এনড্রয়েড মাস্টার [পর্ব-০২] :: কমদামের এনড্রয়েড ফোন, বেছে নিন আপনারটি

বাজারে এনড্রয়েড একটি হট আইটেম। অনেকের ধারণা এর দাম আকাশ ছোয়া, তবে সাধ্যের মধ্যে কিছু এনড্রয়েড ফোন হাতের কাছেই আছে। দাম কম হলে কাজ কম করা যাবে? না, ব্যাপারটি এমন নয়। দামের কম বেশী শুধু হার্ডওয়্যারের জন্য। দামী ও তুলনামূলক সস্তা সব এনড্রয়েড ফোনেই আপনি একই কাজ করতে পারবেন। তবে দামী ফোনগুলোতে ডিসপ্লে, র‌্যাম, প্রসেসর, ক্যামেরা অনেক ভালো পাওয়া যায়।

এবার আসুন তুলনামূলক সাধ্যের মধ্যে থাকা কিছু এনড্রয়েডের রিভিউ দেখে নিই।

গ্রামীণফোন ক্রিস্টাল ১২,১৬০ ৳

দাম ১২,১৬০টাকা, ওয়ারেন্টি ২ বছর

চায়নার Huwai 8500 সেটটিতে গ্রামীণফোনের লোগো লাগিয়ে এর নামকরণ করা হয়েছে ক্রিস্টাল।

ক্রিস্টাল এর ফিচার

২৫৬K  TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 3.15 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে তবে অটোফোকাস সুবিধা নেই। ব্লুটুথ 2.১ পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ৩২ গিগা মেমরীকার্ড সাপোর্ট  করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.1 (Eclair) যেটিকে 2.2 এ আপগ্রেড করা যাবে। ব্যাটারী  Li-Ion 1150 mAh 

Xperia™ X10 mini ১৩,৯০০ ৳

সনি এরিকসন এক্সপেরিয়া মিনি দাম ১৩,৯০০ টাকা, ১ বছরের ওয়ারেন্টি

মোবাইল জগতে সনি এরিকসন একটি পপুলাম নাম। এক্সপেরিয়া মিনি এর ডিসপ্লের আকার বেশ ছোট, তবে কাজের ফোন।

এক্সপেরিয়া এর ফিচার

16M  TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 5 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে অটোফোকাস সুবিধাসহ। প্রসেসর ৬০০ মেগাহার্টজ, GPU ২০০ মেগাহার্টজ। ব্লুটুথ 2 পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ইন্টারনাল মেমরী ১২৮ মেগা এবং কার্ড  সাপোর্ট করবে ৩২ গিগা পর্যন্ত। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v1.6 (Donut), যেটিকে 2.1 এ আপগ্রেড করা যাবে। ব্যাটারী  Li-Ion ৯৫০ mAh

স্যামসাং গ্যালাক্সী পপ GT-5570 ১৫,৫০০ ৳

SAMSUNG Galaxy POP GT-5570 দাম ১৫,৫০০ টাকা, ওয়ারেন্টি ১ বছর

কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং স্মার্টফোনের জগতে পরিচিত নাম। গ্যালাক্সী পপ নামের এই ফোনটিতে বাংলা রেন্ডারিং খুব চমৎকার হয়, তাই বাংলা ব্লগ পড়ুয়াদের কাছে এটি বেশ জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ফোনটি ব্যবহার করি।

গ্যালাক্সী পপ এর ফিচার

২৫৬K  TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। 3.15 মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে তবে অটোফোকাস সুবিধা নেই। প্রসেসর 600 Mhz  এবং র‌্যাম ৩৮৪ মেগাবাইট. ব্লুটুথ 2.১ পাবেন (A2DP), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ইন্টারনাল মেমরী ১৬০ মেগা, ৩২ গিগা পর্যন্ত মেমরী কার্ড  সাপোর্ট  করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.2 (Froyo) যেটিকে 2.3 এ আপগ্রেড করা যাবে। ফোনে বাংলা রেন্ডারিং সাপোর্ট  আছে। ব্যাটারী  Li-Ion 1200 mAh


HTC Wildfire ১৮,০০০ ৳

এইচটিসি ওয়াইল্ডফায়ার, দাম ১৮,০০০ টাকা, বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট নেই।

