আসসালামু আলাইকুম । কেমন আসেন আপনারা ? আমি আজ আমার প্রথম টিউন নিয়ে হাজির হলাম । আজ আমি আপনাদের কিছু কৌতুক শেয়ার করব.....................................................................।।
১/ এক স্পিন বোলার বিয়ের রাতে তার বউ কে বলছে .....................
বোলারঃ হেগো আমি তোমার জীবনে প্রথম তো ?
বৌঃ ধুর পাগল স্পিনাররা কি কখনো নতুন বল পাই ?
২/ স্যার তার ছাত্রদের জিজ্ঞেস করছে ............ ৩ টি মেরু প্রাণীর নাম বলতো ?
ছাত্রঃ স্যার ২ টা মেরু ভাল্লুক আর ১ টা পেঙ্গুইন ।
৩/ ২ চাপাবাজ বন্ধু গল্প করছে........................
১ম বন্ধুঃ জানিস আমি ছোটবেলাই হেলিকপ্তার থেকে পরে গেসিলাম !
২য় বন্ধুঃ তুই কি মারা গেসিলি ?
১ম বন্ধুঃ ছোটবেলার কথা তো সঠিক মনে নাই ।
৪/ যদি কোন মেয়েকে পছন্দ করেন তাহলে তাকে পেছন থেকে জরিয়ে ধরুন । যদি দেখেন মেয়েটি কিছু বলছেনা তাহলে ত হলই । আর যদি চিৎকার করে ওঠে তাহলে আপনি সাথে সাথে বলতে থাকুন...............হে হে আপু ভয় পেয়েছে ভয় পেয়েছে .................................।
৫/ ৩ বন্ধু জ্যোৎস্না রাতে রাস্তার ধারে বসে গল্প করছে । তাদের এক জন ছিল অন্ধ আরেক জন ছিল খোঁড়া আরেক জন ছিল ফকির । তো তারা গল্প করছে............
অন্ধঃ দেখ আজ আকাশে কি সুন্দর চাঁদ ।
খোঁড়াঃ শালা এক লাথি মারব তুই চোখে দেখতে পাস ?
ফকিরঃ মার মার যত টাকা লাগে আমি দিব ।
আজ তাহলে এই পর্যন্ত থাক । দোয়া করবেন আমি যেন আগামিতে কোন টিউন করতে পারি । ধন্যবাদ ।
আমি Shamim69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি কমু বুঝতেছিনা ......