জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৬ষ্ঠ পর্ব)

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। ভেবেছিলাম একি বিষয় নিয়ে অনেক টিউন করা হল। তাই এই বিষয়টা আপাতত শেষ করি। কিন্তু আপনাদের জানার ব্যাপক আগ্রহ দেখে আবার ফিরে এলাম আপনাদের মাঝে। গত ৫ টি পর্বে আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আজ দিলাম এর  ৬ষ্ঠ পর্ব।   আজ দিলাম আরও নতুন কিছু তথ্য।  হয়ত এর অনেক তথ্য আপনি জানেন, হয়ত অনেক তথ্য জানেন না। জানার শেষ নেই। চলুন জেনে নেই কিছু তথ্য।

মানুষের হাঁটা নিয়ে মজার কিছু তথ্য

►একজন মানুষ যদি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে হাঁটে তাহলে এক বছরে বছরে তার অতিক্রান্ত দূরত্ব দাঁড়াবে ৪০,০০০ কিলোমিটার।

►একজন মানুষ তার স্বাভাবিক আয়ষ্কালে যে পরিমান হাঁটে তাতে সমগ্র পৃথিবীকে সাড়ে তিনবার ঘুরে আসা সম্ভব।

►বামহাতিরা হাঁটার ব্যাপারেও তাদের বামপাকেই আগে চালান।

►মানুষের শরীরের এক-চতুর্থাংশ অস্থি তার হাঁটার সময় ব্যবহৃত হয়ে থাকে

►আর ২০০ টি পেশীর চলনে সম্পন্ন হয় আপনার একেকটি হাঁটা।

►৭ থেকে ১২ বয়সীদের মধ্যে এক-চতুর্থাংশই তাদের জীবনে একবার না একবার ঘুমের মধ্যে হেঁটে থাকে।

1800সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড ।

বিবিধ তথ্যঃ

►কানাডাতে পাবলিক প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার জন্যে 100কানাডিয়ান টাকা জরিমানা দিতে হয়।

►সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান রয়েছে।

►শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন।

►POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ।

►FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।

►আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh ।

►JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো "Gerenal Purpose Vehicle" -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।

►আমাদের দেহের সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।

►কিবোর্ডের শুধু মাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER ।

►তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে।
স্পেডসঃ কিং ডেভিড
ক্লাবসঃ অ্যালেকজেন্ডার দি গ্রেট
হার্টসঃ চার্লস দি গ্রেট
ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার

►সকল মেরু ভাল্লুক বাম হাতি।

►কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরন করতে পারবেন না।

প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহন করে।

►একটা কম্পিউটারের অন্তত দশ লক্ষাধিক শক্তিশালী হ্‌ওয়া লাগবে মানব মস্তিস্কের সমান কাজ করতে হলে ।

►একটা নয়া মডেলের শক্তিশালী কম্পিউটার একটা .১ গ্রাম ওজনের গোল্ডফিসের মস্তিস্কের সমানও কাজ করতে সক্ষম নয় ।

►১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।

►বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে। আর কুকুর পারে মাত্র ১০ রকম।

►মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা অনেক । মোট শক্তির ২০% ।

►রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য ।

►পৃথিবী যদিও নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে, কিন্তু অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে চলে, ঘন্টায় প্রায় ৬৭০০০ মাইল বেগে ।

►পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছে পোকামাকড়।

►প্রাচীনকালে গ্রীক ও রোমানরা শুকনো তরমুজকে মাথার হেলমেট হিসেবে ব্যবহার করতো।

►চোখ খুলে হাঁচি দেখা সম্ভব নয়। আয়নায় চেষ্টা করে দেখতে পারেন!।

►মাথা কাটা পড়লেও তেলাপোকা বেঁচে থাকে কয়েক সপ্তাহ!