তাইওয়ান ভিত্তিক HTC ব্রান্ডটি স্মার্টফোন জগতের বড় অংশ দখল করে আছে। এর কোয়ালিটি খুব ভালো হওয়ায় দ্রুত জনপ্রিয়তা বাড়ছে।

ওয়াইল্ডফায়ার এর ফিচার

16M  TFT টাচ স্ক্রিণের পর্দাটি ক্যাপাসিটিভ টাচ সুবিধা যুক্ত, সাথে আছে গরিলা গ্লাস ডিসপ্লে। GPRS, EDGE, এবং 3G কানেটিভিটি রয়েছে এখানে। ৫ মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে অটোফোকাস সুবিধাসহ। প্রসেসর 528 Mhz, র‌্যাম ৪১৮ মেগাবাইট ।  ব্লুটুথ 2.1 পাবেন (A2DP,), সাথে Wi-Fi এবং রেডিও। জিপিএস রয়েছে A-GPS সুবিধাসহ। ৩২ গিগা মেমরীকার্ড  সাপোর্ট  করবে। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে Android OS, v2.1 (Eclair), upgradable to v2.2। ব্যাটারী  Li-Ion 1300 mAh

ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপী এনড্রয়েডিং-

নেট মাস্টার
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Galaxy 551 তো বাদ দিয়ে দিলেন। ফুল স্লাইড আউট কিবোর্ড সহ ১৩,৫০০ টাকা। কয়দিন আগে জিঞ্জারব্রেড আপডেট পর্যন্ত বের হয়েছে।

    @Droids and Apps:
    ফোনটির দাম 13500 টাকা নয়। এটির দাম 20,000 এর উপরে। বাংলাদেশে কি ফোনটি পাওয়া যায়??

      @নেট মাস্টার: আপনি বোধ হয় জিএসএম এরিনার প্রাইস বলছেন অথবা পুরান প্রাইস বলছেন। আমি ইস্টার্ন প্লাজার প্রাইস বলছি। আমার নিজেরটাও এই সেট যদিও আমি যখন কিনেছিলাম তখন ২০০০০ ছিল।

      @নেট মাস্টার:
      আপনি যে সেটটির কথা বলছেন সস্ভবত স্যামসাং বাংলাদেশ সেটির জন্য সাপোর্ট দেয়না। আর গ্যালাক্সি পপ এর দাম 15,500 হলে এই সেটটির দাম ১৩,৫০০ হতে পারেনা, যদি না সেটটি রিফারব্লিস্ট না হয়। আপনার সেটের কনফিগারেশন গ্যালাক্সীর চেয়ে ভালো। আপনি কি ওয়ারেন্টিসহ কিনেছিলেন না ওয়ারেন্টি ছাড়া?

Level 0

@Droids and Apps :
bhai Glaxy GT – I5510 er gingerbread(2.3) update barieche?
amar 2.2 ta royche, update ta ki kore korbo bhai?

Level 0

bhai tara tari janaben ek2 🙂

    @Jonty:
    i5510 এর আপডেটের ব্যাপারে জানিনা।

    @Jonty:
    স্যামসাং এর সব ফার্মওয়্যারের আপডেট পাওয়া যায় samfirmware.com এ। যদিও সিস্টেমটা অফিসিয়াল না, কিন্তু রম টা অফিসিয়াল। তাই ওইখান থেকে নামিয়ে নিতে পারেন। গাইডও ওইখানে দেওয়া আছে। সাথে আরেকটা ব্লগের নাম বলি, galaxy551.wordpress.com । এই সাইটে কিছু এক্সপেরিমেন্টাল রম বের করে মাঝে মাঝে। না ব্যবহার করলেও জ্ঞান বাড়াতে যেতে পারেন।

লেখককে বলছি, samsung এর galaxy না grameen phone এর ক্রিস্টাল সবদিক বিবেচনা করে কোনটি ভাল ?

