পিসিতে ডকুমেন্টগুলো দেখতে দেখতে এটা ওপেন হলো। তাই শেয়ার না করে পারলাম না।অনেকে আছে যারা গণিতে নাম শুনলে যেমন ভয় পায়।তেমনি বিরক্তও হয়। কিন্তু জীবনে চলার পথে গণিতের প্রয়োজনীয়তা অপরিসীম।গণিত শিখতে হলে বই পড়তে হবে সাথে চর্চাও করতে হবে। গণিতের উপর দেশি-বিদেশী অনেক বই আছ
এরকম কিছু ইংরেজী বই:
আমি আরো কিছু বিদেশী বই দেখেছিলাম যেগুলোর নাম এখন মনে নেই। পরে সময় করে পোস্ট করে দিব।
এছাড়া বাংলা বই রয়েছে:
বইয়ের নাম লেখক
নিউরনে অনুরণন | মুহাম্মদ জাফর ইকবাল ও মোহাম্মদ কায়কোবাদ |
জ্যামিতির দ্বিতীয় পাঠ | সম্পাদক সুব্রত দেবনাথ |
গণিত উসবের প্রশ্নোত্তর | ইলিয়াস উদ্দীন বিশ্বাস |
অংকের ধাধা ধাধায় অংক | মুনির হাসান |
একটুখানি গণিত | গৌরাঙ্গ দেব রায় |
যারা গণিত অলিম্পিয়াডে যাবে | মোহাম্মদ কায়কোবাদ |
গণিতের শত প্রশ্ন | ড. মো. রাশেদ তালুকদার |
গণিত এবং আরো গণিত | মুহাম্মদ জাফর ইকবাল ও জাকারিয়া স্বপন |
প্রাণের মাঝে গণিত বাজে | সৌমিত্র চক্রবর্তী |
ম্যাথোস্কাপ | অভীক রায় |
মজার গণিত ও গণিত অলিম্পিয়াড(১-৭ সিরিজ) |
আপনি বাজারে খোঁজ নিলে আরো অনেক বই পাবেন। পারলে গণিত অলিম্পিয়াডগুলোতে যেতে পারেন।
আমি ফারহানুল হাসান পাপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছাত্র শ্রেণী: দ্বাদশ (বিঞ্জান) পুলিশ লাইন্স হাই স্কুল আ্যান্ড কলেজ, বগুড়া।
apniki kono vabe BdMO er sathe jorito?