জেনে নিন প্রাণি জগত এর কিছু তথ্য

আস-সালামু-আলাইকুম।

সবাই কেমন আছেন?

জেনে নিন রহস্যময় প্রাণি জগত এর কিছু তথ্য।আর আল্লাহ্‌ তায়ালার শুকরিয়া আদায় করুন।

ছবি আপলোড এ ঝামেলা  থাকায় সব ছবি দিতে পারলাম না বলে দুঃখিত।ছবি আপলোড দিতে গেলেই ছবি না এসে ছবি দেয়ার জায়গায় পুরো টেক্টিউন্স এর সাইট চলে আসে।আগে এরকম হওয়ায় অনেক দিন টিউন করিনি।আজ ও একি সমস্যায় পরতে হলো।

প্রাণি জগত

  • অক্তোপাসের চোখের মণি আয়তাকার আর পেঙ্গুইনের চোখের কর্ণিয়া সমতল।সমতল কর্ণিয়ার কারনে পেঙ্গুইন পানির নিচে পরিষ্কার দেখতে পায়।

  • কবুতরের দৃষ্টিসীমার পরিধি প্রায় ৩৪০ ডিগ্রী ।শুধু মাথার পেছনের দিকটা বাদে আর বাকি সব দিকেই কবুতরের দৃষ্টিসীমার অন্তর্গত ।

  • গড়পড়তা একেক্টি তিমির ওজন প্রায় ১৬০ টন , যা প্রায় ৩০ টা হাতির ওজনের সমান।একটি বাচ্চা তিমি ঘন্টায় প্রায় ২২ কিঃমিঃ গতিতে সাঁতার কাতটে পারে।

 

  • তেলাপোকার হৃদপিন্ডে প্রকোষ্টের সংখ্যা ১৩ টি ও  এর রক্তের রঙ সাদা।কারন এর রক্তে কোনো হিমোগ্লোবিন নেই।

 

  • আকারে ছোট হলেও মাত্র এক  রাতে একটি ইঁদুর প্রায় ২৮০ ফুট  লম্বা গর্ত তৈরি করতে পারে।

 

  • শামুক একনাগাড়ে প্রায় এক হাজার একশ দিন না ঘুমিয়ে থাকতে পারে।

 

  • গরুর দুধের রঙ একদম সাদা নয়,বরং কিছুটা হলুদাভ।এর কারন এতে  অনান্য দুধের তুলনায় অধিক পরিমানে রিবোফ্লাবিন বা ভিটামিন বি২ থাকে।

 

  • অক্টোপাসের হৃদপিন্ডের সংখ্যা তিনটি

 

  •  স্টারফিশ বা তারামাছের কোনো মস্তিক নেই।

 

  • আইসল্যান্ডের সরকারি আইন অনুয়ায়ি কোনো ব্যক্তি কুকুর পুষতে পারেনা।

 

সবাইকে ধন্যবাদ।

তথ্য গুলো সংগৃহিত।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Wow….How nice !!!

প্রথম আলো পত্রিকার ; ছুটির দিনে Magazine এ ১৯ may এর সংখ্যা এ এগুলো ছাপা হয়েছিল। :mrgreen:

মজার কিছু তথ্য জানলাম।শামুকের মত না ঘুমিয়ে কাটাতে পারলে ভাল হত,কত কি করার আছে কিন্তু সময় নেই।টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ

    @Ochena Balok: যারা ঘুমাতে পারেনা তাদের জিজ্ঞেস করে দেখুন ঘুম না আসলে কেমন লাগে।

      @মুকুট: ঘুম না আসলে তবুও ঘুম আসে…।।।

      @মুকুট: না না না আমি বুঝি ঘুমাতে না পারাটা একটা সমস্যা আর আমার হল না ঘুমানটা ইচ্ছা।ইনসমনিয়ার কারনে না ঘুমিয়ে তারা থাক্লেও নিশ্চয়ই সেটার একটা ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে,আমি চাই এমন প্রভাব ছাড়া না ঘুমিয়ে থাকতে।

        @Ochena Balok: হেহেহে।মজা পেলাম।এই রকম ইচ্ছা আমারো হয় তখনি হয় যখন রাতের বেলা রাস্তায় ঘুরতে ইচ্ছে হয়।

          @মুকুট: আমি এমনটা করি শুক্র,শনিবার রাতে।তখন রাত ৩ টা বা ৪ টায় রাস্তায় ঘুরাঘুরি করে ম্যাকডোনাল্ডস এ ঢু মারি

তথ্য গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ মুকুট ভাই

ধন্যবাদ

ইমেজ আপলোডের জন্য নিচে দেয়া এই টিউন পড়ে দেখতে পারেন। আমি এটা ব্যবহার করি 🙂
https://www.techtunes.io/webware/tune-id/15260/

সুন্দর !

জেনে রাখলাম…।ধন্যবাদ

জানলাম তথ্যগুলো। আলহামদুলিল্লাহ!

খুব সুন্দর !

অনেক তথ্য জানালেন । ধন্যবাদ ।

ধন্যবাদ মুকুট ভাই। সুন্দর কিছু তথ্য জানলাম। মুকুট ভাই একটা কথা, আপনার প্রায় টিউন- এ আমি দেখি আপনি টেকটিউনস বানান টি লিখেন টেক্টিউন্স। একটু খেয়াল রাখবেন। আর “অক্তোপাসের চোখের মণি আয়তাকার” । অক্তোপাস নয়। শব্দটি হবে অক্টোপাস।

ভালো থাকবেন। ধন্যবাদ।

    @জাহিদ হাসান: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
    অভ্র দিয়ে লিখি তো।তাই মাঝে মাঝে যুক্ত অক্ষর এ ঝামেলা হয়ে যায়।তাছারা আমার কী-বোর্ড অনেক পুরানো।