    @professionalac1:
    দুটোরই কিছু লিমিটেশন আছে। ক্রিস্টাল এর টাচ গ্যালাক্সী এর মত স্মুথ না। দুটোর স্পিডগত দিক থেকেও পার্থক্য রয়েছে। ক্রিস্টাল গ্যালাক্সীর চেয়ে স্লো। আবার ক্রিস্টালকে সর্বোচ্চ 2.2 ভার্সন পর্য়ন্তত আপগ্রেড করা যাবে, কিন্তু গ্যালাক্সী 2.2 নিয়েই এসেছে। ক্রিস্টালে বাংলা রেন্ডারিং প্রোপার নয়, গ্যালাক্সীতে প্রোপার। তবে দুটো ফোনেরই ব্যাটারী সাপোর্ট ভালোনা। অন্তত 1500 mAH এর ব্যাটারী না হলে কোন এনড্রয়েড চালিয়ে শান্তি পাবেন না বলে আমার অভিমত।

      @নেট মাস্টার: তাহলে এ দুটার মধ্যে কোনটা কেনা যায় ? বা আর কোন এ্যানড্রয়েড আছে বাংলাদেশে যেটা ২০ এর মধ্যে এদের থেকে ভাল ?

    @professionalac1:
    HTC কিনুন। ঢাকার কিছু দোকানে ওয়ারেন্টিসহ বিক্রি হয় শুনেছি, কোথায় হয় ভালো করে খোজ নিয়ে HTC কিনে ফেলুন।
    আর ক্রিস্টাল, গ্যালক্সির মধ্যে বললে বলবো, গ্যালাক্সি নিন।

Level 0

iPhone Rocks 🙂

http://www.sonyericsson.com/cws/products/mobilephones/overview/xperia-mini?cc=gb&lc=en

ভাই কেউ আমাকে উপরের লিঙ্ক এর সেট টার দাম জানাতে পারবেন। আমি ঐটা কিনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সনি এরিক্সন এর সাইট এ দাম দেওয়া আছে ১৭০ ইউরো। টাকায় আসে ১৮০০০ টাকার মতো। কিন্তু শিপিং খরচ ও অন্যান্য খরচের জন্য বাংলাদেশে দামটা একটু বাড়ে। আমার বাজেট ২০ এর মতো। আমার বাজেট অনুযাই আর কোন সেট থাকলে আমাকে বলতে পারেন।

Net master vai Apnar Info. te kisu vul ase. 1) Apni likhse Xperia X10 mini but Pic. disen Xperia X10 mini PRO. er 2) Anpi disen htc Wildfire er pic. & price but configuration disen Wildfire S er.

Level New

নেট মাস্টার ভাই , আমি কিতে চাই এটা http://www.gsmarena.com/huawei_u8510_ideos_x3-3840.php

দারুন ফিচার । মাত্র ১০০ EURO . ১২০০ টাকা পরে । কিন্তু কোথাইও পাওয়া যাচ্চছেনা।

    Level New

    @ЯOBAYETH: ১২০০০ হবে

      @ЯOBAYETH:
      দেখতে তো ভালোই লাগছে। আমাদের দেশে হুয়াই আসেনা। বাইরে কেউ থাকলে ম্যানেজ করুন। 😀

HTC is the Best for Android.

Bi amader k Android valo vavea janan.

Bi amader k Android er sompor’k valo vavea janan.

যারা wildfire (s না) হিসাবে আনছেন তাদের আগেই বলি। ওই ছোট সারে তিন ইঞ্চি স্ক্রিনে টাইপ করাটা আমার কাছে আরামদায়ক লাগে নেই। আমি নিজে আরো কম দামে গ্যালাক্সি 551 ব্যবহার করি যেটায় একটা সাইড স্লাইডার কিবোর্ড আছে। আর সম্প্রতি জিঞ্জারব্রেড আপডেট বের হওয়াতে আমি আমার ফোন নিয়ে খুবই সন্তুষ্ট। তবে সেট খুব একটা পাওয়া যায় না। ইস্টার্ন প্লাজায় খুঁজলে একটা দুইটা পাওয়া যেতে পারে।

    @Droids and Apps:
    আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যেই ফোন ব্যবহার করে সে সেই ফোন নিয়েই বেশ সন্তুষ্ঠ থাকে। 😀
    টাইপ করার জন্য স্ক্রিণের সাইজ খুব একটা প্রব্লেম করেনা। আমার 3.2 ইন্চি ডিসপ্লেতে প্রথম প্রথম টাইপে সমস্যা হলেও এখন দ্রুত গতিতে টাইপ করতে পারি। সবকিছুই অভ্যাসের উপর নির্ভর করে! 😀

@ নেট মাস্টার ……
১. ভাই আমি HTC Wildfire কিনেছি দুই মাস আগে। চরম একটা সেট। But somehow আমার উপরের HTC লেখাটার ঊপরের টাচ ( sliding Window/ Notification ) টা কাজ করছে না। এখন সেট টা নিয়ে আমার কোথায় যাওয়া উচিত?

