ভাল অ্যান্টিভাইরাস ব্যবহার করুন আপনার কম্পিউটার নিরাপদ রাখুন

# এটা আমার প্রথম টিউন ।

আমরা কম্পিউটার ব্যবহার কারিদের সবচেয়ে বড় সমস্যা ভাইরাস , কিন্তু অনেকে আছে এর পিছনে খুব

বেশি টাকা খরচ করতে আগ্রহী না। এই টিউন তাদের বেশ উপকারে আসবে আশা করি।

এখানে আমি ESET SMART 5 নিয়ে আলোচনা করব ।

এই অ্যান্টিভাইরাস টি বর্তমানে অনেক জনপ্রিয়। এর ৫ ভারসন বের হয়েচে কয়েক মাস আগে।

*প্রথমে http://www.eset.com/download/home/detail/family/5/  যান

*এখান থেকে offline installer সিলেকট করুন

* এরপর আপনার কম্পিউটার উইন্ডোজ বিট অনুযায়ী ৩২ বিট অথবা ৬৪ বিট সিলেক্ট করুন। সতর্ক

থাকবেন যেন ৩২ এর স্থানে ৬৪ অথবা ৬৪ এর স্থানে ৩২ দিয়ে না ফেলেন ।সাধারনত বেশীর ভাগ পিসি

ব্যবহারকারী ৩২ বিট এর উইন্ডোজ ব্যাবহার করে ।

*ল্যাঙ্গুয়েজ বার থেকে english সিলেক্ট করুন

*এবার ডাউনলোড এর পালা প্রায় ৫৬ মেগাবাইট এর মত অ্যান্টিভাইরাস টি ডাউনলোড করুন

* সফটওয়্যার টি ইনস্টল করার পর আপনারকে active করার জন্য বলবে।

এখানে আমরা মুলত এই সফটওয়্যার demo ব্যবহার এর সুবিধা কে কাজে লাগাব।এই অ্যান্টিভাইরাস কোম্পানি ইউজার দের জন্য ৩০ দিনের ট্রায়াল ব্যাবহারের সুবিধা দেয়।

*প্রথম মাসে ট্রায়াল কোড পাওয়ার জন্য নিচের ছবির মতো update ট্যাব এ তারপর product activation এ ক্লিক করুন

* এখান থেকে Active trial license এ পয়েন্ট করে next দিন ,এখানে আপনার নাম,ইমেইল ,দেশ

লিখে ওকে করলে আপনার ইমেইল এ username এবং password পোওচে যাবে ।

*আপনার অ্যান্টিভাইরাস এখন অ্যাক্টিভ ।নিয়মিত আপডেট করবেন ।এই অ্যান্টিভাইরাস এর আপডেট

অন্যান্য অ্যান্টিভাইরাস গুলর মতো না এবং কম্পিউটারের গতি ও কমিয়ে দেই না ।

খুব কম মেমোরি কাটে প্রথম আপডেট করতে হইত ১৫ এম বি

মতো কাটতে পারে কিন্তু পরে খুব বেশি লাগে না । ১০০-৫০০ কে বি এর ভেতর হয়ে যায় ।তবে যত দেরি করে

আপডেট করবেন সাইজও তত বেশি হবে।

৩০ দিনের ট্রাইয়াল প্যাক ব্যবহার করার পর যদি ভাল লাগে তবে ১ বছর এর প্যাক  কিনে নিতে পারবেন।

আসাকরি এই সফটওয়্যার রিভিইও টি আপনাদের ভাল লাগবে।

এবার একটু মজা করা যাক http://www.youtube.com/watch?v=_vL09TmKu6s

 

দেখুন এই অ্যান্টিভাইরাস ভাইরাস গুলকে কিভাবে শায়েস্তা করে ।

বি সেইফ 🙂

Level 0

আমি misbah129। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

tech guy


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন টি খুব গুছানো হয়েছে. অনেক ধন্যবাদ.

ভালো টিউন হয়েছে। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আপনাদের ও । আজকে প্রথম তো। চেষ্টা করেছি ভাল ভাবে করার @জাহিদ হাসান @ভগীরথ দাস

thanks bro, khub valo hoyese.

Level 2

আমি এটা try করেছিলাম কিন্তু install দেয়ার পরেই আমার পিসির অনেক soft এর extension file delete করে দেই ফলে ওই ফাইল গুলো আর open হই না ।

Level 0

apner pc er soft gulo may infected cilo tai automatic clean hoye gesilo. install korar somoy “potentially unwanted/unsafe application detection” disable kore dite koy.tanahole virus jukto sob soft e delete hoye jabe. sadarono amra cracked or keygen app use kori oguli asole viruser karkana 😛

Level 0

thanks vhai apnake @Monir Hossain

Level 0

apnader jonno ei maser gift have fun with real 😛

This license is for 1 computer(s) and is valid until 12/14/2011.

