বাজারে এনড্রয়েড একটি হট আইটেম। অনেকের ধারণা এর দাম আকাশ ছোয়া, তবে সাধ্যের মধ্যে কিছু এনড্রয়েড ফোন হাতের কাছেই আছে। দাম কম হলে কাজ কম করা যাবে? না, ব্যাপারটি এমন নয়। দামের কম বেশী শুধু হার্ডওয়্যারের জন্য। দামী ও তুলনামূলক সস্তা সব এনড্রয়েড ফোনেই আপনি একই কাজ করতে পারবেন। তবে দামী ফোনগুলোতে ডিসপ্লে, র্যাম, প্রসেসর, ক্যামেরা অনেক ভালো পাওয়া যায়।
এবার আসুন তুলনামূলক সাধ্যের মধ্যে থাকা কিছু এনড্রয়েডের রিভিউ দেখে নিই।
দাম ১২,১৬০টাকা, ওয়ারেন্টি ২ বছর
চায়নার Huwai 8500 সেটটিতে গ্রামীণফোনের লোগো লাগিয়ে এর নামকরণ করা হয়েছে ক্রিস্টাল।
২৫৬K TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 3.15 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে তবে অটোফোকাস সুবিধা নেই। ব্লুটুথ 2.১ পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ৩২ গিগা মেমরীকার্ড সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.1 (Eclair) যেটিকে 2.2 এ আপগ্রেড করা যাবে। ব্যাটারী Li-Ion 1150 mAh
সনি এরিকসন এক্সপেরিয়া মিনি দাম ১৩,৯০০ টাকা, ১ বছরের ওয়ারেন্টি
মোবাইল জগতে সনি এরিকসন একটি পপুলাম নাম। এক্সপেরিয়া মিনি এর ডিসপ্লের আকার বেশ ছোট, তবে কাজের ফোন।
16M TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 5 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে অটোফোকাস সুবিধাসহ। প্রসেসর ৬০০ মেগাহার্টজ, GPU ২০০ মেগাহার্টজ। ব্লুটুথ 2 পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ইন্টারনাল মেমরী ১২৮ মেগা এবং কার্ড সাপোর্ট করবে ৩২ গিগা পর্যন্ত। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v1.6 (Donut), যেটিকে 2.1 এ আপগ্রেড করা যাবে। ব্যাটারী Li-Ion ৯৫০ mAh
SAMSUNG Galaxy POP GT-5570 দাম ১৫,৫০০ টাকা, ওয়ারেন্টি ১ বছর
কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং স্মার্টফোনের জগতে পরিচিত নাম। গ্যালাক্সী পপ নামের এই ফোনটিতে বাংলা রেন্ডারিং খুব চমৎকার হয়, তাই বাংলা ব্লগ পড়ুয়াদের কাছে এটি বেশ জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ফোনটি ব্যবহার করি।
২৫৬K TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 3.15 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে তবে অটোফোকাস সুবিধা নেই। প্রসেসর 600 Mhz এবং র্যাম ৩৮৪ মেগাবাইট. ব্লুটুথ 2.১ পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ইন্টারনাল মেমরী ১৬০ মেগা, ৩২ গিগা পর্যন্ত মেমরী কার্ড সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.2 (Froyo) যেটিকে 2.3 এ আপগ্রেড করা যাবে। ফোনে বাংলা রেন্ডারিং সাপোর্ট আছে। ব্যাটারী Li-Ion 1200 mAh
এইচটিসি ওয়াইল্ডফায়ার, দাম ১৮,০০০ টাকা, বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট নেই।
তাইওয়ান ভিত্তিক HTC ব্রান্ডটি স্মার্টফোন জগতের বড় অংশ দখল করে আছে। এর কোয়ালিটি খুব ভালো হওয়ায় দ্রুত জনপ্রিয়তা বাড়ছে।
16M TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত, সাথে আছে গরিলা গ্লাস ডিসপ্লে। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। ৫ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে অটোফোকাস সুবিধাসহ। প্রসেসর 528 Mhz, র্যাম ৪১৮ মেগাবাইট । ব্লুটুথ 2.1 পাবেন (A2DP,), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ৩২ গিগা মেমরীকার্ড সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.1 (Eclair), upgradable to v2.2। ব্যাটারী Li-Ion 1300 mAh
ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপী এনড্রয়েডিং-
নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Galaxy 551 তো বাদ দিয়ে দিলেন। ফুল স্লাইড আউট কিবোর্ড সহ ১৩,৫০০ টাকা। কয়দিন আগে জিঞ্জারব্রেড আপডেট পর্যন্ত বের হয়েছে।