২. আমি এই সেটে Android 2.2 Froyo install করতে পারব? পারলে কিভাবে করব??

    @রিফাত: shunechi android er mul website e naki update kora jay.tobe puratai shona.test korini kokhono.

    @রিফাত:
    হচ্ছে আপনার সফটওয়্যারের সমস্যা রয়েছে। সফটওয়্যার আপগ্রেড করে দেখুন। আমি নিজেও এখনো আপগ্রেড করিনি আপগ্রেড করার পর টিউটোরিয়াল দেব।

গ্যালাক্সী S II সম্পরকে কিছু জানালে ভাল হয়।

@ নেট মাস্টার, আপনাকে অনেক ধন্যবাদ সময়োপযোগী একটা সুন্দর টিউন করার জন্য। আপনার কাছ থেকে আরো জটিল সব টিউন আশা করছি ও আপনার সুস্থ্যতা কামনা করছি। ভাল থাকবেন….

ami 15000 thaka 20000 er moddha Android phone kinte chai konta kinle amar jonno valo hobe pls jana???

Level 0

vai ami
HTC ChaCha kinte chy…atar dam kkoto janan…amak ak ak jayga te ak ak dam bole…ata Android OS, v2.3 (Gingerbread)… 21000tk chy.. asol dam ta koto ai set r and set ta ki valo hobe? amak janan taratari…http://www.gsmarena.com/htc_chacha-3787.php

    @amaraami:
    HTC এর সাপোর্ট বাংলাদেশে নেই। তাই বাংলাদেশে সেটটির প্রকৃত দাম কত তা জানারও কোন সুযোগ নেই।
    সেটের কন্ডিশন (নতুন না পুরাতন), অরজিনাল নাকি রিফারব্লিস্ট ইক্যাদির উপর ডিপেন্ড করে দাম ভেরিয়েশন হয়। খুব ভালো হবে যাদ দেশের বাইরে কেউ থাকলে তার কাছ থেকে নিয়ে আসেন।
    দেশেরে ফোনগুলোতে ওয়ারেন্টি পাবেন না। আর পেলেও সেটা হবে, লোকাল ওয়ারেন্টি, মানে পাশের মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে সারিয়ে এনে কোনমতে গছিয়ে দেবে আপনার কাছে।

xperia 8 সম্পর্কে কিছু বলবেন প্লিজ । 15000 tk এর মধ্যে কোনটা কিনলে ভাল হবে একটু জানাবেন , ধন্যবাদ।

    @mithun neil:
    এক্সপেরিয়া বেশ ভাল বে সাইজে ছোট বলে টাইপ করতে সমস্যা হয়। স্যামসাং এর সেটগুলো ভাল।

Level New

vai gelaxy 551 kinbo bole tik korsi.but ata puran na nutun,অরজিনাল নাকি রিফারব্লিস্ট kmne bujbo?ami er aga android phn use korini.kon jaiga theka kinle valo hobe?please aktu help koren.

    @mam13113: ট্রান্সকম বা স্যামসাং এর মোবাইল শোরুম থেকে কিনুন। নতুন পারেন। gelaxy 551 সম্ভবত বাংলাদেশে আসেনা।

achha 20000-25000 er moddhe valo kono set pawa jabe..any brand will be considered and Must be android os…?

    @Mushfiqur Farabiz: অনেক ভার সেট পাবেন এই বাজেটে। আপনি HTC কিনুন বা স্যামসাং এর শো রুম ঘুরো আসুন।

লাভ কি ভাই? আমি মনে করেছিলাম ১০০০০টাকার কম হবে।বাংলাদেশে এখনো ১১০০০ এর নিচে কোনো এন্ড্রয়েড সেট পাওয়া যায়না।আর বর্তমানে সবচেয়ে কম দামি ব্র্যান্ডের সেট হলো স্যামসাং গ্যালাক্সি ওয়াই। ১৩৪৯০টাকা।এই দুঃখেই তোএই সেট কিনলাম
Symphony FT40