বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুআলাইকুম,সবাই ভালো আছেন তো । সবাইকে নববর্ষের শুভে্চছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন । এই টিউনটা আমি নবর্ষের দিন করব বলে ঠিক করেছিলাম । আল্লাহ তা'য়ালা আমার মণের আশা পুরন করালেন । আজ আপনাদের ভাইস সিটি গেম এডিটিং করার সফটওয়ার দেওয়ার পাশাপাশি মনের ভেতর লুকিয়ে থাকা কিছু কথা শেয়ার করছি ।
গেম খেলা কারও নেশা আবার কারও পেশা । কেউবা গেম খেলে গড়ে নেয় তার ক্যারিয়ার আর কেউ গেম এডিটিং করে তার সপ্নপূরণে আরও একধাপ এগিয়ে যায় । কিন্তু জীবনতো এতো সহজ নয় যে আপনি গেম খেললেন বা এডিট করলেন আর এক মুহূর্তে একজন প্রফেশনাল গেমারূ হয়ে গেলেন । বাংলাদেশেও এ ধরণের লাখ লাখ গেমারু পড়ে আছে যারা শুধুমাত্র গেম খেলে সময় কাটিয়ে দেয় কিন্তু ভাবেনা সেও ই্চছা করলে গেমের মাধ্যমে তার ক্যারিয়ার গড়ে তুলতে পারে । কিন্তু আপনি মণ থেকে চিন্তা করে দেখেন তো তাদের কি ভাবার সুযোগ আজও আছে ? নেই তাদের গেম নিয়ে ভাববার কোন সুযোগ নেই,কেননা এসুযোগ তাদের দেওয়া হয় না । আমি দিনাজপুরে বাস করি আমি আদোও শুনি নাই যে,আমার এলাকায় কোন সাইবার গেম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে এরকম সাইবার গেম চ্যাম্পিওনশিপের আয়োজন করতে হবে । কিন্তু হায় একাজের জন্য সেচচছাসেবক দল কই ? আর আমি যে এখানে এই কথাগুলো লেখলাম তা কতজন পড়বে ?
যাহোক আমাদের নিজেদেরই এই দায়িত্ব্য নিতে হবে । আর এ কাজের জন্য দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে । উহাহরনসরুপ,গ্রামীন ফোন এবং প্রথম আলো আয়োজন করেছে "গ্রামীণফোন প্রথমআলো ইন্টারনেট উতসব " এরপর আমার বসবাসরত এলাকায় ইন্টারনেট ব্যাবহারকারী এত বেড়ে গেছে আপনি ভাবতে পারবেন না । আমার যে বন্ধুগুলো ইন্টারনেটকে নেহাত টাকা নষ্ট বলে মণে করত তারা আজ ইন্টারনেটের পোকা । অনেক গুরুজন বলে,"ইন্টারনেট চালালে ছেলেমেয়ে নষ্ট হয় । পড়াশুনার ক্ষতি হয় । " তাদের প্রশ্নের উত্তর আমরা এখনও দিতে সক্ষম নই । কেনোনা আমরাই ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার করছি । তাই ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য আমার পরামর্শ ইন্টারনেটকে সৃজুনশীল কাজে ব্যাবহার করা ।
গেমারুদের জন্য দুটি কথাঃ
যদি গেম খেলে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনার লক্ষ্য স্থির করে নিন । গেমিং আর নয় গেম এডিটিং । আর যারা গেম এডিটিং করতে চান তাদের জন্যই আমার এই ধারাবাহিক প্রজেক্ট সহজেই এডিট করুন ভাইস সিটি গেম । আজ তার দ্বিতীয় পর্ব । প্রথম পর্বে আমি কিছু ছোটখাটো সফটওয়ার শেয়ার করেছিলাম । কিন্তু অনেকই 4Shared লিঙ্ক দেওয়ার কারণে সেগুলো ডাউনলোড করতে পারেন নি । যাহোক আজ নিচের সফটওয়ারগুলো ডাউনলোড করে নিয়ে সেই দুঃখ ভুলে যান । ফাইলগুলো ডাউনলোড করতে ফাইলগুলোর নামের ওপরে ক্লিক করুন ।
# জিটিএ ভাইস সিটি মড ম্যানেজার ২.৩
# ইমেজ টুল
কিছু কথাঃ
অস্ত্রগুলো আপনাদের হাতে তুলে দিলাম । তা ব্যাবহার করা আপনাদের কাজ । যে যত ভালো ব্যবহার করবেন তার মড তত ভালো হবে। আগামী টিউনে বিস্তারিত আলোচনা সহ গাড়ী এডিট,জামা এডিট,অস্ত্র এডিট এই তিনটি জিনিসের ওপর টিউটোরিয়াল লিখব । আরেকটা কথা কমেন্ট করার সময় দয়া করে অন্যগেমের গুনাগুন গাইবেন না । ভাইস সিটি পুরানা হোক আর নতুন হোক ।
যেকোন সমস্যায় আমাকে পাবেনঃ
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
gari edit r weapon edit er tutorial ta ami likhbo? 🙂
thak apnii likhun 😉