( Hi Friend, I'm Alim Sikder Nibir. I'm a student of Southeast University )
NPR এর মতে English Language মোট 900,000 Words আছে কিন্ত আমরা বাস্তবে ব্যবহার করি মাত্র 20000 Words আর কথা বলার জন্য আরো অনেক কম words ব্যবহার করি। এখানে সেটাই করা হয়েছে আমরা কথা বলার সময় যে সব Word, Sentence বেশি ব্যবহার হয় । সেই সব Word, Sentence দেয়া আছে
মাত্র
100 Lessons
1000 Most Common Phrases
1500 Most Common Words
অনেকের কথা বলা শিখতে সমস্যা হয় বলে তাদের মনে একটা ভূল ধারণা হয়েছে যে তারা ইংরেজী শিখতে তেমন পটু নয়। বাস্তবে এর কারণ হল অধিকাংশ ইংরেজী শেখার ক্লাসের পরিবেশ ইংরেজীতে কথা বলার উপযোগী নয়।
অধিকাংশ ইংরেজী কোর্সের উপকরণ কথ্যভাষা শেখানোর গুরুত্ব দেয় না। যারা ঐসকল উপকরন থেকে শেখে অনেক সময় তাদের উচ্চারণ অদ্ভুত শুনতে লাগে, মনে হয় তারা কোন পড়ার বই পাঠ করছে। উচ্চারণ ভুল ছাড়াও এমন বদ অভ্যস জন্মায় যা অগ্রগতির অন্তরায়, যখন অধিকাংশ শিক্ষার্থীই একে অন্যের সাথে অভ্যাস করে, বঙ্গবাসীর সঙ্গে না।
প্রতিটি ইংরেজী পাঠে ব্যবহারকারী ও স্বদেশী বক্তার মধ্যে আলাপ চারিতার উন্মেষ ঘটায়। ব্যবহারকারীরা বাস্তবসম্মত বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয় এবং ইংরেজী শব্দ ও ব্যাকরণ ব্যবহার করে অনরগল কথা বলতে পারে।উচ্চারণের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা স্বাভাবিক ও ধীর গতির প্লে-বেক ব্যবহার করে প্রতিটি আলাপ, বাক্য, শব্দ শুনতে পায়। কর্মসূচির যে কোন সদ্যের উপরে আপনার কারসার রাখুন। দেখবেন তা প্রদর্শকের দ্বারা ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে, কম্পিউটার নির্দেশিত স্বরে নয়।
যদি mediafire ফাইল টি মুছে ফেলে আর ফাইল টি পাওয়ার জন্য যদি ইচ্ছে থাকে তাহলে আমাকে facebook কে জানান।আমি মেইল করে পাঠিয়ে দেব।শুধু web সাইটের বেনার টা পরিবর্তন করা হয়েছে আর বেনারের উপরে web সাইটের নাম দেয়া আছে চাইলে আপনি ভিসিট করতে পারেন ফুল service এর জন্য।
আমি নিবিড় সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুব ভালো এবং উপকারী একটি টিউন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।