কেমন আছেন সবাই।রাত অনেক হয়েছে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কোন কাজও খুজে পাচ্ছি না। Techtunes-এর আজকের সব টিউন- ও পরা হয়েছে। তাই ভাবলাম কি আর করি, আর একটা পর্ব করতে বসে গেলাম। আজ দিলাম একি বিষয়ের উপর ৯ম পর্ব। চলুন দেখি এর কতগুলো আপনি জানেন এর কতগুলো আপনি জানেন না। জানারতো এর শেষ নেই।
►নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে
থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।
►আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
►নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা
হয়ে থাকে।
►আপনি কি জানেন, টমেটো আসলে এক প্রকার সবজি, কোন ফল নয়।
►আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০
বছর আগে।
►পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।
►শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার
করতে পারে।
►কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
►বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে
১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
►বৃদ্ধি ও পরিস্ফুরনের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০মিলিয়ন নতুন কোষ উৎপন্ন হয়।
►পেশি কোশ ও স্নায়ু কোশ বিভাজিত হয় না।
►E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
►একজন পরিণত মানুষের দেহে কোশের সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
►বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায় ৬তলা বাড়ির সমান উঁচু।
►প্রতি সেঃ প্রায় ২লক্ষ লোহিত রক্ত কনিকার মৃত্যু হচ্ছে।
►হাড়ের মধ্যে ৭৫% জল।
►প্রতিদিন প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।
►স্নায়ুস্পন্দনের গতিবেগ ৫০০মিটার/সেঃ।
►শ্বাস ত্যাগের পরেও ফুসফুসে ০.৫লিটার বায়ু থেকে যায়।
►মানুষের শরীরের রক্ত বাহের মোট দৈর্ঘ্য ৬০,০০০মাইল যা পৃথিবীর পরিধির দ্বিগুনের সমান।
►স্ত্রী দেহে ও পুং দেহে রক্তের পরিমান যথাক্রমে ৪.৫লিঃ ও ৫.৬লিঃ।
►পায়রা অতিবেগুনি রশ্মি দেখতে পায়।
►সুপারি গাছের কান্ডের কাঠ স্টিলের চেয়ে অনেক বেশী শক্ত ও ঘাত সহ।
►মানুষের নখ বৃদ্ধির মধ্যে মধ্যমার নখ সবথেকে দ্রুত বাড়ে এবং বৃদ্ধাঙ্গুলির নখ সবথেকে কম বাড়ে।
►সবচেয়ে বড় স্তন্যপায়ী হল নীল তিমি।
আজ এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন। আপনারা পাশে থাকলে চালিয়ে যাব।
যারা পর্ব ১, ২, ৩, ৪, ৫,৬,৭ এবং ৮ দেখেননি তারা নিচের লিঙ্ক-এ ক্লিক করে দেখে নিতে পারেন।
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৪)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৫ম ও আপাতত শেষ পর্ব)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৬ষ্ঠ পর্ব)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৭ম পর্ব)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৮ম পর্ব)
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
Thanks