জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-2)

আস-সালামু-আলাইকুম।

আশা করি মহান আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের নতুন কিছু তথ্য জানাতে আসলাম। আজ দিলাম এর ২য় পর্ব। হয়ত এর অনেক তথ্য আপনি জানেন, হয়ত অনেক তথ্য জানেন না। জানার শেষ নেই। চলুন জেনে নেই নতুন আরও কিছু তথ্য।

অজগর সাপ সম্পর্কে কিছু তথ্য..

 ►► অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ প্রয়োগে মারে না!! বরং, সেই শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ দেয়!! এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে না পেরে মারা যায়!!

 ►► অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!!

 ►► শিকারের আকার যতো বড় হয়, অজগরের পেট সেই খাবার হজম করতে ততো বেশি টাইম নেয়!! মাঝে মাঝে এমনকি একটি শিকার হজম করতে অজগরের কয়েকমাস সময় লেগে যায়!!

 ►► গভীর বনে যেইসব অজগর পাওয়া যায় এরা মূলত বছরে মাত্র ৪-৫ টি শিকার ধরে থাকে!!

 ►► অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিম পাড়তে পারে!!

 ►► পৃথিবীর সবচেয়ে বড় অজগর সাপের সাইজ হলো ৩০ ফিট!! এরা রেটিকুলেটেড অজগর নামে পরিচিত!!

 ►► অজগর সাপ মানুষের জন্য তেমন বিপদজনক নয়!! আক্রমনের সম্মুখীন না হলে এরা মানুষকে আঘাত করে না।

                                       পিঁপড়া সম্পর্কে কিছু জানা-অজানা অদ্ভুত তথ্যঃ

►► পিঁপড়ে হচ্ছে সামাজিক পোকা। দলবল ছাড়া চলতে পারেনা। তাই সঙ্গী-সাথীদের নিয়ে লাইন ধরে চলে চলাচল করে।

 ►► রানী পিঁপড়ের পাখা থাকে। কর্মী পিঁপড়া সবসময় কাজ করে। ওদেরও পাখা গজায় তবে সেটা অনেক দেরিতে অর্থাৎ ওদের মৃত্যুর কিছুটা আগে।

 ►► পিঁপড়েদের মধ্যে কোনো রাজা নেই। তবে পিঁপড়ে কলোনিতে বেশ কিছু ছেলে পিঁপড়ে থাকে। ওদের দ্রণ বলে ডাকা হয়। সারা জীবনে খাওয়া ছাড়া ওরা আর কোনো কাজ করে না।

 ►► পিঁপড়েরা যেখানে বাস করে তাদের পিঁপড়ে কলোনি বলে। একটা কলোনিতে একজন রানী পিঁপড়ে, কয়েকজন ছেলে পিঁপড়ে আর অসংখ্য কর্মী পিঁপড়ে থাকে।

 ►► কর্মী পিঁপড়েরা রানী আর বাচ্চা পিঁপড়ের দেখাশোনা করে। মাঝ বয়সে ওরা বেরোয় খাবার খুঁজতে। আর শেষ বয়সে ওরা সৈনিকের দায়িত্ব পালন করে। তখন ওরা পিঁপড়ে কলোনির নিরাপত্তা বজায় রাখে।

 ►► এক কলোনির পিঁপড়েরা অনেক সময় অন্য কলোনি আক্রমণ করে বসে। আক্রমণ করে অন্যদের জমানো খাবার, আর বাচ্চাদের নিয়ে যায়।

 ►► পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ বেশি ওজন বহন করতে পারে

 ►► পিঁপড়ের শরীর থেকে ফেরোমোনেস (Pheromones) নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বের হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুকে শুকে কলোনিতে ফিরে আসে।

►► পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল হলো "এস্তেতিন"!! সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে!!

 ►► আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে!!

 ►► সোনা অনেক দুর্লভ!! দাম তো আকাশচুম্বী!! কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে যে পরিমান সোনা আছে(স্থলভাগ এবং জলভাগ মিলিয়ে) তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে(শুধু স্থলভাগ) হাঁটু পরিমান উচ্চতা হবে!!

 ►► ফেব্রুয়ারী ৫ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস!!

 ►► পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড!! এটা করা হয়েছিলো ২০১০ সালের ভ্যালেন্টাইনস ডে তে!! এই যুগলকে(ছেলে এবং মেয়ে উভয়কে) পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো!! :O
►► আপনি জানেন কি, বাচ্চারা অন্যান্য সময়ের চেয়ে বসন্তকালে দ্রুত বড় হয়??

