১. ৫০০ গ্রাম মধু তৈরী করতে মৌমাছির ২ মিলিয়ন ফুলের দরকার হয়!!
২. এই একই পরিমান মধু তৈরী করতে মৌমাছির ভ্রমন করতে হয় ৯০,০০০ কিলোমিটার!!
৩. মৌমাছি প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার উড়তে পারে!!
৪. শ্রমিক মৌমাছি গড়পরতায় তার সারা জীবনে অর্ধেক চা চামচ এর সমপরিমাণ মধু তৈরী করতে পারে!!
৫. পুরো পৃথিবী একবার ঘুরে আসতে মৌমাছির জন্য ২ চা চামচ মধুই জ্বালানি হিসেবে যথেষ্ট!!
৬. মধু সংগ্রহের পরিভ্রমনে যে কোনো একটি মৌমাছি ৫০ থেকে ১০০ ফুলে বসে!!
৭. মৌমাছিরা ১০ থেকে ২০ মিলিয়ন বছর আগে থেকেই মধু তৈরী করছে!!
৮. উত্তর আমেরিকায় কোনো মৌমাছির অস্তিত্ব ছিল না!! আদিবাসীরা মৌমাছি কে 'সাদা মানুষের মাছি' বলত কারণ colonists রা প্রথম মৌমাছি আমদানি করেছিলো!!
৯. মৌচাকে গড়ে প্রায় ৬০,০০০ মৌমাছি থাকে!!
১০. মৌমাছির চারটি পাখা কিন্তু মাছির দুইটি!!
১১. মানুষ খুব সহজেই মধু হজম করতে পারে, কারন মানুষ খাওয়ার আগেই মৌমাছিরা তা একবার খেয়ে পরিপাক করে রাখে!!
১২. পৃথিবীর একমাত্র খাবার যা পচে না তা হলো, মধু!!
বিশ্বের সবচেয়ে বড় ওজনদার আপেলটির ওজন রেকর্ড করা হয় ১.৮৪৯ কেজি বা ৪.১ পাউন্ড!! ২০০৫ সালের ২৪শে অক্টোবর এটি হিরোসাকি সিটি, জাপানে উৎপাদন করা হয়!! সেই আপেলটির ছবি...
আপনি কি পৃথিবীর সবথেকে বড় বিড়ালটি দেখেছেন? না দেখে থাকলে দেখে নিন। নিচের ছবিটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিরালের ছবি...
আপনি কি জানেন মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল !!
এখন আপনাদের একটি সাম্প্রতিক গবেষণার ফলাফল জানাবো!! যেটি কয়েকদিন আগে বিভিন্ন বিজ্ঞানী এবং গবেষকরা গবেষণা করে বের করেছেন!!
সমগ্র পৃথিবীটাকে যদি ১০০ জন মানুষের একটি গ্রাম হিসেবে কল্পনা করা হয়, তবে সেই গ্রামেঃ
১. ৫৭ জন এশিয়ান, ২১ জন ইউরোপিয়ান, ১৪ জন ওয়েস্টার্ন হেমিস্ফেয়ারের লোক, এবং ৮ জন আফ্রিকান থাকবে!!
২. নারী থাকবে ৫২ জন এবং পুরুষ থাকবে ৪৮ জন!!
৩. ৭০ জন মানুষ থাকবে বিভিন্ন রঙ্গের আর ৩০ জন থাকবে শ্বেতাঙ্গ!!
৪. ৭০ জন থাকবে বিভিন্ন ধর্মের অনুসারী আর ৩০ জন থাকবে খ্রিস্টান!!
৫. ৮৯ জন থাকবে স্বাভাবিক আর ১১ জন থাকবে সমকামী!!
৬. ৭০ জন পড়ালেখা করতে অক্ষম থাকবে!!
৭. ৫০ জন বিভিন্ন পুষ্টির অভাবে ভুগবে!!
৮. ১ জন প্রায় মৃত অবস্থায় থাকবে, আর একজন নতুন করে জন্ম নেয়ার জন্য অপেক্ষায় থাকবে!!
৯. শুধুমাত্র একজন মানুষের কলেজ/স্নাতক ডিগ্রি থাকবে!!
১০. ১০০ জনের মধ্যে শুধুমাত্র একজনের কম্পিউটার থাকবে!!
►আপনার দু চোখ প্রতিদিন যেই পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম যদি আপনি আপনার পা দুটোকে করাতে চান তাহলে আপনার প্রতিদিন কতটুকু হাঁটতে হবে জানেন?? মাত্র ৮০ কিলোমিটার!!
►সমুদ্রের তলদেশে যেই পরিমাণ স্বর্ণ রয়েছে তা যদি উত্তোলন করা সম্ভব হতো তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ২০ কেজি করে স্বর্ণ পেতেন!! মাথা ঘুরে গেলো তথ্যটা জানার পর!!
► শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান সম্প্রচার করা হয়ে থাকে!! (সুবহানাল্লাহ)
► নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয়!
►পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি!!
► তাইওয়ানের একটি কোম্পানি গমের তৈরি থালা(প্লেট) তৈরি করে থাকে!! খাওয়া শেষে আপনি খুব সহজেই সেই প্লেটটিও খেয়ে ফেলতে পারেন!!
► হাঙর হলো একমাত্র মাছ যা দুই চোখের পাতাই বন্ধ করতে সক্ষম!!
► আপনার হাঁচির গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল!!
► উটের দুধ দিয়ে দই হয় না!!
► পায়ের নখের চেয়ে হাটের নখ প্রায় ৪ গুন দ্রুত বড় হয়!!
► “I am.” হলো ইংরেজি ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম বাক্য!!
► আপনার নাক মোটমাট ৫০,০০০ রকমের ভিন্ন ভিন্ন গন্ধ অনুভব করতে সক্ষম!!
► আপনি নিজেকে নিজে একা একা কখনোই কুতুকুতু দিয়ে হাসাতে পারবেন না!! (আমি এই তথ্যটার ব্যাপারে নিশ্চিত নই!! আপনারা কেউ কি পারেন একা একা নিজেকে নিজে কুতুকুত দিয়ে হাসাতে??)
► আপনি যখন হাসেন তখন আপনার দেহে ক্লান্তি সৃষ্টিকারী হরমোনগুলো কাজ করতে পারে না!! এজন্য তখন আপনাকে আরো বেশি সজীব এবং সতেজ দেখায়!!
► একটা ৬ বছরের বাচ্চা দিনে গড়ে প্রায় ৩০০ বারের মতো হাসে!! আর একজন পরিপূর্ণ/প্রাপ্তবয়স্ক মানুষ দিনে হাসেন গড়ে ১৫-১০০ বার!!
► আপনি যেই মুহূর্তে এই লেখাটুকু (লাল কালির অংশ টুকু) পড়লেন তার ফাঁকে পৃথিবীর জনসংখ্যা আরো ৯৫ জন বেড়ে গেলো!! (যদি আপনি লেখাটি ৩-৪ সেকেন্ডের মধ্যে পড়ে থাকেন।। যদি আরো বেশি সময় লাগে তবে আরো বেশি বেড়েছে!!
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-২)
জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-৩)
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
Ei porber protita tune darun. Thanks a lot.