সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশিকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির আলোয় এখন সবকিছুই আলোকিত। প্রযুক্তিকে আরও একধাপ এগিয়ে নিতে আপনাদের পাশে এল “আলোকবর্ষ”। এটি টেক ব্লগই। কিন্তু অন্যান্য টেকি ব্লগ থেকে এটি একদমই আলাদা। কেন আলাদা বলা হযেছে? আপনি এক নজরে এর বিভাগ গুলো দেখলেই বুঝবেন। এর বিভাগগুলো একদমই আলাদা করা হয়েছে অন্যান্য টেকি ব্লগ গুলো থেকে। যাতে এর কিছু বৈশিষ্ট্য আপনারা খুঁজে পান।ব্লগ এর ঠিকানা http://www.alokborsho.com
এক নজরে এর বিভাগ গুলোঃ
এছাড়াও রয়েছে আরও আধুনিক ও বৈচিত্রময় বিভাগ। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বাংলা বিজ্ঞান বিষয়ক ব্লগ সাইট। আপনিও আসুন ও দেখুন। আশা করি আপনাদের ব্লগটি অনেক ভাল লাগবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হল, সবাইকে বিজ্ঞানের আলোয় আলোকিত করা। এই জন্যই এটি অন্য রকম করে তৈরি করা হয়েছে। “আলোকবর্ষ” তার সকল আলোর পথিক এর মতামত নিয়ে সকল কাজ করে থাকে। আপনার একটি মতামত “আলোকবর্ষ” কে অনেক দূর এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। “আলোকবর্ষ” আপনাকে স্বাদর আমন্ত্রণ জানায়।
এটি বর্তমানে পরীক্ষামূলক ভাবে পরিচালিত হচ্ছে। “আলোকবর্ষ” তে আপনাদের সবার আমন্ত্রণ কামনা করি। আশা করি সবাই এই ব্লগটিতে সামনের দিকে এগিয়ে নিতে একান্তই সাহায্য ও সহযোগিতা করবেন। এক্ষুনি ঘুরে আসুন “আলোকবর্ষ”থেকে। দেশের সর্ব বৃহৎ বিজ্ঞান সাইট বানাতে আমাদের সাথে থাকুন। সবাই ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।------“আলোকবর্ষ” ।ব্লগ এর ঠিকানা http://www.alokborsho.com
আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।
ভাল উদ্দোগ 🙂