 ►► হেঁটে হেঁটে সূর্যে যেতে চান?? ২০০০ বছর সময় লাগবে!! হাঁটতে হবে মিনিটে ৯০-১০০ কদম গতিতে!!

 ►► রাবার ব্যান্ড ফ্রিজে রেখে দিলে বেশিদিন টিকে!!

 ►► বিশ্বের বৃহত্তম চুল রপ্তানিকারক দেশ ভারত!!

 ►► সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি!!
 ►►বাংলাদেশ স্বাধীনতার পরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২/০১/১১ তারিখে।। যশোরে সেদিন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রী সেলসিয়াস!! 

 তবে, ১৯৬২ সালে দেশে ২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রেকর্ড রয়েছে!!

 ►►আর বাংলাদেশে সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০/০৪/১৯৭২ তারিখে।। রাজশাহীতে সেদিন তাপমাত্রা ছিলো ৪৫.১ ডিগ্রী সেলসিয়াস!!
 ►► টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে।। যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়।। অন্যটা পেটেই মারা যায়!!

 ►► একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন?? ১,২০০,০০০!!

 ►► ব্রাজিলে বর্তমানে ৪ মিলিয়নেরও বেশি গাড়ি "গেসোহল" নামক জ্বালানি দিয়ে চলছে।। এই "গেসোহল" নামক জ্বালানীটি তৈরি হয় আখ বা Sugarcane থেকে!!

 ►► মাধ্যাকর্ষণ শক্তির কারনে, চাঁদ যখন ঠিক মাথার উপরে থাকে তখন পৃথিবীতে উপস্থিত সকল বস্তুর ওজনই খানিকটা কমে যায়!! (খুবই সামান্য)

 ►► আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!

 ►► একজোড়া হাতির দাঁতের ওজন ৯ পাউন্ড পর্যন্ত হতে পারে!!


ঘুম এবং স্বপ্ন নিয়ে কিছু জানা-অজানা ব্যাপার

 ►► যারা স্বপ্ন মনে রাখতে পারেন না তাদের ধারণা তারা স্বপ্ন দেখে না। আসলে প্রত্যেকে স্বপ্ন দেখে।

 ►► ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।

 ►► কিছু লোক (প্রায় ১২ ভাগ) সাদা কালো স্বপ্ন দেখে যখন অন্যরা (বাকি ৮৮ ভাগ) রঙিন স্বপ্ন দেখে।

 ►► স্বপ্ন হচ্ছে দৃশ্যমান কোনো বস্তু অপেক্ষা বেশি কিছু এবং অন্ধ লোকও স্বপ্ন দেখে। অন্ধ লোকটি স্বপ্নে ছবি দেখতে পারে কি না তা নির্ভর করে তারা জন্মকালীন অন্ধ বা জন্মের পর দৃষ্টিশক্তি হারিয়েছে কি না তার ওপর।

 ►► স্বপ্ন চলতে থাকার সময় যদি আপনি জেগে যান তবে আপনি সারা রাত ঘুমালে স্বপ্ন যেটুকু মনে রাখতে পারতেন তা অপেক্ষা বেশি মনে রাখতে পারবেন।

 ►► জাপানের গবেষকরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা মনের চিন্তাভাবনার চিত্র দেখতে এমনকি স্বপ্নকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে সক্ষম।
 ►► কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!!
 ►► একজন নরমাল মানুষ এক বছরে ১৪৬০টিরও বেশি স্বপ্ন দেখেন!! (আমার তো একটাও মনে থাকে না!!)
 

►► ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!

 ►► সাপ যে সমস্ত প্রাণী মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে!! তবে প্রায় প্রতিটি মাংসাশী প্রাণীই কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে থাকে!! কিন্তু এই সাপ হচ্ছে সত্যিকারের মাংসাশী প্রাণী, এরা মাংস ছাড়া আর কোনো কিছুই খায় না!!

 ►► কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে!!

 ►► থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার খেলা!!

 ►► হাসার জন্য ব্রেন এর পাঁচটি অংশের কার্যক্রম এর প্রয়োজন হয়!! তাই হাসাটা এত সহজ নয়!!

 ►► একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষের পক্ষে তার নিজের কনুই চাটা একেবারেই অসম্ভব!!
►► ভেনেজুয়েলার "অ্যাঞ্জেল ফলস" হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত!! এর উচ্চতা ৩২১২ ফিট অর্থাৎ ৯৭৯ মিটার!!

 ►► প্রতি বছর ভ্যালেন্টাইন ডে তে সর্বমোট ১৮০ মিলিয়ন কার্ড আদান প্রদান হয়!! 

