বাংলাদেশের সেরা ৭ টি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট

Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

নেট দুনিয়ার কল্যাণে এখন দৈনন্দিন জীবনের সকল কাজ হয়ে উঠেছে সহজ। কোনো কাজ বা বিষয়বস্তু সম্পর্কে আপনার কাছে যতো বেশি তথ্য থাকবে ঐ কাজটি আপনি ততোটাই সহজ ও সুনিপুণ ভাবে করতে পারবেন। বিশেষ করে ভ্রমণ কিংবা ট্যুর এর জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারলে এবং সেই অনুযায়ী কাজ করলে একটি চমৎকার ট্যুর এর আয়োজন করা যায়। সচরাচর আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে গুগল সার্চ করে নির্ধারিত জায়গা সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। ইন্টারনেট এর মাধ্যমে অনলাইনে যানবাহন ও হোটেলের টিকেট বুক করার চেষ্টা করি।

গুগল সার্চ করলে যে কোনো দর্শনীয় স্থান সম্পর্কে অনেক অনেক ব্লগ ও নিউজ আমাদের সামনে চলে আসে। কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কোন ওয়েবসাইট এর তথ্য গুলো সঠিক এবং কোন ওয়েবসাইট শতভাগ নিশ্চয়তার সাথে সার্ভিস প্রদান করে। এজন্য আমাদের নির্ভরযোগ্য কিছু ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট সম্পর্কে জেনে নেয়া দরকার। আজকের টিউনে আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় ৭ টি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেব। এই ওয়েবসাইট গুলোর প্রতিটিতেই ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য নিয়ে আলাদা আলাদা ব্লগ টিউন রয়েছে এবং অনেক ওয়েবসাইট অনলাইন বুকিং ও ভ্রমণ বিষয়ক সব ধরনের সার্ভিস চালু রেখেছে।

তাহলে চলুন বাংলাদেশের জনপ্রিয় ৭ টি ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

১. ভ্রমণ গাইড

ভ্রমণ গাইড 

ভ্রমন বিষয়ক বাংলাদেশী ওয়েবসাইট গুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভ্রমণ গাইড। আপনি দেশ বিদেশের যে কোনো দর্শনীয় স্থান সম্পর্কে গুগল সার্চ করলে বেশিরভাগ সময়ই ভ্রমণ গাইড ওয়েবসাইট এর ব্লগ সবার আগে চোখে পড়বে। মোটকথা গুগল Ranking এ সবার প্রথম স্থানে আছে এই ওয়েবসাইট টি। ভ্রমণ গাইড মূলত বাংলাদেশ সহ বিশ্বের জনপ্রিয় সকল দর্শনীয় স্থান সম্পর্কে ব্লগ টিউন এর মাধ্যমে পুরো ভ্রমণ বৃত্তান্ত ও টিপস শেয়ার করে থাকে। যে কোনো দর্শনীয় স্থানের অবস্থান, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী উপভোগ করবেন তার বিস্তারিত তথ্য পাবেন একই ব্লগে।

তাছাড়া ভ্রমণ গাইড এর ইউটিউব চ্যানেলও রয়েছে। ইউটিউব ভিডিও দেখে আপনি যে কোনো পর্যটন স্পট এর পুরো বৃত্তান্ত সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর ভ্রমণ গাইড ওয়েবসাইট এর সকল তথ্যই নির্ভুল এবং নির্ভরযোগ্য বিধায় আপনি যে কোনো ভ্রমন তথ্য ও টিপস নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।

এছাড়াও কিছু ব্লগ টিউন আছে ট্যুর প্লান নিয়ে। অর্থাৎ কোনো দর্শনীয় স্থানে আপনি কখন, কোন উপায়ে যাবেন তার জন্য একদিন বা দুইদিন মেয়াদি একটা পারফেক্ট প্লান সাজানো আছে। আপনি সেই প্লান অনুযায়ী ভ্রমণের আয়োজন করতে পারবেন।

