চাই কিভাবে ভিসুয়াল বেসিক এ কোনও একটি লেবেলে থাকা লেখার সাইজ সময়ের সাথে সাথে আপনা-আপনি পরিবর্তন করা যাই

আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই টেকটিউনস এর সমস্ত ডেভেলপারদের যারা তৈরি করেছে এই সুন্দর ওয়েব সাইট টি এবং সেই সব টিউনারদের যাদের টিউনস গুলো ওয়েব সাইটটির আলংকার বাড়িয়েছে । আমি খুব
আনন্দিত হয়েছিলাম যেদিন এই সাইট এ আমি প্রথম প্রবেশ করি । সত্যি কথা বলতে কি বাংলাতে লেখা সর্ববৃহৎ
ব্লগ ।

যাইহোক এটা আমার তৃতীয় পোস্ট ( টিউনস ) , সেই হিসাবে কিছু ভুল হইত হতে পারে তবে চেষ্টা করবো যাতে কোন ভুল না হয় ।

আজ আমি সবাইকে জানাতে চাই কিভাবে ভিসুয়াল বেসিক এ কোনও একটি লেবেলে থাকা লেখার সাইজ সময়ের সাথে সাথে আপনা-আপনি পরিবর্তন করা যাই ।
এর জন্য নিচের মত করে ফর্ম সাজিয়ে নিতে হবে ।

General Dicrearation এ লিখতে হবে

General Dicrearation

Dim S as Single

এর পর FORM এর ওপর Double Click করার পর Load ইভেন্ট এ নিচের কোড গুলি লিখতে হবে ।

Private Sub Form_Load ( )

Label1.AutoSize = True
Timer1.Interval=100
Timer1.Enabled=False
S = 0

End Sub

এর পর Commad Button এর ওপর Double Click করার পর নিচের কোড গুলি লিখতে হবে ।
Private Sub Command1_Click ( )

Timer1.Enabled=True

End Sub

এর পর Timer এর ওপর Double Click করার পর নিচের কোড গুলি লিখতে হবে ।

Private Sub Timer1_Click( )

S=S+1
Label1.FontSize=S
If S = 72 Then
S = 8
End If

End Sub

ব্যাস এই টুকুই আর কি । আবার দেখা হবে পরবর্তী পোষ্টে । ভালো থাকুন সবাই, আগাম ঈদ মোবারক ।

কেমন লাগলো আপনাদের জানাবেন, তাতে পরবর্তী পোস্ট করতে উৎসাহিত হবো ............................................. ।

Level 0

আমি ভারতীয় বাঙ্গালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 608 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনার ভাই আপনার কাছে কি VB6 এর বাংলা টিউটোরিয়ার আছে??? থাকলে কোন একটা লিঙ্ক এ আপলোড করে দিবেন??