 ►► প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকেট বিক্রি হয়ে থাকে!!

 ►► একটি মানুষ একদিনে(২৪ ঘণ্টায়) প্রায় ৪৮৫০টি শব্দ উচ্চারণ করে থাকে!! (লক্ষ্য করুনঃ হিসেবটা গড় করে করা, তাই কম বেশি থাকাটাই স্বাভাবিক) 

 ►► দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে, ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের তৈরি ছিল!!

 ►► একটা আজব তথ্য দেই এখন, হিটলারের জন্মের পূর্বে উনার মা Abortion এর সিদ্ধান্ত নিয়েছিলেন!! কিন্তু, শারীরিক ত্রুটির কারনে ডাক্তাররা রাজি হন নি!!
►► একজন মানুষ কোনো খাবার না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!!

 ►► প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে!!

 ►► আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ!! এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন?? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা!!

 ►► নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়!!

 ►► একজন মানুষ এর পক্ষে কখনই চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!! (চেষ্টা করে দেখুন!!)

 ►► সবচেয়ে মজার তথ্যটি দিচ্ছি এখন, প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওই বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়!! পোশাকটার নাম স্কার্ট!!
►► বিমানের পেছনের অংশ বসার জন্য সবচেয়ে নিরাপদ স্থান!!

 ►► প্রতি বছর প্রায় ২০-২৫ লাখ ব্যাঙ মারা যায় জীববিজ্ঞান প্রাকটিক্যাল করার জন্য!!

 ►► শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন!! 

 ►► সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থাই অর্ধনমিত করা হয় না।। কারন, এতে পবিত্র কালেমা রয়েছে।।

 ►► "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি" গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!

 ►► একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়!


টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ১০টি দলীয় সংগ্রহ, দলের নাম, প্রতিপক্ষের নাম, এবং খেলার সাল!!

 ১. নিউজিল্যান্ডঃ ২৬/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ২৫ শে মার্চ ১৯৫৫!!

 ২. দক্ষিন আফ্রিকাঃ ৩০/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ১৩ই ফেব্রুয়ারি ১৮৯৬!!

 ৩. দক্ষিন আফ্রিকাঃ ৩০/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ১৪ই জুন ১৯২৪!!

 ৪. দক্ষিন আফ্রিকাঃ ৩৫/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ পহেলা এপ্রিল ১৮৯৯!!

 ৫. দক্ষিন আফ্রিকাঃ ৩৬/১০, প্রতিপক্ষঃ অস্ট্রেলিয়া, সালঃ ১২ই ফেব্রুয়ারি ১৯৩২!!

 ৬. অস্ট্রেলিয়াঃ ৩৬/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ২৯শে মার্চ ১৯০২!!

 ৭. নিউজিল্যান্ডঃ ৪২/১০, প্রতিপক্ষঃ অস্ট্রেলিয়া, সালঃ ১৯শে মার্চ ১৯৪৬!!

 ৮. অস্ট্রেলিয়াঃ ৪২/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ১০ই মার্চ ১৮৮৮!!

 ৯. ভারতঃ ৪২/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ২৯শে জুন ১৯৭৪!!

 ১০. দক্ষিন আফ্রিকাঃ ৪৩/১০, প্রতিপক্ষঃ ইংল্যান্ড, সালঃ ২৫শে মার্চ ১৮৮৯!!
 
১১। বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহঃ ৬২/১০, প্রতিপক্ষ ছিলো শ্রীলঙ্কা!! খেলাটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়, সালঃ ৩রা জুলাই, ২০০৭!!



►► বিশ্বে যে পরিমাণ অপরাধী ধরা পড়ে তার ৮০% ই হলো পুরুষ!! (মেয়েরা তাহলে চালাক অপরাধী!! হুমমমম!!)

 ►► চিতা হল স্থল-প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী!! এটা ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে!! আর মাত্র ৩ সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে যা প্রাণিজগতে অদ্বিতীয়!! (উসাইন বোল্ট!?) 

 ►► কিন্তু চিতারা এই দ্রুত গতিতে ২০ সেকেন্ডের বেশী দৌড়াতে পারে না কারণ এতে তারা হার্টফেল করে মারা যেতে পারে!! তবে তারা খুব দ্রুতগতিতে এই ২০ সেকেন্ডেই শিকার ধরে ফেলে!! (খাইছে!! ইনি পিছনে ছুটলে তো আয়ু মাত্র ২০ সেকেন্ড!!)

