আসসালামু ওয়ালাইকুম। প্রিয় ভাই ও বোনের সবাই কে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি নন টেকি টিউন নিয়ে। টেকনোলজী ভিত্তিক টিউন তো সব সময় হয়। তাই মাঝে মাঝে নন টেকি টিউন হলে ভালই লাগে।
আপনারা অনেকে হয়ত মিরাক্কেলের নাম শুনেছেন কেউবা মিরাক্কেল নিয়মিত দেখেন। বর্তমানে মিরাক্কেলের সেরা দুই পারফর্মার আছেন। বাংলাদেশের নাটোর জেলার আবু হেনা রনি বর্তমানে সেরাদের তালিকায় আছে। তারই সেরা পাঁচটি পারফর্মেন্স আপনাদের সাথে শেয়ার করছি। হাসতে হাসতে আপনাদের দম বন্ধ হয়ে যেতে পারে। ভাল লাগবেই। মন খারাপ, একবার শুনেই দেখুন। মন ভাল না হলে আমাকে জরিমানা কইরেন।
১. http://www.youtube.com/watch?v=crHgiZFSwgk
২. http://www.youtube.com/watch?v=Si08GVZ-2Gg
৩. http://www.youtube.com/watch?v=W7QhfzXEAvc
৪. http://www.youtube.com/watch?v=c-7mNBIot3k
৫. http://www.youtube.com/watch?v=S9mlS_TGGKQ
আপনাদের জন্য আজ কয়েকটি ভিডিও লিঙ্ক শেয়ার করলাম। এখানে মোট ৫টি ভিডিও আছে। একটা শুনলে সব গুলো শুনতে ইচ্ছে করবে।
ক্যামন লাগলো মন্তব্য করে জানতে ভুলবেন না । আপনাদের কাছে এতটুকুই প্রত্যাশা। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার ব্লগে প্রকাশিত
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
dwnlding……. 😉 😛