আসসালামুয়ালাইকুম।আজ আমি আপনাদেরকে ইসলাম নিয়ে কিছু কথা বলব।
আসলে আমরা এখন আমাদের অনেক রকম কাজে ব্যাস্ত।আমরা এতই ব্যাস্ত যে আমরা আল্লহার কথা ভুলে গিয়েছি।কি হবে আমাদের যদি আমরা এখনি মারা যাই।কি হবে আমাদের আখিরাত জান্নাত নাকি জাহান্নাম।ঠিকই ধরেছেন–জাহান্নাম।যেখানে আমাদের থাকতে হবে আনন্তকাল।আমরা অনেকেয় আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি।কিন্তু আসলেয়কি আমরা মুসলমান।
নিচে এই ছবিটির দিকে দেখুন।কি কিছু বুজতে পারলেন।
তাহলে বন্ধুরা আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করি।
নামাজ আপনার ইহকাল ও পরকালে শান্তি দিবে।আসুন আমরা অন্যজনকে ঠকানো বন্ধ করি।
আমরা হইত অতিতে অনেক গুনাহ করেছি।তার জন্য আমাদের আল্লাহর কাছে তওবা করা উচিত আল্লাহ নিছচই ক্ষমা করে দিবেন।কারন আল্লাহ অসীম দয়ালু ও পরম করুণাময়ী।আর যারা ৫ ওয়াক্ত নামাজ আদাই করেন তাদের কে আমার কাছ থেকে জানাচ্ছি আন্তরিক মুবারাকবাদ।ও যারা নামাজ আদায় করেননা তাদেরকে আমার কাছ থেকে অনুরোদ করছি আজ থেকে আপনারা নামাজ আদাই করুন।
আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
আরও বিস্তারিত জানতে লাইক করুন
আমার ফেসবুক ফেনপেজ
আসসালামুয়ালাইকুম।
আমি rashedctg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai valo hoyese.allah aro islamik tune korbar toufik dan koruk.