জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (১০ম পর্ব)

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই।রাত অনেক হয়েছে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কোন কাজও খুজে পাচ্ছি না। Techtunes-এর আজকের সব টিউন- ও পরা হয়েছে। তাই ভাবলাম কি আর করি, আর একটা পর্ব করতে বসে গেলাম। আজ দিলাম একি বিষয়ের উপর ১০ম পর্ব। চলুন দেখি এর কতগুলো আপনি জানেন এর কতগুলো আপনি জানেন না। জানারতো এর শেষ নেই।

বিঃদ্রঃ এই টিউনটির সাথে আমি সাহায্য বিভাগে একটি পোস্ট করেছি। আপনার হাতে সময় থাকলে দয়া করে এখানে ক্লিক করে একটু দেখে আসবেন।

►Baby Milk Frog নামে পরিচিত এই ব্যাঙ পাওয়া যায় শুধুমাত্র দক্ষিণ অ্যামেরিকাতে।। আরো বিশদ করে বলতে গেলে অ্যামাজনে।। ব্যাঙটি প্রথম আবিষ্কৃত হয় ব্রাজিলের অ্যামাজন অংশে!!

এর অপর নাম Blue Milk Frog!!

বিস্তারিত জানার জন্য Baby Milk Frog লিখে উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন।।

►এর নাম অ্যাঞ্জেল অফ ডেথ (বাংলা আজরাইল এর মতো কিছু একটা বুঝায়)!! এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক আর্টিলারি বহনকারী প্লেন।। ব্রিটিশ এবং অ্যামেরিকার মালিকানায় আছে এটি।।

এই প্লেনটি অপারেট করে মোট ১২জন মিলে।। এটি একটানা ১২ ঘণ্টা আকাশে উড়ন্ত অবস্থায় থাকতে পারে এবং ১২০০ ইয়ার্ড দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবেধ করতে পারে!!

 

►সাপটিকে দেখে মরা মনে হচ্ছে??

জি না!! এটা মোটেও মৃত নয়।। ইরানের লার ভ্যালি নামক অঞ্চলে পাওয়া যাওয়া নাট্রিক্স নামক এই সাপ কোনও শিকার দেখলে বা আঘাত পাবার সম্ভাবনা দেখলে নিজের নাক এবং মুখ থেকে রক্ত বের করে তা মুখের পাশে ছড়িয়ে দেয়, যাতে শিকার তাকে মৃত ভেবে ভুল করে।। অবশেষে শিকার সামনে আসলেই মরণ ছোবল!!

►১৭৭৫ সালের এই কয়েনটি পৃথিবীর সবচেয়ে দামি পয়সা!! যার মূল্য অ্যামেরিকান ডলারে প্রায় ৮ মিলিয়ন (৮০ লক্ষ ডলার)!! পৃথিবীর সবচেয়ে দুর্লভ পয়সা এবং অ্যামেরিকার সবচেয়ে পুরানো পয়সা এই দুটো খ্যাতির কারণেই এর এমন আকাশ ছোঁয়া দাম!

আজ এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন। আপনারা পাশে থাকলে চালিয়ে যাব।

যারা পর্ব ১, ২, ৩, ৪, ৫,৬,৭,৮  এবং ৯ দেখেননি তারা নিচের লিঙ্ক-এ ক্লিক করে দেখে নিতে পারেন।

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৪)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৫ম ও আপাতত শেষ পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৬ষ্ঠ পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৭ম পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৮ম পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৯ম পর্ব)

তথ্য গুলো সংগ্রহ করা।

এই টিউনটির উদ্দেশ্য আপনাকে নতুন কিছু তথ্য জানানো। আপনি যদি এই টিউন টি পরে নতুন কিছু জানতে পারেন তাহলেই এই টিউনটির উদ্দেশ্য সফল হবে।

সবাই ভালো থাকবেন।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

great job..!!.. (y)

nice

Level 0

দারুন কিছু তথ্য জানতে পারলাম…. ধন্যবাদ

খুব সুন্দর হইছে। ভালো লাগলো।

সুন্দর পোস্ট কিন্তু এতো ছোট্ট কেন 😉

খুব ভাল টিউন।

Level 0

thanks 4 it.konow more visite
http://cellfone24.blogsport.com