►বাচ্চা বিড়াল চোখ বন্ধ অবস্থায় জন্মায়। ৭ থেকে ১৪ দিন এভাবে চোখ বন্ধ অবস্থাতেই থাকে।

যারা পর্ব ১, ২, ৩, ৪ এবং ৫ দেখেননি তারা নিচের লিঙ্ক-এ ক্লিক করে দেখে নিতে পারেন।

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৪)

জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (৫ম ও আপাতত শেষ পর্ব)

তথ্য গুলো সংগ্রহ করা।

এই টিউনটির উদ্দেশ্য আপনাকে নতুন কিছু তথ্য জানানো। আপনি যদি এই টিউন টি পরে নতুন কিছু জানতে পারেন তাহলেই এই টিউনটির উদ্দেশ্য সফল হবে।

সবাই ভালো থাকবেন।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হয়েছে বস চালিয়ে যান। ধন্যবাদ।

    প্রথম মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আরিফ ভাই।

অসাধারণ টিউন হইসে দাদা

Level 0

অনেক ধন্যবাদ । ভালো হচ্ছে।

Level 2

tune gulo khub valo hoy ,,,, r o chai……….

🙂

জটিলস ।

    কি জটিলস জ্ঞান-অন্বেষী ভাই? আপনার কমেন্টস টাও জটিলস।

Avwg fvewQjvg Avcwb Avi ce© wjL‡eb bv| Avcbv‡K A‡bK ab¨ev` w`e hw` Avcwb Avi I ce© Pvwj‡q hvb|

    শহিদুল ভাই, কমেন্টস কিছুই বুঝি নাই। আমার এখানে চাইনিজ লেখা দেখাচ্ছে। হা হা হা…

Level 0

Chaliye jan…………………………….

    আপনাদের সবাইকে সাথে নিয়ে বেশ ভালই চালিয়ে জাচ্ছি। যতক্ষণ আপনারা পাশে থাকবেন চালিয়ে যাব। @ mana

ধন্যবাদ আপনাকে এধরনের টিউন পুনরায় চালু করার জন্য।আসলে মানুষের জানার শেষ নেই আর তাই একসঙ্গে যদি এত অজানা তথ্য পাওয়া যায় তাহলে ভালো না লেগে উপায় নেই।ভালো লাগলো,অনেক ভালো লাগলো।

    ধন্যবাদ প্রবাসী ভাই। আপনার মন্তব্য আমাকে সবার মতই অনেক বেশি অনুপ্রাণিত করে। @প্রবাসী ভাই।

ধন্যবাদ ভাই

চোখ খুলে হাঁচি দেয়ার চেষ্টা করলে চোখ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে | তাই এটা থেকে বিরত থাকুন |
টিউন খুব ভালো লেগেছে | অনেক মজা লাগছে পড়তে |

Level 0

দারুন হয়েছে বস চালিয়ে যান। ধন্যবাদ।

ভাইয়া অনেক ধন্যবাদ । আমিত ভেবেছিলাম আপনি আর টিউন করবেন না । কিন্তু আপনার টিউন দেখে আবার জানার আগ্রহটা জেগে উঠেছে । ভাইয়া আর কহন এই কথাটা বলবেন না যে শেষ । আসলে মানুষের জানার শেষ নেই আর তাই একসঙ্গে যদি এত অজানা তথ্য পাওয়া যায় তাহলে ভালো না লেগে উপায় নেই।ভালো লাগলো,অনেক ভালো লাগলো।

    আপনাকে ধন্যবাদ সাদ ভাই। আপনারা এভাবে পাশে থাকলে কি ছেরে যেতে পারি? আর ভাই, সাদ আমার খুব প্রিয় একটি নাম।

আপনাকে আবার অনেক ধন্যবাদ কষ্ট করে সঠিক তথ্য জানানোর জন্য। @ অনুপ ভাই।

যাক আপনার পছন্দের নামে আমার নাম হওয়ায় আমি ধন্য । আপনাকে ধন্যবাদ।

কি যে বলবো এক কথায় অসাধারন।

মজা পেলুম

Level 0

Good Job..Keep It up…We want more..And Thanks.