কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্র রহমতে সবাই ভালো আছেন। ভেবেছিলাম একি বিষয় নিয়ে অনেক টিউন করা হল। তাই এই বিষয়টা আপাতত শেষ করি। কিন্তু আপনাদের জানার ব্যাপক আগ্রহ দেখে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। গত ৫ টি পর্বে আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আজ দিলাম এর ৬ষ্ঠ পর্ব। আজ দিলাম আরও নতুন কিছু তথ্য। হয়ত এর অনেক তথ্য আপনি জানেন, হয়ত অনেক তথ্য জানেন না। জানার শেষ নেই। চলুন জেনে নেই কিছু তথ্য।
►একজন মানুষ যদি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে হাঁটে তাহলে এক বছরে বছরে তার অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে ৪০,০০০ কিলোমিটার।
►একজন মানুষ তার স্বাভাবিক আয়ষ্কালে যে পরিমান হাঁটে তাতে সমগ্র পৃথিবীকে সাড়ে তিনবার ঘুরে আসা সম্ভব।
►বামহাতিরা হাঁটার ব্যাপারেও তাদের বামপাকেই আগে চালান।
►মানুষের শরীরের এক-চতুর্থাংশ অস্থি তার হাঁটার সময় ব্যবহৃত হয়ে থাকে
►আর ২০০ টি পেশীর চলনে সম্পন্ন হয় আপনার একেকটি হাঁটা।
►৭ থেকে ১২ বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশই তাদের জীবনে একবার না একবার ঘুমের মধ্যে হেঁটে থাকে।
►কানাডাতে পাবলিক প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার জন্যে 100কানাডিয়ান টাকা জরিমানা দিতে হয়।
►সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান রয়েছে।
►শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন।
►POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ।
►FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।
►আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh ।
►JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো "Gerenal Purpose Vehicle" -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
►আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।
►কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER ।
►তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে।
স্পেডসঃ কিং ডেভিড
ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট
হার্টসঃ চার্লস দি গ্রেট
ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার
►সকল মেরু ভাল্লুক বাম হাতি।
►কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরন করতে পারবেন না।
►একটা কম্পিউটারের অন্তত দশ লক্ষাধিক শক্তিশালী হ্ওয়া লাগবে মানব মস্তিস্কের সমান কাজ করতে হলে ।
►একটা নয়া মডেলের শক্তিশালী কম্পিউটার একটা .১ গ্রাম ওজনের গোল্ডফিসের মস্তিস্কের সমানও কাজ করতে সক্ষম নয় ।
►১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
►বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে। আর কুকুর পারে মাত্র ১০ রকম।
►মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০% ।
►রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য ।
►পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে ।
►পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।
►প্রাচীনকালে গ্রীক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করতো।
►চোখ খুলে হাঁচি দেখা সম্ভব নয়। আয়নায় চেষ্টা করে দেখতে পারেন!।
►মাথা কাটা পড়লেও তেলাপোকা বেঁচে থাকে কয়েক সপ্তাহ!
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৪)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৫ম ও আপাতত শেষ পর্ব)
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
দারুন হয়েছে বস চালিয়ে যান। ধন্যবাদ।