 ►► আপনি যদি ৬০ মাইল প্রতি ঘণ্টা বেগে একটানা ১৭৬ বছর গাড়ি চালান তাহলে আপনি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবেন!! (তেল খরচ দিবো কেডা?? ট্রাই মারতে পারতাম!!)
 ►► পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!! ( এই জন্যই তো সারাদিন কামড়ায়!!)

 ►► একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ ০.০০২৫ গ্রাম!! (এই জিনিস মাপছে কেমনে?? :O

 ►► একটি মশার উড়ার গতিবেগ হলো ঘণ্টায় ১ থেকে ১.৫ মাইল!! (এরচেয়ে তো মুরগী ভালো উড়তে পারে!!)

 ►► একটি মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ে!! এদের গুনগুন আওয়াজটা আসলে দ্রুতবেগে পাখা নাড়ার আওয়াজ!! (মশারা তাহলে পাখা দিয়ে গান গায়??)

 ►► মশার ৪৭ খানা দাঁত আছে!! (আর আমাদের মাত্র ৩২টা?? Not Fair!!)

 ►► মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না!! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে!! মশার আসল খাদ্য হলে গাছের রস!! 

 ►► মশার আয়ুকাল প্রজাতিবেধে ৫-৬ মাস পর্যন্ত হয়ে থাকে!! 

 ►► মশা একসাথে ১০০-৩০০ পর্যন্ত ডিম পারে!! জীবদশায় একটি স্ত্রী মশা ১০০০-৩০০০ ডিম দেয়!! (এই জন্যই তো বলি, ঘরে এতো মশা কেন!!)
 ►►একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়!!

**পেঙ্গুইন মাটি/বরফ থেকে ৬ ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে!!

 **বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!!

 **মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে!!

 **একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!

 **শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম না নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে!!
►► প্রতিদিন বিশ্বের প্রায় ৮২০০ মানুষ এইডসে (HIV ভাইরাস) আক্রান্ত হচ্ছে!!

 ►► বর্তমান বিশ্বে প্রায় ২ মিলিয়নেরও বেশি বাচ্চা HIV ভাইরাস নিয়ে বেঁচে আছে!!

 ►► গত বছরে এইডসে মৃত্যুর সংখ্যা ছিল ৩০ লক্ষেরও বেশি!!

 ►► এইডসে আক্রান্ত হবার পর মানুষ সাধারণত ১০ বছরের বেশি বাঁচে না!!

 ►► এইডসে আক্রান্ত ব্যাক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়!! ফলে, ছোট ছোট অনেক রোগ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে!!

 ►► একটা গুরুত্বপূর্ণ তথ্য, এইডসের কিন্তু কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয় নি!! তাই, এইডসে আক্রান্ত হওয়া মানে নিশ্চিত মৃত্যু!!
►► বলুন তো, পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে?? মরুর জাহাজ খ্যাত উট?? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর?? জানি অনেকেই ভুল করবেন।। কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!!

 ►► পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগই পানিতে বাস করে (সমুদ্রে)!!

 ►► কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!!

 ►► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

 ►► একটি তিমি মাছের হৃৎপিণ্ড মিনিটে ৯ বার কম্পিত হয় (ঠিক শব্দটা মনে পড়ছে না, হৃৎপিণ্ড কি হয়?? কম্পিত না স্পন্দিত??)!!

 ►► আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার অফার পান!!
 ►► আপনি যদি আপনার মাথা দেয়ালের সাথে একটানা বাড়ি দিতে থাকেন তাহলে ঘণ্টায় ১৫০ ক্যালোরি শক্তি এতে ব্যায় হবে!! :O

 ►► ডান হাতি মানুষ, বাম হাতি মানুষের চেয়ে গরে ৯ বছর বেশি বাঁচে!! (কে কে বাম হাতি আছেন??)

 ►► পৃথিবীতে বছরে এরোপ্লেন দুর্ঘটনায় যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় গাধার আক্রমনে!! :O

 ►► মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন!! (সিগারেট ছাড়ুন, সুস্থ থাকুন!!)

 ►► ভিনেগারে রাখলে মুক্তা খুব সহজেই গলে যায়!! :O

 ►► বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি, প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ ১১৬ বা তারচেয়ে বেশি বছর বেঁচে থাকে!!

 ►► আপনি কি জানেন, ম্যাচ আবিষ্কারের বহু পূর্বেই লাইটার আবিষ্কার হয়েছিলো??

 ►► অনেক বাচ্চার খেলার সাথী বারবি ডল (Barbie Doll) যদি একটি সত্যিকারের রমণী হতো তবে তার মেসারমেন্ট হতো 39-23-23, এবং তার উচ্চতা হতো ৭ ফুট ২ ইঞ্চি!!
 ►► একটা মাছি কোনো খাবার খাওয়ার পর তা একবার বমি করে(উগড়ে দেয়) তারপর আবার খায়!!

 ► কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!!

 ► সূর্য পৃথিবী থেকে ৩৩০৩৩০ গুন বড়!!

 ► সিংহের গর্জন প্রায় ৫ মাইল দূর থেকেও শোনা যায়!! (আর হাওলার মাঙ্কির চিৎকার প্রায় ১০ মাইল দূর থেকে!! কি বুঝলেন??)

 ► অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!!

 ► ৩০ বছরের পর থেকে মানুষের উচ্চতা আস্তে আস্তে কমতে থাকে!! তবে সেই প্রক্রিয়া খুবই ধীর গতির!!
 ► পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে!!

 ► বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে!!

 ► ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!!

 ► ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!! 

 ► ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!!

 ► আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ!!

তথ্য গুলো সংগ্রহ করা।

বিঃদ্রঃ এই টিউনটির উদ্দেশ্য আপনাকে নতুন কিছু তথ্য জানানো, আপনাকে  বাংলা বানান শেখানো নয়। তাই যদি কোন বানান ভুল হয়ে থাকে আশা করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারন কিছু কিছু অতি উৎসাহী লোক নতুন কিছু শিখে অনুপ্রাণিত করার চাইতে বানান ভুল নিয়েই বেশি কথা বলে। আপনি যদি এই টিউন টি পরে নতুন কিছু জানতে পারেন তাহলেই এই টিউনটির উদ্দেশ্য সফল হবে।

টিউন টি পরার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রথম পর্ব ভাল ছিল কিন্তু দ্বিতীয় পর্বে লেখাগুলেঅ উল্টাপাল্টা হয়ে গেছে । পড়া যাচ্ছে না ।

    @sumon70:
    সহমত

    সুমন ভাই, “দ্বিতীয় পর্বে লেখাগুলেঅ উল্টাপাল্টা হয়ে গেছে” বলতে কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝিনি।
    দয়া করে একটু বুঝিয়ে বললে আমি পরের টিউন এর ব্যাপারে একটু সতর্ক হয়ে একটু গুছিয়ে করতে পারব। আপনার মন্তব্বের অপেক্ষায় থাকলাম।
    ধন্যবাদ।

Level 2

khub sundor hoise….
arokom r o chai.

    @sakilsakib, অবশ্যই কয়েকটা পরবে আরও দেব ভাই। অপেক্ষা করুন।
    ধন্যবাদ।

ছোট টিউন করলে ভাল হয়। আত বড় পরতে পরতে ধুর্য থাকেনা।সময় থাকে না।

ভাল হয়েছে।

    @আলিফ, ধন্যবাদ আলিফ ভাই আপনার সুন্দর পরামর্শের জন্য। টিউন টি করার সময় আমিও Confisued ছিলাম যে বেশি বর হয়ে যাচ্ছে কিনা। পরের গুলু করার সময় মাথায় থাকবে।
    ধন্যবাদ।

ei doroner information collect kore amader kase share korar jönno donnobad.chalia jan.don’t stop.

    @jahidulislamsohag, ধন্যবাদ ভাই উৎসাহ দেবার জন্য। তথ্য যে পর্যন্ত আছে ততক্ষন পর্যন্ত “I Will never stop”.

Level 0

nice tune…thnx

বুঝতে পারতাসি সাধারন জ্ঞানের পরীক্ষায় এর কোনদিন ফেল করমু না।

@নিয়াজ মেহেদী খান, মজা পাইলাম ভাই। পাশ করার পর কিন্তু আমাদের সবাইকে মিস্টি খাওয়াতে হবে?

অনেক কিছু জানলাম, পিঁপড়ার কাহিনী অনেক ভাল লাগছে 🙂 অনেক অনেক ধন্যবাদ

    ধন্যবাদ অর্জন ভাই। আপনি নতুন একটি তথ্য জেনে থাকলেও এই টিউনটি সার্থক।

লেখা বুঝা যায় না

    আব্দুর রব ভাই, আপার পিসিতেতো লেখা ১০০% ঠিক আছে। সমস্যা টা বুঝতে পারছিনা। লেখা গুলু কেমন দেখাচ্ছে একটা উদাহরন দিয়ে মন্তব্য করলে ভালো হয়।
    ধন্যবাদ আপনাকে।

I added to my favorites. thank your for good information to us. none stop do that.

ধন্যবাদ মোঃ আল মামুন ভাই আপনাকে।