জানার শেষ নেই। তাই অজানা কিছু তথ্য আপনার জন্য। (পর্ব-১)

আস-সালামু-আলাইকুম।

আশা করি মহান আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের নতুন কিছু তথ্য জানাতে আসলাম। হয়ত এর অনেক তথ্য আপনি জানেন, হয়ত অনেক তথ্য জানেন না। জানার শেষ নেই। চলুন জেনে নেই কিছু তথ্য।

► পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০% ই চীন তৈরি করে থাকে!!

►► আপনি জানেন কি, ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে??

►► "level" শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!

►► একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে!!

►► আপনি জানেন কি, পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে থাকে??

►► জেনে অবাক হবেন, পাবলিক টয়লেট বা বাথরুম ব্যাবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% মহিলাই তাদের হাত পরিষ্কার করেন না!!

►► আপনি জানেন কি, সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়?? কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!!

►► অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই!!

►► প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!

►► আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!

►► আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে??

►► মজার তথ্যটি হলোঃ "কোথাও ভ্রমন করার সময় মানুষ কোন জিনিসটা নিতে সবচেয়ে বেশি ভুলে যায় জানেন?? টুথব্রাশ!!"

►► অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!

►► যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!

►► অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়??

►► পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়?? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!!

►► ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো "Q"??

►► মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়??

►► প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!

►► অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!

►► শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে এমনকি চোখের পাতাও দ্রুত ফেলে!! (প্রায় দিগুন দ্রুত)

গড়ে একজন স্বাভাবিক মানুষের দেহের ২৪ ঘন্টার কার্যক্র মনিম্নরূপঃ

►► হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত হয়!!

►► ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত করে!!

►► রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত হয়!!

►► নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!

►► চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!

►► ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!

►► ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!

►► শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট বাতাস গ্রহন করে!!

►► ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!

►► ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে!!

►► রক্ত তৈরি করা যায় না।। এরমানে, কারো যদি রক্ত লাগে তবে শুধুমাত্র একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেন ঐ মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।।
►► গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের মধ্যে ২৫% লোকের জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন হয়।।

►► আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ নিতে পারেন।।

►► এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০ মিনিট।।

►► রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।

►► সর্বনিম্ন প্রতি ৫৬ দিন পরপর একজন সুস্থ ব্যাক্তি রক্তদান করতে পারেন।।

►► পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ার আল জিজিয়া নামক স্থানে।। সেখানে তাপ মাত্র রেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইট অর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!!

►► চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত!!

►► ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!

►► যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণের ঘটনাটি বিশ্বাস করে না!!

►► অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!!

কিছু অদ্ভুত আইন !!

►► অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!!

►► ইংল্যান্ডে টেলিভিশন ব্যাবহার করার জন্য লাইসেন্স করতে হয়!! (একটু কনফিউশন আছে।। ইংল্যান্ডে যারা আছেন তারা কি বলতে পারবেন ঘটনা সত্য কিনা??)

►► থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ, আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!!

►► আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন, তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে!!

►► বিস্ময়কর একটা আইন জানাচ্ছি এইবার!! আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!! (অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায় তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার মেরে ফেলা হবে!!)

►► রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পর থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার কমে গেছে!!

►► আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেঁচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!!

►► DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!!

►► জাপানের মোট স্থলভাগের ৭০% এর বেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে ২০০ এর বেশি আগ্নেয়গিরি!!

►► আশ্চর্যজনক একটা তথ্য দেই, আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক অন্য মানুষের কামড়ে আহত হয়!!

তথ্য গুলো সংগ্রহ করা।

বিঃদ্রঃ এই টিউনটির উদ্দেশ্য আপনাকে নতুন কিছু তথ্য জানানো, আপনাকে  বাংলা বানান শেখানো নয়। তাই যদি কোন বানান ভুল হয়ে থাকে আশা করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি যদি এই টিউন টি পরে নতুন কিছু জানতে পারেন তাহলেই এই টিউনটির উদ্দেশ্য সফল হবে।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks boss, onnek kisu sikte parlam.

Level 0

Thanks boss, onnek notun notun jinis janlam.

ভালো লাগলো, অনেক কিছু জানা হলো।

Awesome Tune.Onek kichu shikhte parlam, Thanks………….

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাই আর কিছু এই রকম পোস্ট করার জন্য

ভাল লাগলো , চালিয়ে জান ভাই ।

@ AArif, শামীম রাহমান, redowan2012, Ochena Balok, নয়ন, Balaram Debnath ভাই সবাইকে ধন্যবাদ উৎসাহ মুলক মন্তব্য করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ।

অনেক ভাল লাগলো , আরও জানতে চাই ।

ধন্যবাদ রানা ভাই আপনাকেউ।

ধন্যবাদ রানা ভাই আপনাকেউ। ভালো থাকবেন।

অনেক সুন্দর টিউন।অনেক কিছু জানলাম।আসলে যত জানি ততই জানতে ইচ্ছে করে।

    ধন্যবাদ প্রবাসী ভাই। আমার এই টিউন এ আপনার মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে।
    ভালো থাকবেন।

Awesome Post 😀
I really did learn something useful
thanks

Moyan Hossain ভাই আপনাকেউ ধন্যবাদ।

জানলাম তো 🙂 কিন্তু মনে রাখতে পারবো যে কয় দিন তা জানিনা 😡

অনেক কিছু জানলাম

অসাধারন পোস্ট, ভালো লাগলো… 🙂