পড়াশোনা, ব্যবসায়িক উদ্যেশ্য কিংবা জীবীকার খোঁজে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। হয়তো আপনিও এই রকম কোনো পরিকল্পনা নিয়েই আজকের টিউনটি পড়া শুরু করেছেন৷ কোনো দেশে গিয়ে ঐ দেশের ভাষা সম্পর্কে মোটেও ধারণা না থাকলে বিপদের শেষ নেই। একদম নেটিজেন দের মতো না হলেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো ভাষা আয়ত্তে থাকা চাই। আর ভাষাগত দক্ষতা যতো উন্নত হবে আপনি ততোই বিদেশের মাটিতে বেশি সুযোগ সুবিধা পাবেন।
তাইতো বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট বা কর্মজীবী মানুষ বিদেশে যাওয়ার আগেই সেই দেশের ভাষা আয়ত্ত করতে চায়। এখন আপনি ঘরে বসেই অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রাকটিস করে ও কোর্স করে বিদেশী ভাষা শিখতে পারবেন। কোনো কোনো প্লাটফর্ম একদম ফ্রি তে ভাষা শিক্ষা কোর্স সাজিয়ে রেখেছে। তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি প্লাটফর্মে নিয়মিত প্রাকটিস করে শিখতে পারেন আপনার পছন্দের ভাষাটি৷ এখানে ৬ টি জনপ্রিয় ওয়েবসাইট এর তালিকা দেয়া হলো যেখান থেকে আপনি বিদেশী ভাষা শিখতে ও প্রাকটিস করতে পারবেন।
অনেকেই ভেবে বসে আছেন বিদেশী ভাষা শেখা হয়তো খুব কঠিন একটি কাজ। মোটা মোটা বই পড়তে হবে, সারাদিন ভোকাবুলারি মুখস্থ করতে হবে, গ্রামার শিখতে হবে। একদমই বোরিং একটা বিষয়। কিন্তু এই ধারণা পাল্টে দিয়েছে Duolingo। কেননা Duolingo তে ভাষা শিখতে পারবেন খেলতে খেলতে। ঠিক যেমন মোবাইল কিংবা কম্পিউটারে আমার বিভিন্ন গেইম খেলি ঠিক তেমন।
প্রতিটি ভাষা শেখার জন্য রয়েছে আলাদা আলাদা কোর্স। চিন্তার কোনো কারণ নেই, আপনাকে টাকা দিয়ে কোর্স কিনতে হবে না। Duolingo তে সবগুলো কোর্স পাবেন একদম বিনামূল্যে। ছবি, শব্দ ও নানান একটিভিটিস এর মাধ্যমে একদম সহজ উপায়ে কোর্সগুলো সাজানো হয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট করে প্রাকটিস করলেই আপনি ধীরে ধীরে একটি বিদেশী ভাষা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন।
Duolingo তে আপনি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানিজ, কোরিয়ান, জার্মান, ইতালিয়ান, হিন্দি, চাইনিজ, রাশিয়ান, আরব, পর্তুগিজ, টার্কিশ, ডাচ, ভিয়েতনামিজ, গ্রিক, পোলিশ, সুইডিশ, ল্যাটিন, আইরিশ, নরওয়েজিয়ান, হিব্রু, ইউক্রেনিয়ান, ইন্দোনেশিয়ান, ফিনিশীয়, রোমানিয়ান, ড্যানিশ, চেক, হাই ভ্যালেরিয়ন, হাওয়াইয়ান, জুলু, ওয়েলশ, সোয়াহিলি, হাঙ্গেরিয়ান, স্কটিশ গ্যালিক, হেইশিয়ন ক্রিয়োল, ক্লিঙঅন, এস্পেরান্তো, নাভাহো, য়িডিশ ভাষা শিক্ষার কোর্স পাবেন। এবং সবগুলো কোর্স করতে পারবেন একেবারে বিনামূল্যে। পাশাপাশি ইংরেজি শেখার ব্যবস্থা তো রয়েছেই। তাই দেরি না করে নিজের পছন্দের ভাষা শেখা শুরু করুন Duolingo তে। বর্ণমালা শেখা থেকে শুরু করে কথা বলা, পড়া ও লেখা সবকিছুই একই প্লাটফর্মে শিখতে পারবেন।
Duolingo অ্যাপ ডাউনলোড করে মোবাইল এর মাধ্যমে আপনি ভাষা শেখা শুরু করতে পারেন। অথবা সরাসরি চলে যেতে পারেন Duolingo এর অফিসিয়াল ওয়েবসাইটে। মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট দুটোই অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তাই স্মুথ ভাবে আপনি এটি পরিচালনা করতে পারবেন৷
