প্রথমে আমার সালাম নিবেন।
আসলে আমি টেকটিউনস এ বেশি কিছু লিখি না তবে আজ বাধ্য হয়ে লিখতে বসলাম।
এখানে এমন কিছু টিউনার আছে যারা মনে করে টিউন করতে পারলেই মনে হয় আমি অনেক বড় হয়ে গেলাম। এই সকল টিউনারদের বলছি (যারা মনে করেন আমি শুধু টিউনে টিউনে টেকটিউনস পরিপূর্ণ করে দিব, প্রবাসী ভাই হবো) এই সকল চিন্তা বাদ দেন ভাই। হাটা না শিখে দৌড়াতে যাবেন না, হোঁচট খাবেন। যদি পারেন মৌলিক ও মানসম্মত টিউন করুন যার দ্বারা আমরা কিছু শিখতে পারি। আর না পারলে টিউন করা বাদ দেন। আপনার মত টিউনার কে যে টিউন করতেই হবে তার কথা কোথাও লিখা নাই। আপনার মত টিউনার যারা কিছু শিখাতে পারেনা তাদের এখানে প্রয়োজন নাই।
টেকটিউনস থেকে টিউন পড়ে একটু রং দিয়ে টেকটিউনস এইইইইইইইই আবার টিউন করছেন! হাইরে মানুষ তোমরা আবার নাকি টিউনার! ভাবতেই অবাক লাগছে যে ৫ দিনে একই বিষয় নিয়ে ১২ টা টিউন হয়।
কিছু কিছু টিউন দেখলে পস্তাইতে হয় অথচ লিখা থাকে (না দেখলে পস্তাইবেন)।
কিছু কিছু টিউনার তো ভুল দিয়ে একটি টিউন শুরু করে আর তারই সমাধান নিয়ে আরেকটা (Update) টিউন করে। আর কিছু কিছু টিউনার যে বিষয় নিয়ে টিউন করে সে বিষয়ের কিছু জানতে চাইলে বলে যে এই বিষয় এ প্রাথমিক ধারণাও তার নাই, বলে এইটা কি আমি তো জানি না। আমি এইটা স্বীকার করছি সম্পূর্ণ ধারনা ছাড়া তথ্যবহুল টিউন করা সম্ভব কিন্ত প্রাথমিক ধারণা ছাড়া,!!!!!!!!!! অবাক লাগে!!!!!!!!!!!!!!!
এই সকল টিউনার দের প্রতি আমার কিছু আবেদন...............।
১। টিউন করার পূর্বে দয়া করে একবার ভাল করে দেখে নিন যে সেই বিষয় এ পূর্বের কোন টিউন আছে কি না।
২। টিউনে যে সকল ডাউনলোড লিঙ্ক দিবেন দয়া করে একবার দেখে নিন যে লিঙ্ক কাজ করে কি না। এমন সাইট এর লিঙ্ক দিবেন যেন জনসাধারণ সহজেই ডাউনলোড করতে পারে। 5 second, 20/30 second, Premium user এই সকল কিছু যেন না দেখাই।
৩। সব থেকে বড় কথা আপনার টিউনের যেন কেউ সমালোচনা করতে না পারে সেটা ভেবে চিন্তে টিউন করুন।
মন্তব্যকারি দের প্রতি আমার কিছু আবেদন...............।
১। ভাল টিউন হলে অনুপ্রেরণা দিন।
২। কপি পেস্ট টাইপ এর টিউন হলে বাহবা না দিয়ে সতর্ক করে দিন। কারণ এর সকল বাহবা প্রথম টিউনার এর জন্য।
৩। অশ্লীল মন্তব্য করবেন না।
এবার আসি টেকটিউনস এর কাছে.................................
টেকটিউনস এর কিছু কথা তারা এইভাবে বলে..................।
এখন টেকটিউনস কে আমার শুধু একটাই প্রশ্ন
আপনারা কি এই সকল বিষয় আসলেও খেয়াল করে দেখেন??????????????????????
আমি lopa2013। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ami to tune kori na. sudu comments kori
😀