ভ্রমণ গাইড

অফিসিয়াল ওয়েবসাইট @ ভ্রমণ গাইড 

২. গোফ্লাই 24 ডট কম

গোফ্লাই 24 ডট কম

ভ্রমণ বিষয়ক যে কোনো টিপস ও দিকনির্দেশনা পেতে ভিজিট করতে পারেন গোফ্লাই 24 ডট কম ওয়েবসাইটে। ভ্রমণ গাইড এর মতো এই ওয়েবসাইটেও ব্লগ টিউন আকারে অনেক দর্শনীয় স্থানের বর্ণনা ও ট্যুর প্লান করা আছে। আপনি ওয়েবসাইটে প্রবেশ করে দেশ বা বিদেশের যে কোনো দর্শনীয় স্থানের নাম লিখে সার্চ করতে পারেন। যদি তাদের ইতোমধ্যে ঐ স্থান সম্পর্কে আর্টিকেল পাবলিশ করা থাকে তাহলে সেখান থেকে বিস্তারিত পড়ে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

তবে গোফ্লাই 24 ডট কম বিদেশ ভ্রমণ ও হজ্জ ভিসা নিয়ে প্রধানত কাজ করে। আপনি আপনার বৈদেশিক ভ্রমণ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান ও সার্ভিস পাবেন এই ওয়েবসাইটে। পাসপোর্ট তৈরি থেকে শুরু করে প্লেনের টিকেট বুকিং ও ভিসার জন্য সরাসরি যোগাযোগ করতে পারবেন এই ওয়েবসাইটে। অর্থাৎ আপনি ভ্রমণ সম্পর্কিত সকল টিপস ও গাইড তো পাবেনই সেই সাথে ভ্রমণ সম্পর্কিত জটিল কাজগুলোর সমাধানও এখানে পাবেন।

তাছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের নিকটস্থ হোটেল বুকিং, হোটেলের সার্ভিস রিভিউ সহ সকল তথ্য নিয়েও আর্টিকেল পাবেন এই সাইটে। একই সাইট থেকে হোটেল ও রিসোর্ট অনলাইনে বুকিং করতে পারবেন সরাসরি এই ওয়েবসাইট থেকে। জেলা ভিত্তিক সকল হোটেলের সন্ধানও মিলবে এখানে। তাছাড়াও আছে জেলা ভিত্তিক দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী খাবারের তালিকা সম্পর্কিত আর্টিকেল। তাই দেশ বিদেশের ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্য ও সেবা পেতে চলে যেতে পারেন গোফ্লাই 24 ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইটে।

গোফ্লাই 24 ডট কম

অফিসিয়াল ওয়েবসাইট @ গোফ্লাই 24 ডট কম

৩. ট্রিপ পেইন্টার

ট্রিপ পেইন্টার

ব্যাকপ্যাক ট্রাভেলার্স দের নিয়ে কাজ করার লক্ষে ট্রিপ পেইন্টার ওয়েবসাইট টি পরিচালিত হচ্ছে। কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য ছাড়াই কীভাবে আপনি দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন এই ওয়েবসাইটে। দর্শনীয় স্থান সম্পর্কে বাংলা আর্টিকেল, ট্যুর প্লান, ট্রাভেল গল্প নিয়ে ট্রিপ পেইন্টার ওয়েবসাইট টি সাজানো হয়েছে। দেশ ও বিদেশের জনপ্রিয় সকল দর্শনীয় স্থান থেকে শুরু করে এমন সব দর্শনীয় স্থান সম্পর্কে এই ওয়েবসাইটে আলোচনা করা হয়েছে যার সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। অর্থাৎ এই সাইটে ভিজিট করে আপনি নতুন নতুন অনেক ট্যুরিস্ট স্পট এর সাথে পরিচিত হতে পারবেন।