Here are your credentials:
Username: TRIAL-55289490
Password: 32c62br66s

মিসবাহ্ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। একটি ভাল এন্টিভাইরাসের সাথে সবাইকে আবার নতুনভাবে পরিচয় করিয়ে দেবার জন্য। আমি নিজেও ইসেট ব্যবহার করি। তবে আমার কিছু আছে তা হচ্ছে যে, ইসেট ৫-এ কিছু বাগস্ জনিত সমস্যা রয়েছে যা তার প্রতিষ্ঠানটি আজোও সমাধান করতে পারিনি। আমি নিজেই তার ভোক্তভোগী। যেমন, কিছু কিছু ভাইরাস সে পুরোপুরি ক্লিন করতে পারে না। ক্লিন করতে গেলে শুধু ইরর দেখায়। এমনকি ডিলেট পযর্ন্ত করতে দেয় না। বাধ্য হয়েই তখন ভাইরাসগুলোকে জিইয়ে রাখতে হয় আপোস করেই। তাই আমার মনে হয় এর আগের ভার্সনটা খুব ভালো। ওটাতে এরকম কোন সমস্যা নেই। ধন্যবাদ।

ESET কে lifetime এর জন্য নিজের করে নেনঃ
http://www.mediafire.com/?4i6oun0xiahnwh0 (Pass: Little)

1. install ESET EAV or ESS 4, 5 or greater
2. restart ur PC/Lap
3. Boot from safemode
4. Run “ESET LifeTime Updater v1.4.1”
5. Click “Enable” (massage show when done)
6. Then restart again normal mode
7. Update & enJoy……….. for Lifetime

জোস টিউন ফাহাদ ভাই। অনেকেরই কাজে লাগবে। আমিও Eset চালাই। চরম চরম কাজের এন্টি ভাইরাস।

আমি এখানে কিছু সিরিয়াল কিস(আজকের আপডেট) দিলাম অনেকের ই হয়তো কাজে লাগবে…

用户名: TRIAL-55214333
密 码: 4d2d5h2xtf
适用版本:ESS/EAV

用户名: TRIAL-55214340
密 码: csedkmvfdu
适用版本:ESS/EAV

用户名: TRIAL-55214353
密 码: en4cp6fjpc
适用版本:ESS/EAV

用户名: TRIAL-55214362
密 码: 48ph63ea26
适用版本:ESS/EAV

用户名: TRIAL-55214274
密 码: 3rf54f6dj4
适用版本:ESS/EAV

用户名: TRIAL-55214284
密 码: 3hcfh65ajc
适用版本:ESS/EAV

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই ।এই প্রবলেম গুলো হয় সাধারনত যেসব ভাইরাস সরাসরি সিস্টেম ফাইল গুলোকে ইতিমধ্যে আক্রান্ত করে ফেলেছে সেসবের ক্ষেত্রে এবং write protection দেয়া পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে ।আবার হারডডিস্ক corrupted হলেও হতে পারে । @ঘুমে কাতুর

Level 0

ধন্যবাদ ভাই । কিন্তু এই ধরনের সফট গুলো ব্যাবহার না করাই ভালো জেনেশুনে নিজের পিসি কে ভাইরাসের হাতে তুলে দেয়ার মতো @Little Scientist

ভাই আমি একটি বিষয়ে আপনাদের সাহায্য চাচ্ছি যে,Eset এন্টি ভাইরাস এ অফলাইন আপডেট কি ভাবে করবো এ বিষয়ে বিস্তারিত জানালে খুবই উপকৃত হইতাম।

    Level 0

    @মারুফ হাসান: এর তো ভাই কোন অফলাইন আপডেট নাই।আগে ছিল এখন সুবিধা টা বন্ধ হয়ে গেছে ।

    eset আপডেট শুধু মাত্র প্রথমবার আপনি যখন key+pass ইনপুট করবেন তখন জরুরী , তখন ১২/১৫মেগা । আর পরিবর্তিতে key+pass টেস্ট করার জন্যে আপডেট হবে তখন ৪/১০কেবি মাত্র ।

    মোট কথা এর আপডেট নিয়ে তেমন কোন সমস্যাই পড়তে হয় না ।

আমিও এটাই ব্যবহার করি। ধন্যবাদ। আপনার টিউনটি খুব ভালো হয়েছে।

আপনি বলেছেন
>৩০ দিনের ট্রাইয়াল প্যাক ব্যবহার করার পর যদি ভাল লাগে তবে ১ বছর এর প্যাক কিনে নিতে পারবেন<

আমি দেখিয়েছি জেনুইন লাইসেন্স লাইফটাইমঃ
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/93708/

hhahahah মজা পেলাম !! 😀

ধন্যবাদ@ মিসবাহ ভাই। আপনার মতের সাথে আমিও একমত। কিন্তু দেখুন আমার পিসিতে বরাবরই ইসেট চালিয়ে আসছি অনেকদিন ধরে টাকা দিয়ে কিনে। প্রায়শই চেক করি ভাইরাস আছে কিনা। সিস্টেমের ফাইল করাপ্টেট হওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার ল্যাপটপটা একেবারে নতুন। তো সম্ভবনাগুলো একেবারে খাপ খায় না। যদিও আমি সমস্যায় পড়ার পর নেট ঘেটে দেখেছি আমার মতো অনেকেই এই রকম সমস‌্যায় পড়েছেন। ধন্যবাদ।

Level 0

jodi arokom hoye thake plz report that file to eset server tara analyze kore bolte parbe whats going on that file r plz amder k o janayen j kon kon virus kata jasse na .

Level 0

ESS er trial version gula te ki purchased version er moto full feature thake?..ja 30 din use kora jabe?..

    Level 0

    @tomaldu2: হ্যা ট্রায়াল ভার্সন ফুল ভার্সন এর মতো ব্যাবহার করা যায়