অফিসিয়াল ওয়েবসাইট @ Duolingo
আপনি কি মাত্র ২২ ঘন্টায় কোনো একটি ভাষা শিখতে চান? তাহলে প্রাকটিস শুরু করুন ভাষা শিক্ষার জনপ্রিয় ওয়েবসাইট Busuu তে। এই প্লাটফর্মে ২২ ঘন্টার মধ্যে আপনি একটি ভাষা মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারবেন৷ যেমন কারো সাথে দেখা হলে কীভাবে সম্বর্ধনা প্রদান করতে হবে, কোনো কিছু প্রয়োজন হলে কীভাবে চাইতে হবে এমন বেসিক প্রয়োজনীয় কথাগুলো আপনি মাত্র ২২ ঘন্টায় শিখতে পারবেন। তা-ও আবার সম্পূর্ণ ফ্রি ট্রায়াল এর মাধ্যমে।
Busuu ওয়েবসাইটে বা অ্যাপ ডাউনলোড করে একাউন্ট তৈরি করে আপনার পছন্দের ভাষার বেসিক বিষয়গুলো বিনামূল্যে শিখতে পারবেন৷ কোনো ভাষার ওপরে এডভান্স লেভেলের দক্ষতা অর্জন করতে চাইলে আপনাকে নির্দিষ্ট ফি এর বিনিময়ে প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হবে৷ এক্ষেত্রে আপনি একমাস মেয়াদী বা এক বছর মেয়াদী প্যাক সংগ্রহ করতে পারেন। এই প্লাটফর্মেও Duolingo এর মতো মজার ছলে ভাষা শেখানো হয়। তাই প্রতিটি লেসন খুব সহজবোধ্য এবং আনন্দদায়ক মনে হয়।
Busuu তে আপনি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানিজ, কোরিয়ান, জার্মান, ইতালিয়ান, চাইনিজ, রাশিয়ান, আরবি, পর্তুগিজ, ডাচ, পোলিশ, তুর্কিশ ভাষা শিখতে পারবেন। ইতোমধ্যে এই প্লাটফর্মে ১২০ মিলিয়ন শিক্ষার্থী বিভিন্ন ভাষার চর্চা করছে৷ তাই আপনিও আপনার পছন্দের ভাষাটি শিখতে চলে যেতে পারেন Busuu এর অফিসিয়াল ওয়েবসাইটে। অথবা ডাউনলোড করে নিতে পারেন Busuu এর মোবাইল অ্যাপ।
অফিসিয়াল ওয়েবসাইট @ Busuu
৭০ মিলিয়ন শিক্ষার্থীকে অনলাইন মাধ্যমে জনপ্রিয় ২৩ টি ভাষা শিক্ষা দিচ্ছে Memrise। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে সরাসরি নেটিজেন দের আঞ্চলিক উচ্চারণ ভিডিও কনটেন্ট এর মাধ্যমে শিখতে পারবেন। সুতরাং আপনিও Fluently যে কোনো ভাষায় কথা বলা আয়ত্ত করতে পারবেন৷ একই প্লাটফর্মে বিভিন্ন ভাষার ওপরে ৪৮ হাজারেরও বেশি কথোপকথন ভিডিও রয়েছে। এই ভিডিও কনটেন্ট গুলো ভাষা শিখতে যে কোনো প্রাথমিক লেভেলের শিক্ষার্থীকে অনেক বেশি সহায়তা করে।
তাছাড়া আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে এআই টিউটর এর সহায়তায় যে কোনো সময় আপনার প্রাকটিস অব্যাহত রাখতে পারবেন। আপনার যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবে এআই। তাছাড়া পেইড কোর্সে লাইভ মোন্টর তো থাকবেই। উল্লেখ যে প্রাথমিক পর্যায়ে মোটামুটি ভাবে যে কোনো ভাষা আয়ত্ত করার সকল মেটেরিয়াল আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন৷ কিন্তু Pro লেভেলের স্পিকার, রাইটার এবং রিডার হতে চাইলে আপনাকে Memrise এর পেইড কোর্সে জয়েন হতে হবে।
