বর্তমান সময় আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ যন্ত্র পাওয়া যায়। তবে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী হিসেবে নিজেই DHT11 Sensor এর মাধ্যমে Temperature Monitoring System তৈরি করে স্কিল ডেভেলপমেন্টে নিজেকে এগিয়ে রাখতে পারেন। এজন্য টেকশপবিডি.কম এর নিয়মিত টিউটোরিয়ালে আজ থাকছে- আরডুইনো দিয়ে আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ করার সহজ পদ্ধতি। প্রোজেক্টে মাইক্রোকন্ট্রোলার হিসেবে রয়েছে Arduino Uno, DHT11 Temperature and Humidity Sensor, এবং আউটপুট হিসেবে থাকছে LCD Display (16x2)
সাথে আরও থাকবে সার্কিট ডায়াগ্রাম, কম্পোনেন্ট অ্যাসেম্বেল, প্রোগ্রামের বিশ্লেষণ, ডিসপ্লের পিনের সঠিক ব্যবহার আর সবশেষে প্রোজেক্টের আউটপুট তো আছেই। তো চলুন জেনে আসি কিভাবে আরডুইনো দিয়ে আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ করা যায় তা সম্পর্কে!
আমি টেকশপবিডি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইলেকট্রনিক্সে আগ্রহী ? বিভিন্ন কম্পোনেন্ট ব্যাবহার করে রোবটিক্স, আই.ও.টি, অটোমেশন বা মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ডি.আই.ওয়াই প্রোজেক্ট তৈরি করে চাও? যুক্ত হও টেকশপবিডি'র সাথে, এখানে ইলেকট্রনিক্স টিউটোরিয়াল পোস্ট করা হয় নিয়মিত। আমরা বিশ্বাস করি “সফল ভাবে কোন কিছু শেষ করতে চাইলে, তা শুরু করা প্রয়োজন” তাই শুরু করো টেকশপবিডি'র সাথে।