সুতরাং যে কোনো দর্শনীয় স্থানে ট্যুর প্লান করার আগে একবার হলেও ট্রিপ পেইন্টার ওয়েবসাইট ভিজিট করে নেয়া উচিত। একটি পূর্নাঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা পেতে ট্রিপ পেইন্টার আপনাকে যথেষ্ট সহায়তা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওয়েবসাইটে আপনি কোনো ট্যুর প্যাকেজ বা অন্য কোনো সেবা পাবেন না। এই সাইটের মূল লক্ষ শুধুমাত্র সঠিক তথ্য সরবরাহ করে ট্যুরিস্ট দের উপকৃত করা।

ট্রিপ পেইন্টার

অফিসিয়াল ওয়েবসাইট @ ট্রিপ পেইন্টার

৪. গ্রিন বেল্ট

গ্রিন বেল্ট

আপনার পরিকল্পনা যদি থাকে একা ভ্রমণ না করে কোনো ট্যুর এজেন্সির সাথে ভ্রমণ করবেন তাহলে ভিজিট করতে পারেন গ্রিন বেল্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে। দেশ ও দেশের বাইরের জনপ্রিয় দর্শনীয় স্থান ভ্রমণের পূর্নাঙ্গ প্যাকেজ রয়েছে এই সাইটে। কোন স্পটে গিয়ে কী কী করবেন, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা থেকে শুরু করে আপনার ভ্রমণের যাবতীয় সকল দায়িত্ব নেবে গ্রিন বেল্ট৷ যারা ব্যক্তিগত ভাবে একা ভ্রমণ করা নিরাপদ মনে করেন না তাদের জন্য এটি একটি উপযুক্ত ভ্রমণ উপায়। আর গ্রিন বেল্ট এর গ্রাহক তাদের সাথে ভ্রমণ করে খুবই সন্তুষ্ট, এটা আপনি তাদের ওয়েবসাইটে সংযুক্ত রিভিউ দেখলেই বুঝতে পারবেন৷

শুধু যে ট্যুর প্যাকেজ এর অফার পাবেন এই সাইটে তা কিন্তু না। দেশ বিদেশের বিখ্যাত সব দর্শনীয় স্থানের বর্ননা দিয়ে অনেক অনেক আর্টিকেল পাবলিশ করা আছে এই ওয়েবসাইটে। ঘুরতে যাওয়ার আগে কোনো ট্যুরিস্ট স্পট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে গ্রিন বেল্ট ওয়েবসাইটে প্রবেশ করে সার্চ করলেই হবে। তাদের প্রতিটি আর্টিকেল বেশ তথ্যবহুল এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক।

গ্রিন বেল্ট

অফিসিয়াল ওয়েবসাইট @ গ্রিন বেল্ট

৫. ভ্রমণসঙ্গী

ভ্রমণসঙ্গী

দেশের উল্লেখযোগ্য সব দর্শনীয় স্থান সম্পর্কে আর্টিকেল পাবেন ভ্রমণসঙ্গী ওয়েবসাইটে। নির্দিষ্ট কোনো পর্যটন স্থানে কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন তার বাস্তব ভিত্তিক বর্ণনা তুলে ধরা হয় ভ্রমণসঙ্গী ওয়েবসাইট এর আর্টিকেল গুলোতে। আপনি কোনো দর্শনীয় স্থান সম্পর্কে গুগল সার্চ করলে প্রায়ই ভ্রমণসঙ্গী ওয়েবসাইট এর লেখা গুলো আপনার সামনে চলে আসবে। আপনি নিশ্চিন্তে এই সাইট এর আর্টিকেল এর তথ্যের ওপর নির্ভর করে ট্যুর প্লান করতে পারেন।

তবে ভ্রমণসঙ্গী কিন্তু শুধুমাত্র ভ্রমণ গাইড সম্পর্কিত আর্টিকেল প্রকাশ করে না। পাশাপাশি সমসাময়িক খবর ও চাকরির বিজ্ঞপ্তি সহ যে কোনো বিষয়ে আর্টিকেল প্রকাশ করে। তাই আপ টু ডেট তথ্য হাতের নাগালে পেতে নিয়মিত ভ্রমণসঙ্গী ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। এতে একই সাথে দুটো কাজ হবে। ভ্রমণ তথ্য সংগ্রহ করা যাবে পাশাপাশি রেগুলার নিউজ ব্লগ-ও পড়া যাবে।

