টিউনার এবং মন্তব্যকারী, এখনই সকলের কাছে নিজেকে বদলে নিন।!!!!!

প্রথমে আমার সালাম নিবেন।

আসলে আমি টেকটিউনস এ বেশি কিছু লিখি না তবে আজ বাধ্য হয়ে লিখতে বসলাম।

এখানে এমন  কিছু টিউনার আছে যারা মনে করে টিউন করতে পারলেই মনে হয় আমি অনেক বড় হয়ে গেলাম। এই সকল টিউনারদের বলছি (যারা মনে করেন আমি শুধু টিউনে টিউনে টেকটিউনস পরিপূর্ণ করে দিব, প্রবাসী ভাই হবো) এই সকল চিন্তা বাদ দেন ভাই। হাটা না শিখে দৌড়াতে যাবেন না, হোঁচট খাবেন। যদি পারেন মৌলিক ও মানসম্মত টিউন করুন যার দ্বারা আমরা কিছু শিখতে পারি। আর না পারলে টিউন করা বাদ দেন। আপনার মত টিউনার কে যে টিউন করতেই হবে তার কথা কোথাও লিখা নাই। আপনার মত টিউনার যারা কিছু শিখাতে পারেনা তাদের এখানে প্রয়োজন নাই।

টেকটিউনস থেকে টিউন পড়ে একটু রং দিয়ে টেকটিউনস এইইইইইইইই আবার টিউন করছেন! হাইরে মানুষ তোমরা আবার নাকি টিউনার! ভাবতেই অবাক লাগছে যে ৫ দিনে একই বিষয় নিয়ে ১২ টা টিউন হয়।

কিছু কিছু টিউন দেখলে পস্তাইতে হয় অথচ লিখা থাকে (না দেখলে পস্তাইবেন)।

কিছু কিছু টিউনার তো ভুল দিয়ে একটি টিউন শুরু করে আর তারই সমাধান নিয়ে আরেকটা (Update) টিউন করে। আর কিছু কিছু টিউনার যে বিষয় নিয়ে টিউন করে সে বিষয়ের কিছু জানতে চাইলে বলে যে এই বিষয় এ প্রাথমিক ধারণাও তার নাই, বলে এইটা কি আমি তো জানি না। আমি এইটা স্বীকার করছি সম্পূর্ণ ধারনা ছাড়া তথ্যবহুল টিউন করা সম্ভব কিন্ত প্রাথমিক ধারণা ছাড়া,!!!!!!!!!! অবাক লাগে!!!!!!!!!!!!!!!

এই সকল টিউনার দের প্রতি আমার কিছু আবেদন...............।

১। টিউন করার পূর্বে দয়া করে একবার ভাল করে দেখে নিন যে সেই বিষয় এ  পূর্বের কোন টিউন আছে কি না।

২। টিউনে যে সকল ডাউনলোড লিঙ্ক দিবেন দয়া করে একবার দেখে নিন যে লিঙ্ক কাজ করে কি না। এমন সাইট এর লিঙ্ক দিবেন যেন জনসাধারণ সহজেই ডাউনলোড করতে পারে। 5 second, 20/30 second, Premium user এই সকল কিছু যেন না দেখাই।

৩। সব থেকে বড় কথা আপনার টিউনের যেন কেউ সমালোচনা করতে না পারে সেটা ভেবে চিন্তে টিউন করুন।

মন্তব্যকারি দের প্রতি  আমার কিছু আবেদন...............।

১। ভাল টিউন হলে অনুপ্রেরণা দিন।

২। কপি পেস্ট টাইপ এর টিউন হলে বাহবা না দিয়ে  সতর্ক করে দিন। কারণ এর সকল বাহবা প্রথম টিউনার এর জন্য।

৩। অশ্লীল মন্তব্য করবেন না।

এবার আসি টেকটিউনস এর কাছে.................................

টেকটিউনস এর কিছু কথা তারা এইভাবে বলে..................।

  •  বিভিন্ন অনলাইন সংবাদ পত্রিকা, ব্লগ থেকে কপিপেস্ট টিউন করা থেকে বিরত থাকুন।
  • যে কোন প্রকার এফিলিয়েট লিংক, লিংকের সংযুক্তি ও ফাইল হোস্ট থেকে বিরত থাকুন।
  • মৌলিক ও মানসম্মত টিউন করুন। টেকটিউনসের ধারা বজায় রাখুন

এখন টেকটিউনস কে আমার শুধু একটাই প্রশ্ন

আপনারা কি এই সকল বিষয় আসলেও খেয়াল করে দেখেন??????????????????????