পেইড কোর্স গুলোতে সাধারণ কনভারসেশন এর পাশাপাশি প্রেজেন্টেশন, ডায়ালগ, বক্তৃতা, যে কোনো অফিসিয়াল কনভারসেশন কীভাবে করতে হয় তা হাতেকলমে শেখানো হয়। তবে আপনি যদি মোটামুটি ব্যক্তিগত কাজ পরিচালনার জন্য কোনো ভাষা শিখতে চান সেক্ষেত্রে ফ্রি প্রাকটিস মেটেরিয়াল গুলোই আপনার জন্য যথেষ্ট হবে। তবে এই প্লাটফর্মে ভাষা শিখতে হলে আপনাকে সিরিয়াস ভাবে প্রচেষ্টা চালাতে হবে। Memrise ওয়েবসাইটে আপনি স্প্যানিশ, ফ্রেঞ্চ, জাপানিজ, কোরিয়ান, জার্মান, ইতালিয়ান, চাইনিজ, রাশিয়ান, আরবি, পর্তুগিজ, টার্কিশ, ডাচ, পোলিশ, সুইডিশ, স্প্যানিশ সহ মোট ২৩ টি ভাষা শিখতে পারবেন।
তাই দেরি না করে সরাসরি চলে যেতে পারেন Memrise এর অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Memrise
বিদেশী ভাষা শিক্ষার খুবই জনপ্রিয় একটি প্লাটফর্ম Rosetta Stone। তবে এই প্লাটফর্মে আপনাকে পেইড কোর্সে ভর্তি হয়ে তবেই ভাষা প্রাকটিস করতে হবে। আলাদা আলাদা ভাষা শেখার জন্য রয়েছে আলাদা আলাদা কোর্স। আপনি যে ভাষা শিখতে চান ঐ কোর্সের জন্য পেইড সাবস্ক্রিপশন নিয়ে প্রাকটিস শুরু করতে পারবেন৷
অন্যান্য প্লাটফর্ম এর থেকে Rosetta Stone এর পাঠদান প্রক্রিয়া অনেকটা ব্যতিক্রম। কেননা এখানে বাস্তবভিত্তিক উপায়ে পাঠদান করা হয়। সরাসরি নেটিভ স্পিকার দের অডিও স্পোকেন শুনে আপনি সঠিক উচ্চারণ আয়ত্ত করতে পারবেন। তাছাড়া প্রতিটি শব্দ শেখানোর জন্য বাস্তব ছবি ব্যবহার করে কোর্সগুলো ডিজাইন করা হয়েছে৷ তাই বাস্তব জীবনে আপনার ভাষাগত দক্ষতা খুব সহজেই কাজে লাগাতে পারবেন।
তাছাড়া কোর্সের বিভিন্ন স্টেজে লাইভ টিউটর এর সরাসরি উপস্থিতিতে আপনি নতুন নতুন বিষয় শিখতে পারবেন। এছাড়াও নেটিভ স্পিকার দের সাথে লাইভ সেশনে অংশগ্রহণ করার সুযোগ থাকবে৷ এখানে আপনি সরাসরি নেটিভ স্পিকার দের সাথে কথোপকথন প্রাকটিস করতে পারবেন৷ অর্থাৎ মোটামুটি কাজ চালানোর জন্য নয় বরং একটি ভাষার ওপরে পুরোপুরি দখল নিয়ে আসতে Rosetta Stone এ নিয়মিত প্রাকটিস করার মাধ্যমে।
Rosetta Stone এর স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, আরবি, চাইনিজ, ডাচ, ফার্সি, হিন্দি, গ্রিক, আইরিশ, কোরিয়ান, জাপানিজ, ল্যাটিন, পোলিশ, পর্তুগিজ, রাশিয়ান, সুইডিশ, তেলেগু, টার্কিশ, ভিয়েতনামিজ ভাষায় কোর্স রয়েছে। আবার স্কুল স্টুডেন্ট দের জন্য আলাদা কোর্স এবং পেশাগত দক্ষতা অর্জনের আলাদা কোর্স রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি কোর্স করতে পারবেন৷ আপনার পছন্দের কোর্সটি বেছে নিতে ডাউনলোড করতে পারেন Rosetta Stone এর মোবাইল অ্যাপ। অথবা সরাসরি চলে যেতে পারেন Rosetta Stone এর অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Rosetta Stone
আপনি যদি চান আপনাকে কেউ হাতে ধরে স্টেপ বাই স্টেপ একটি ভাষা পূর্ণাঙ্গভাবে শেখাবে তাহলে আপনার জন্য Lingoda প্লাটফর্মটি উপযুক্ত হবে। এখানে সরাসরি লাইভ ক্লাসে শিক্ষক উপস্থিত থেকে খুটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সমস্যা গুলো তুলে ধরতে পারে এবং সেই অনুযায়ী সমাধান পায়। জুম অ্যাপ এর মাধ্যমে লাইভ ক্লাসে অংশগ্রহণ করে আপনি ক্লাস করতে পারবেন। তাছাড়া গ্রুপিং সিস্টেম এর মাধ্যমে চার পাঁচ জন মিলে প্রাকটিস করার সুযোগও রয়েছে।