ভ্রমণসঙ্গী

অফিসিয়াল ওয়েবসাইট @ ভ্রমণসঙ্গী

৬. পর্যটন বিচিত্রা

পর্যটন বিচিত্রা

পর্যটন সম্পর্কিত সবথেকে তথ্যবহুল ওয়েবসাইট হলো পর্যটন বিচিত্রা। এখানে দেশ বিদেশের ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য নির্ভুলভাবে উপস্থাপন করা হয়। "পড়তে পড়তে গন্তব্যে" এই প্রতিপাদ্য নিয়ে পর্যটকদের তথ্য সরবরাহ করে নিয়মিত সহায়তা করছে এই ওয়েবসাইট টি। ভ্রমণ বিষয়ক ব্লগ, গল্প ও আপ টু ডেট নিউজ প্রতিনিয়ত আপডেট করা হয় পর্যটন বিচিত্রার অফিসিয়াল ওয়েবসাইটে।

তাছাড়াও পর্যটন বিচিত্রার ই-ম্যাগাজিন নিয়মিত পাবলিশ করা হয়। দর্শক মূলত ভ্রমণ বিষয়ক তথ্য, অভিজ্ঞতা ও গল্প পড়তেই এই ওয়েবসাইটে সবথেকে বেশি ভিজিট করে। যতো বেশি পড়বেন ততো বেশি জ্ঞান অন্বেষণ করবেন। ফলে কোথাও ঘুরতে গেলে সঠিক তথ্যের অভাবে হয়রানির শিকার হতে হবে না।

পর্যটন বিচিত্রা

অফিসিয়াল ওয়েবসাইট @ পর্যটন বিচিত্রা

৭. কুহুডাক

কুহুডাক

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট গুলোর মধ্যে কুহুডাক ওয়েবসাইট টি যেন একটু বেশিই সুসজ্জিত। এখানে আপনি জেলাভিত্তিক দর্শনীয় স্থানের তালিকা পাবেন। ফলে আপনার নিকটস্থ যে কোনো জনপ্রিয় দর্শনীয় স্থান সম্পর্কে খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারবেন এবং ট্যুর প্লান করতে পারবেন। তাছাড়া দিন ভত্তিক ট্যুর প্লান সাজানো আছে এই ওয়েবসাইটে। আপনি আপনার ছুটি অনুযায়ী এক দিন বা দুই দিন এর ভ্রমণ প্লান অনুযায়ী ট্যুরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। আর ভ্রমণ বিষয়ক গল্প, আর্টিকেল, শিশুতোষ গল্প ও ভ্রমণ অভিজ্ঞতা তো রয়েছেই।

আপনি চাইলে কুহুডাক এর সাথে একটি চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন৷ কেননা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ এর আয়োজন করা হয়। ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার পছন্দের জায়গা অনুযায়ী একটি প্যাকেজ বুক করতে পারবেন। নির্দিষ্ট প্যাকেজ ফি এর বিনিময়ে আপনার ভ্রমণের যাবতীয় সকল দায়িত্ব নিয়ে নেবে কুহুডাক। তাই দেরি না করে এখনই একবার ঘুরে আসুন কুহুডাক এর অফিসিয়াল ওয়েবসাইটে।

কুহুডাক

অফিসিয়াল ওয়েবসাইট @ কুহুডাক

শেষকথা

আশাকরি ভ্রমণ পিপাসুদের জন্য আজকের টিউনটি জরুরি ছিল। যারা ভ্রমণ বিষয়ক সঠিক গাইডলাইন সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা নিঃসন্দেহে উপরে উল্লিখিত ওয়েবসাইট এর ওপর নির্ভরশীল হতে পারেন। আশাকরি ভ্রমণ বিষয়ক তথ্য নিয়ে আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস