জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৮ম পর্ব)

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। ৭ম পর্বেও আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আর আপনাদের জানার প্রবল আগ্রহ দেখে খুব ভালো লাগলো। তাই আপনাদের আরও কিছু মজার এবং নতুন তথ্য জানাতে বসে গেলাম।   আজ দিলাম এর  ৮ম পর্ব।   আজ দিলাম আরও নতুন কিছু তথ্য।   আজকের তথ্য গুলো ইংরেজি শব্দ সম্পর্কে। হয়ত এর অনেক তথ্য আপনি জানেন, হয়ত অনেক তথ্য জানেন না। জানার শেষ নেই। চলুন জেনে নেই কিছু তথ্য।

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য (funny English word)

►80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80

►ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

►“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

►“Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।

►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

►Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

►vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

►vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

►গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।

►Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

►University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

►“Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

►“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

►”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

►“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

►Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

►A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
************************
I এর পরে am বসে কিন্তু
I is the ninth letter of alphabet!!!!!!!!!!!!
It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে

আরও কিছু তথ্য...

Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।

Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

►ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed

Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

►ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous

Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

► screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

► Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।

understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

► queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়

আজ হাতে একটু সময় কম। তাই আজ এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু জানতে পারছেন। আপনারা পাশে থাকলে চালিয়ে যাব।

যারা পর্ব ১, ২, ৩, ৪, ৫,৬ এবং ৭ দেখেননি তারা নিচের লিঙ্ক-এ ক্লিক করে দেখে নিতে পারেন।

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৪)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৫ম ও আপাতত শেষ পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৬ষ্ঠ পর্ব)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৭ম পর্ব)

তথ্য গুলো সংগ্রহ করা।

এই টিউনটির উদ্দেশ্য আপনাকে নতুন কিছু তথ্য জানানো। আপনি যদি এই টিউন টি পরে নতুন কিছু জানতে পারেন তাহলেই এই টিউনটির উদ্দেশ্য সফল হবে।

সবাই ভালো থাকবেন।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম

Level New

ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে। এইটা সবচেয়ে জোস

    @SUMONSOPNO:
    আপনার ভালোলাগাই আমার অনুপ্রেরনা। ও আরও একটা শব্দ জানা ছিল কিন্তু লিখতে ভুলে গিয়েছিলাম। শব্দটা হল level.

      @জাহিদ হাসান: apnake ektu help korte chai .. egula palindrome word… search koren lakh lakh words , poen , math , name , emonki great quote o paben… post er jonno thanks.. onek kisu new janlam

    @SUMONSOPNO:

    vai egula holo ” Palindrome” word such as RADAR,… Palindrome khubee mojar jinish… likte gele etihash hoye jabe.. apni ektu kosto kore dekhe neyen… palindrome number o ase .. 111, 121 , 131 .. poem e palindrome use hoy… nepolian er great quote jokhon take nirbashone patanu holo… “Able was I ere I saw Elba.”

অনেক কিছু শিখে নিলাম ও জেনে নিলাম।

The only word in English Word treasure is ‘CLEAVE’ have the two synonymous words which are ADHERE and SEPARATE and they are each antonym.

অসাধারন।যত জানছি তত বুঝতে পারছি আসলে আমি কিছুই জানিনা।জানার শেষ নেই আর তাই আরো জানতে চাই।

Level 0

English shobdo moner rakhar opaigolo daron.
erokom aro-o opai ba shikhar link diben

    @mana:
    আমি চেস্টা করবো যতটুকু জানি আপনাদের জানানোর। পাশে থাকুন। ধন্যবাদ।

ভালো লাগলো।

Level 0

চরম পোস্ট ভাই, আরও অনেক কিছু শিখার ইচ্ছা আছে……………

Awesome

কিরে ভাই এটা নিয়া দেখি আরও একটা লিখা দেখলাম…।:D

Level 2

therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১১টি নতুন শব্দ তৈরী করা যায়. re হল আর একটি!!