Lingoda তে প্রথম ৭ দিন আপনি ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এরপর সবকিছু ভালো লাগলে আপনি অষ্টম দিন থেকে পেইড কোর্সের অন্তর্ভুক্ত হতে পারবেন। এটি একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্ম বিধায় ক্লাসমেট হিসেবে পাবেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীকে। এটা কিন্তু সত্যিই অসাধারণ। আর আপনি চাইলে লাইভ ক্লাসের ভিডিও রেকর্ড সংগ্রহ করে বার বার প্রাকটিস করতে পারবেন৷
Lingoda তে অবশ্য খুব বেশি ভাষার ওপরে কোর্স নেই। এখানে আপনি জার্মান, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং ইটালিয়ান ভাষা শিখতে পারবেন। এখানে যদি আপনার কাঙ্খিত ভাষাটি থাকে তাহলে আজ থেকেই ৭ দিনের ফ্রি ট্রায়াল ক্লাসে জয়েন হয়ে নিন। এজন্য সরাসরি চলে যেতে হবে Lingoda এর অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Lingoda
একাধিক লার্নিং প্রোডাক্ট এর সাথে ভাষা শিখতে চাইলে চলে যেতে পারেন Babbel প্লাটফর্মে। সাধারণ পাঠ্যসূচির বেশিরভাগই আপনি এখানে বিনামূল্যে প্রাকটিস করতে পারবেন৷ কিন্তু সরাসরি অনলাইন লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাইলে পেইড কোর্সে নিজের আসন বুক করে নিতে পারেন। এখানে আপনি ছয়মাস, এক বছর কিংবা লাইফটাইম সাপোর্ট এর জন্য সাবস্ক্রিপশন নিতে পারবেন৷ তাছাড়া স্পেশাল সাবস্ক্রিপশন নিয়ে দুজন ব্যক্তি একই প্লাটফর্মে শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন ব্যবহার করে ক্লাস করতে পারবেন৷
লাইভ ক্লাসের পাশাপাশি আরও থাকছে ভিডিও কনটেন্ট, পডকাস্ট, ম্যাগাজিন, কুইজ, পিকচার সহ বিভিন্ন লার্নিং প্রোডাক্ট। Babbel অ্যাপ ডাউনলোড করে আপনি খুব সহজেই এর ফ্রি প্রোডাক্ট গুলো ব্যবহার করে পছন্দের ভাষা প্রাকটিস করতে পারবেন। তবে প্রথমেই আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। Babbel অ্যাপ ও ওয়েবসাইট দুটোই বেশ ইউজার ফ্রেন্ডলি, তাই একাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে নিয়মিত প্রাকটিস করার সকল কাজ বেশ স্মুথলি করতে পারবেন।
এই সাইটে স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, রাশিয়ান, পর্তুগিজ, টার্কিশ, ডাচ, পোলিশ, সুইডিশ, নরওয়েজিয়ান, ইন্দোনেশিয়ান ও ড্যানিশ ভাষা শেখার সুযোগ রয়েছে। আপনার পছন্দের ভাষাটি যদি এখানে থাকে তাহলে দেরি না করে সরাসরি চলে যান Babbel এর অফিশিয়াল ওয়েবসাইটে। একাউন্ট তৈরি করে শুরু করুন ভাষা শিক্ষা।
অফিসিয়াল ওয়েবসাইট @ Babbel
আশাকরি এখান থেকে যে কোনো একটি প্লাটফর্মে আপনি আপনার ড্রিম ল্যাংগুয়েজ শেখা শুরু করতে পারবেন৷ এছাড়াও আরও কিছু ওয়েবসাইট হলো Fluenz, Lingo Deer, Hello Talk, Livemochas ইত্যাদি। আপনি আপনার সুবিধামতো যে কোনো সাইটে নিজের ল্যাংগুয়েজ স্কিল ডেভেলপ করতে পারেন। ভাষা চর্চায় আপনার নতুন পথযাত্রা সুন্দর হোক এই কামনা রইলো।
আশাকরি টিউনটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি জোসস করতে ভুলবেন না। এমন নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট টপিক নিয়ে টিউন পেতে আমাকে ফলো করে রাখতে পারেন৷ কোনো কিছু জানার থাকলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।