কেরানীগঞ্জের প্রথম মাইক্রোকন্ট্রলার ও আরডিনো ইউএনও কম্বাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্বলিত রোবটিক কার তৈরি করলো কেরানিগঞ্জ রোবটিক্স ক্লাব এর সদস্য বৃন্দ। প্রকল্পের ত্তাবধায়নে ছিলেন ইঞ্জিঃ মোঃ মামুনুর রশীদ স্বাধীন (পরিচালক, ICA Technology Training Center, IoT, ICT, Big Data Specialist)।
উক্ত রোবটিক্স প্রজেক্ট টি হচ্ছে একটি হুইলার ডিভাইস, যার সামনে লাইন ফ্লয়িং সেন্সর আছে, সে নিজেই মাইক্রকন্ট্রলারে প্রগ্রামিং ব্যবহার করে নির্দিষ্ট রং এর নির্দেশনা দেয়া লাইন অনুসরন করে চলতে পারবে। রয়েছে সেনার সেন্সর (অবস্ট্রাকল সেন্সর), যা সামনে প্রাপ্ত বাধা অনুসরন করে নিজের মটোর কে থামিয়ে দিবে, একই সাথে বাধা দূর হয়ে গেলে আবার চলতে শুরু করবে। উক্ত ডিভাইসে রয়েছে ব্লুটুথ রিসিভার, যার সাথে অ্যানরয়েড মোবাইলের সাথে সংযোগ করা আছে, চাইলে মোবাইল কমান্ডের মাধ্যমে ও উক্ত ডিভাইস টি সচল বা বন্ধ করা যায়। আমারেদর পরিকল্পনা আছে এর সাথে ওয়াই ফাই রিসিভার সংযুক্ত করা এবং একটি আই পি ক্যামেরা উক্ত ডিভাইসে সেটাপ করা, যাতে ডিভাইস যেদিকে যাবে তার চারপাশ আমরা মোবাইলে ই দেখতে পারি।
রোবটিক্স প্রজেক্ট টি যেযে কাজে ব্যবহার করা যায়ঃ আমরা মূলতো মেট্ররেল প্রকল্প কে মাথায় রেখে এটি তৈরি করেছি, যেখানে কোন চালক ছাড়া সেন্সর ও প্রগ্রামিং সম্বলিত একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি ডিভাইস একটি মেট্ররেল পরিচালনা করতে পারবে। ডিভাইস টি উক্ত রেল টি কে একটি নির্দিষ্ট লাইন দিয়ে নিয়ে যাবে, নির্দিষ্ট স্ট্রেশনে দেখানো অবস্ট্রাকল (বাধা) অনুসরন করে থামবে, আবার বিপধে পরে কেউ যদি মেট্ররেলের সামনে চলে আসে তবে মেট্ররেল টি নিজেই থেমে যাবে (ব্রেক হবে)। আই.পি ক্যমেরাতে স্টেশন মাস্টার স্টেশনে বসেই সব দেখতে পরবে।
এছারা ও এটি আরও মাল্টিপুল কাজে ব্যবহার করা যায়, যেমন, দেশের বর্ডারে বিজিবি সিমানা পাহারা দিতে, ফ্যাক্টরির কাজ দেখভাল করার জন্য ও ব্যবহার করা যাবে এই মাইক্রোকন্ট্রলার ও আরডিনো ইউএনও কম্বাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্বলিত রোবটিক কার।
আমরা কেরানীগঞ্জে এই প্রথম একটি পূর্নাঙ্গ রোবটিক্স ক্লাব চালু করেছি, আমরা একসাথে রোবট বানানো শিখবো, জানবো, কাজ করবো। আপনি ও সদস্য হতে পারেন কেরানিগঞ্জ রোবটিক্স ক্লাবের, আপনার সন্তানকে ও সদস্য করতে পারেন আমাদের রোবটিক্স ক্লাবের, আগামী প্রজন্ম খেলতে খেলতে শিখুক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি ও রোবটিক্স।
বিস্তারিতি জানতে যোগাযোগ করুনঃ ইঞ্জিঃ মোঃ মামুনুর রশীদ স্বাধীন, পরিচালক, কেরানীগঞ্জ রোবটিক্স ক্লাব, ০১৭৪২৩৬৪৮৯৯
আমাদের ঠিকানাঃ
আমাদের ঠিকানাঃ
ক্যাম্পাস ১ (কালিগঞ্জ, কেরানীগঞ্জ): আই.সি.এ ভবন, সাবেক বাঁধন কমিউনিটি সেন্টার, কালিগঞ্জ বড় মসজিদের বিপরীতে, কেরানীগঞ্জ, ঢাকা।
ক্যাম্পাস ২: (জিনজিরা কেরানীগঞ্জ):
সুলতানা প্লাজা (২য় তলা), জিনজিরা পি এম পাইলট বয়েজ স্কুল ও কলেজের বিপরীতে, জিনজিরা ঈদ গাঁ সংলগ্ন, কেরানীগঞ্জ, ঢাকা।
ঢাকা ক্যাম্পাস: (ফরিদাবাদ):
আই.সি.এ আরবান ট্রেনিং ও রিসার্স সেন্টার, ৬ হরিচরন রায় রোড, গেন্ডারিয়া থানার মোড়, ফরিদাবাদ, ঢাকা 1204।
#কেরানীগঞ্জের_প্রথম_রোবট
#কেরানীগঞ্জের_প্রথম_রোবট_ক্লাব
#কেরানীগঞ্জের_প্রথম_রোবটিক্স_ক্লাব
#ICA_প্রথম_রোবটিক্স_ক্লাব
#প্রযুক্তি_শিক্ষা_নিনি_ICA_থেকে
আমি মামুনুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।