আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই টেকটিউনস এর সমস্ত ডেভেলপারদের যারা তৈরি করেছে এই সুন্দর ওয়েব সাইট টি এবং সেই সব টিউনারদের যাদের টিউনস গুলো ওয়েব সাইটটির আলংকার বাড়িয়েছে । আমি খুব
আনন্দিত হয়েছিলাম যেদিন এই সাইট এ আমি প্রথম প্রবেশ করি । সত্যি কথা বলতে কি বাংলাতে লেখা সর্ববৃহৎ
ব্লগ ।
যাইহোক এটা আমার তৃতীয় পোস্ট ( টিউনস ) , সেই হিসাবে কিছু ভুল হইত হতে পারে তবে চেষ্টা করবো যাতে কোন ভুল না হয় ।
আজ আমি সবাইকে জানাতে চাই কিভাবে ভিসুয়াল বেসিক এ কোনও একটি লেবেলে থাকা লেখার সাইজ সময়ের সাথে সাথে আপনা-আপনি পরিবর্তন করা যাই ।
এর জন্য নিচের মত করে ফর্ম সাজিয়ে নিতে হবে ।
General Dicrearation এ লিখতে হবে
General Dicrearation
Dim S as Single
এর পর FORM এর ওপর Double Click করার পর Load ইভেন্ট এ নিচের কোড গুলি লিখতে হবে ।
Private Sub Form_Load ( )
Label1.AutoSize = True
Timer1.Interval=100
Timer1.Enabled=False
S = 0
End Sub
এর পর Commad Button এর ওপর Double Click করার পর নিচের কোড গুলি লিখতে হবে ।
Private Sub Command1_Click ( )
Timer1.Enabled=True
End Sub
এর পর Timer এর ওপর Double Click করার পর নিচের কোড গুলি লিখতে হবে ।
Private Sub Timer1_Click( )
S=S+1
Label1.FontSize=S
If S = 72 Then
S = 8
End If
End Sub
ব্যাস এই টুকুই আর কি । আবার দেখা হবে পরবর্তী পোষ্টে । ভালো থাকুন সবাই, আগাম ঈদ মোবারক ।
কেমন লাগলো আপনাদের জানাবেন, তাতে পরবর্তী পোস্ট করতে উৎসাহিত হবো ............................................. ।
আমি ভারতীয় বাঙ্গালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 608 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনার ভাই আপনার কাছে কি VB6 এর বাংলা টিউটোরিয়ার আছে??? থাকলে কোন একটা লিঙ্ক এ আপলোড করে দিবেন??