আমরা ব্লগে, ফেসবুকে কিংবা বিভিন্ন সাইটে অনেক সময় কুরআন-হাদিস নিয়ে আলোচনা করি।
কিছু ভাইদেরকে দেখা যায় -যারা কম্পিউটারে আরবি টাইপে অভ্যস্ত নন/ জানেন না- তারা
বাংলা-বানানে 'আরবি' লিখেন। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক।
প্রতিটি ভাষার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সৌন্দর্য থাকে।
আর মর্যাদায় আরবি ভাষা তো অন্যতম শ্রেষ্ঠ ভাষা।
বাংলিশ লিখলে যেমন বাংলা লেখার উপহাস হয়, পড়তে কষ্ট হয়,
অর্থ উদ্ধার করা যায় না, সর্বোপরি ভাষার উচ্চারণ পাল্টে গিয়ে এক বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়।
ঠিক তেমনিভাবে আরবিকে বাংলায় লিখলে এর মান পাল্টে গিয়ে আরো মারাত্নক আকার ধারণ করে।
দেখুন, সদিচ্ছা থাকলে সবই সম্ভব। আজকের যুগে মানুষ প্রাণের
বাজি রেখে কতো অসম্ভবকে-অবাস্তবকে চেষ্টা-সাধনায় বাস্তবে রূপ দিচ্ছে।
আল্লাহ্র ভাষা, প্রাণের চেয়ে প্রিয় নবী সা. এর ভাষা, জান্নাতের ভাষা,
কুরআনের ভাষা, হাদিসে নববীর ভাষা- সবই আরবি। তাই কাতর স্বরে আমার ১টি অনুরোধ,
দয়া করে আপনারা আমার প্রিয় নবীজির ভাষাকে
বাংলিশ টাইপে অর্থাৎ বাংলা বানানে লিখবেন না।
এতে আরবি ভাষার অসম্মানি হয়।
আরবি অক্ষর মাত্র ২৯ টি। তাই আরবি টাইপিং শিখতে খুবই কম সময় লাগবে।
নেটে সার্চ দিলে আরবি লেআউট, ফন্ট, উইন্ডোজে আরবি চালু করা, কীবোর্ডে আরবি টাইপ- ইত্যাদি
আরবি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।
আশা রাখি, এখন থেকে আমরা সবাই কুরআন-হাদিস থেকে রেফারেন্স দিতে হলে মূল আরবীতেই
লিখবো। তবে হ্যাঁ, একান্ত অসুবিধা হলে কুরআনের আয়াত, সূরা, পৃষ্ঠা, পারার ও হাদিসের ক্রমিক সংখ্যা
লিখে দিতে পারি।
আর আরবি লিখার প্রয়োজন হলে অবশ্যই তা আরবীতে লিখতে হবে।
আসুন আজ থেকে পাক্কা নিয়ত করি, ইনশাআল্লাহ! আজ থেকে আমরা আর ভাষার অসম্মান করবো না।
অভ্র-এর মত সফটওয়্যার থাকা সত্তেও যারা অলসতা বশতঃ/কিংবা অন্য কোন কারণে
বাংলিশ/বাংরেজি টাইপে লিখেন তাদের
প্রতিও আহ্বান,
" মাতৃভাষার সম্মানে, মাতৃভাষার শহীদদের সম্মানে, তাদের বিসর্জিত রক্তের ফোঁটাকে সার্থক
করে তুলতে বাংলা লেখাকে বাংলায়ই লিখুন। প্লিজ..."
فجزاكم الله أحسن الجزاء و بارك الله فيكم
سبحان ربك رب العزة عما يصفون، و سلام على المرسلين و الحمد لله رب العمين
আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you