Level 0

আমি lopa2013। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ami to tune kori na. sudu comments kori
😀

    Level 0

    @From Hell:
    vhi aje baje tune je kore tar theke apni onek accepted coz apnar vul nai. asa kori sokol tuner apnar theke valo valo comment pabe.

great tune
http://www.facebook.com/ fanclubsonakshi

Level 0

ভাই আমি এখনো টিউন করি নাই। আপনার টিউনটা ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে ভাই এমন টিউন করার জন্য।

http://www.everythinginherenet.blogspot.com/

vai sobai to somo maner na.vhul korte kortei to shikbe

    Level 0

    @MOIN UDDIN ABIR: amaro tai mone hoi…aneker prothom blogging hate khori hocce techtunes..tader kichu vul to hobei…tobe na dekhle postaiben,vua link ai gula nia sotti techtunesr vabha dorkar…..

    Level 0

    @MOIN UDDIN ABIR: vhi vul to kortei pare jehetu manush matroi vul tobe matra ta boro hole apnar, amar, amader sokoler jonno problem. Thanks 4 comment

Level 0

well said.

একমত

Level 0

Thanks 4 comment

Level 0

আমি ২ বার টিউন করার চেষ্টা করেছিলাম কিন্তু প্রকাশিত হয়নি। কেন হয়নি জানি না।

    Level 0

    @rblrana:
    আসা করি ভাল টিউন পাবো। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য। ভাল থাকবেন।

আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি টেকটিউন্স পড়ি বেশি, পোস্ট-কমেন্ট দুটোই কম করি। এর কারন পুরোটা আলস্য নয়। কিছুটা অভিমানও আছে। এখানে বেশ আগ্রহ নিয়ে কোন পোস্ট পরতে বসে, মান হীনতার কারনে চরম হতাশ হতে হয়। কখনো কোন পোস্টে পাল্টা মন্তব্য করলে, কত্রিপক্ষ সেই মন্তব্য মন্তব্বকারির অনুমতি ছাড়াই এডিট করে দেন। এইটা খুব খারাপ কাজ। দেখে মনে হয়, কত্রিপক্ষ টিউনকারীকে খুশি রাখতে অসৎ উপায় অবলম্বন করছে। ব্লগ এটমস্ফিয়ারে যখন কেউ লিখে, তখন তাকে পক্ষে বিপক্ষে দু ধরণের মন্তব্যই আশা করতে হয়। অথচ, এখানকার অনেক ব্লগাররা সেই প্রস্তুতি রাখেন না। যা হতাশাজনক।
কিছু কিছু ব্লগে ধর্মীও প্রলেপ দেয়া হয়, এবং ভিন্ন ধরমালম্বিদের আহত করার চেষ্টা করা হয়। যেমনঃ https://www.techtunes.io/open-source/tune-id/195530
উল্লেখ্য লেখকের শেষ মন্তব্য ছিল- শুধু মুসলিমদের পাপ পুণ্য হয়- অন্য কোন ধর্মে পাপ পুণ্য নেই। এই পোস্টটিতে লেখকের উপস্থাপনা স্পষ্টতই অমুসলিমদেরকে আঘাত করে, আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমার কোন মন্তব্য এখন সেইখানে নেই। মুছে দেয়া হয়েছে।
এইভাবেই টেকটিউনস কওয়ালিটি টিউনার হারিয়েছে দিনের পর দিন। তাই, বস্তা পচা আজগুবি কিছু পোস্টে হোম পেজ ভরে থাকলেও আশ্চর্য হইনা।
আমি বলছিনা, আমি ভালো লিখি। কিন্তু পোস্ট করার আগে আমি একটা পোস্ট একমাসের বেশি ড্রাফটে রাখি এবং তার মানউন্নয়নের চেষ্টা করি। টেকটিউন্স খুব ভালো করেই জানে, এখনো ড্রাফটে আমার কয়েকটি গুরত্তপূর্ণ টপিকে লিখা পরে আছে। পোস্ট করিনি। এই অবস্থা চলতে থাকলে হয়তো পোস্ট করা হবেনা। সব গুটিয়ে চলে যেতে হবে।
আমি বলছিনা, আমি থাকলে টেক্টিউন্সের খুব লাভ হবে, আর গেলে বিশাল ক্ষতি হবে। আমি জাস্ট একটা উদাহারন দিলাম আমাকে দিয়ে। এইভাবে হয়তো অনেকেই চলে গেছে এবং যাচ্ছে। লেখক এবং পাঠক উভয়ই।
আমি জানিনা, কত্রিপক্ষ এই মন্তব্যটি রাখবে নাকি মুছে দিবে। তবে আশা করবো- তারা আমাকে স্পষ্ট করে বলবে- কেন তারা এই কাজটি করে। তারা কেন প্রতিটি পোস্টে বাহবা দেয়ার মতো পাঠক আশা করে যেখানে পোস্টের মান সম্পর্কে তারা মোটেই সচেতন নয়। এই টিউনে মডারেটরদের উপস্থিতি কামনা করছি। আপনাকে ধন্যবাদ, গুরত্তপূর্ণ ব্যাপারটাকে তুলে আনার জন্য।

