এর উপর টিউটোরিয়াল পোস্ট করে থাকি। যদি আপনাদের প্রোগ্রামিং শেখার আগ্রহ থাকে তাহলে আজই এই গ্রুপটাতে যোগ দিন।

http://www.facebook.com/groups/programminglearning

Level 0

আমি মইনুল কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

chaliye jan