    Level 0

    @অরিজিনাল যামীর:
    (মন্তব্য মন্তব্বকারির অনুমতি ছাড়াই এডিট করে দেন) যদি এমনটাই হয় তবে আমার মনে হয় মন্তব্য করার অপশন না রাখায় ভাল।
    (বস্তা পচা আজগুবি কিছু পোস্টে হোম পেজ ভরে থাকলেও আশ্চর্য হইনা) কি আর বলবো এখন মনে হয় এইটা টিউন এর রেস যে বেশি টিউন করবে সেই রাজা। এক গেমওয়ালা গ্রামীন এর ফ্রী নেট নিয়ে একই টিউন ৪ বার করে। ইদানিং তিনি দিনে ৪/৫ টা করে টিউন করছেন।
    মন্তব্য তো আমাদের যার যার বাক্তিগত বিষয় তবে এইখানে কত্রিপক্ষ দের হস্তক্ষেপ না করায় ভাল।
    ভাই আপনার কথাগুলা অনেক ভাল লাগলো, তবে আপনার সাথে এই বিষয় এ একমত যে যদি এই ভাবে চলতে থাকে তবে টেকটিউন্স অনেক ভাল ভাল টিউনার হারাবে।

    @অরিজিনাল যামীর:ভাই আপনার নিক এর পিকচার টা পাল্টান।ভয় লাগে যতবার দেখি। 😛 😛

ভাই অনেকেই নিজেদের টিউনে বলে থাকেন নেগেটিভ টাইপ কমেন্ট না লিখতে।এসব মানসিকতা আমি একটুও পছন্দ করি না। 😕
আরে বাপ তুই ভাল করে টিউন না করলে তো নেগেটিভ কমেন্ট পাবিই।আর ভাল করে গুছিয়ে কোন ভাল বিষয় নিয়ে টিউন করলে তো ভাল কমেন্ট পাবি সবসময়।
আমাদের আসলে আগে টপটিউনারদের টিউন পড়ে তারপর টিউনের চিন্তা করা উচিত।ইতিমধ্যে কিছু টিউনার তাদের বেয়ারাপনা,একগুয়েমি,ফালতু টিউন ও নেগেটিভ কমেন্ট অপছন্দ টাইপ মানসিকতার জন্য ভিজিটরদের চোখের চক্ষুশুল হয়ে ওঠেছে।যেমন “Rizwan Bin Sulaiman”.এই বেটার ফালতু আচরণের জন্য ও ফালতু টিউনের জন্য এর টিউন একটু ও ভাল লাগে না। 😕

    Level 0

    @Iron maiden:
    ভাই আমি মনে করি যত নেগেটিভ কমেন্ট হবে ততো ভবিষ্যৎ এর জন্য টিউন করার দক্ষতা বাড়বে। এমনিতেই কি বলে “স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল”। পোস্ট এর সমালোচনা না করলে আজে বাজে টিউন এ আর ভাল মানের টিউন খুজেই পাওয়া যাবে না।
    আমাদের আসলে আগে টপটিউনারদের টিউন পড়ে তারপর টিউনের চিন্তা করা উচিত। আপনার এই কথাটা অনেক ভাল লাগলো তবে আপনার, আমার ভাল লাগলে কি হবে যারা ওই টাইপ এর তারা ওই রকমের ই টিউন করবে।
    তার পরেও আবার ভাল ভাল কমেন্ট আসা করে।
    ওদের কথা আর কত বলবো। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য। ভাল থাকবেন।

    Level 0

    @Iron maiden:
    আমাদের আসলে আগে টপটিউনারদের টিউন পড়ে তারপর টিউনের চিন্তা করা উচিত। আপনার এই কথাটা অনেক ভাল লাগলো তবে আপনার, আমার ভাল লাগলে কি হবে যারা ওই টাইপ এর তারা ওই রকমের ই টিউন করবে।
    তার পরেও আবার ভাল ভাল কমেন্ট আসা করে।
    ওদের কথা আর কত বলবো। আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য। ভাল থাকবেন।

সাফ কথা।

Level 0

saf kotha ha ha ha
valo laglo, thanks 4 comment.