Olboy এর মত আবারো শ্বাসরুদ্ধকর দারুন একটি মুভি দেখলাম ক’দিন আগে। যথারীতি এটি ও একটি কোরিয়ান মুভি।
তবে এটি মূলত এ্যাকশনধর্মী একটি মুভি, এতে রয়েছে ভায়োলেন্সের ছড়াছড়ি।
এর প্রতিটা এ্যাকশন দৃশ্য এবং কিছু কিছু মূহুর্ত-যা বারবার পেছনে রিওয়াইন্ড করে দেখার মত।
কিছু ডায়ালগ যা শুনে গায়ের রোম শিউরে ওঠে, কখনো বা কাঁদায়-ভাবায়।
কিছু দৃশ্য যা দেখে নিজের ভিতর থেকে লুকিয়ে থাকা কোন এক পশু শিকল ছিড়ে বেরিয়ে আসতে চায় প্রতিশোধ নিতে...
মুভি’টির নাম টাই বলা হয়নি! “The Man From Nowhere”
IMDB রেটিং দেখে আমি সন্তুষ্ট হতে পারিনি। মাত্র 7.8, এর রেটিং আরো বেশি হওয়া উচিত ছিল!
তবে আমার ব্যক্তিগত রেটিং থাকবে 8.5!
মুভি’টির নায়ক Won Bin এর কান্না-রাগ-হিংস্রতা... প্রতিটা এক্সপ্রেশন ছিল দেখার মত! এমনিতেই সমস্ত মুভি’তে Won Bin ডায়ালগ ছিল খুব ই কম, অবশ্য তার প্রয়োজন ও হয়নি। Won Bin এর চোখেই যে এক্সপ্রেশন ছিল তা অনেক না বলা ডায়ালগ খুব সুন্দর করে ফুটে উঠেছে...
ছোট্ট মেয়েটির ভূমিকায় অভিনয় করা Kim Sae-ron এর অভিনয় ও মন কেড়েছে।
বিশেষ করে Won Bin কে উদ্দেশ্য করে Kim Sae-ron এর বলা ডায়ালগঃ
Mister... You must feel embarrassed about me, don’t you?
That’s why you pretended not knowing me, wasn’t it?
It’s alright though. My classmates feel the same, so do the teachers.
Mom also told me if I ever get lost, I should pretend I don’t know our address or phone numbers.
Everytime she gets drunk, she keeps saying we should kill ourselves together.
You are worse than the fat son of bitch, who calls me a begger. Still, I don’t hate you.
If I come to hate you, there’s not a single one I like in this world.
If I keep thinking that, Its really hurts here! (she knocks her chest)
So, I’m not going to hate you!
চোখের পানি ধরে রাখা যায় না। এটি ছিল মুভি’টির সবচাইতে মন খারাপ করা ডায়ালগ যা অনেকদিন কোন মুভিতে পাইনি।
এবার মূল কাহিনী তে আসি।
মুভি’র হিরো Won Bin এর সাথে পরিচয় ঘটে একজন অদ্ভুত আর অচেনা মানুষ হিসাবে, যে কিনা প্রয়োজন ছাড়া একটি কথা ও বলে না। হাঁসে না, কাদে না।
সে কে-কোত্থেকে এসেছে কেউ জানে না।
একটি পনশপ (সোনা-দানা বা মুল্যবান বস্তু বন্ধকের দোকান) চালিয়ে দিন কাটায় সে।
একটি দুর্ঘটনায় প্রানপ্রিয় স্ত্রীকে হারিয়ে বাইরের পৃথিবীর কারো সাথেই তার কোন যোগাযোগ নেই। নাহ, ভুল বললাম। আছে-ছোট্ট মেয়েটির সাথেই এখন তার একমাত্র যোগাযোগ এই পৃথিবীতে, যার মা একজন ড্রাগ স্মাগলার। খেলার সাথী আর বন্ধুহীন ছোট মেয়েটা প্রায় এসে জ্বালাতন করে Won Bin কে।
Won Bin অদ্ভুত রকমের নিশ্চুপ-নিরব আর অনুভূতিহীন একজন মানুষ, আর ছোট্ট মেয়ে Kim Sae-ron চঞ্চল-বুদ্ধিমতী আর প্রচুর কথা বলে। অতি শীঘ্রিই দু’এর মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায়।
এভাবে দু’জনের অসম বন্ধুত্বের দিন গুলো কেটে যাচ্ছিল। হঠাৎ পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। Kim Sae-ron এর মা ঐ শহরের সবচাইতে বড় ড্রাগ ডিলারের হেরোইনের প্যাকেজ মেরে দেয় এবং সেটি একটি ক্যামেরার বক্সে লুকিয়ে রেখে Won Bin এর পনশপে বন্ধক রেখে যায়। ভিতরে কি আছে Won Bin তা জানতো না। এদিকে হেরোইনের প্যাকেজ ফেরত পাওয়ার জন্য ঐ ড্রাগ ডিলার ছোট্ট মেয়েটা আর তার মাকে কিডন্যাপ করে এবং Won Bin কে চ্যালেঞ্জ করে বসে। কিন্তু অজানা-অচেনা এক মামুলি যুবকের অসাধারণ রিফ্লেক্স এ্যাকশন দেখে হতভম্ব হয়ে পড়ে তারা।
নিরব-নিশ্চুপ Won Bin ভয়ংকর ক্ষেপে ওঠে ছোট্ট মেয়েটিকে বাচানোর জন্য। ঐ ড্রাগ ডিলারের অনেক ব্যবসার মধ্যে একটি ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক বয়সের মানুষকে ধরে নিয়ে এসে তাদের মুল্যবান যেমন চোখ, কিডনী, ফুসফুস ইত্যাদি অঙ্গ কেটে নিয়ে যাদের প্রয়োজন তাদের কাছে বিক্রি করা। তারা Kim Sae-ron এর মাকে টর্চার করে শরীর থেকে মুল্যবান অঙ্গ কেটে নিয়ে মেরে ফেলে, আর ছোট্ট মেয়েটাকে বন্দী করে রাখে পরবর্তীতে তার অঙ্গ সমূহ কেটে নেওয়ার জন্য।
এদিকে পুলিশ ভাবে কাজটি Won Bin এর। তাই তারা Won Bin কে গ্রেফতার করে। কিন্তু তখনো না ড্রাগ ডিলার এবং পুলিশ, দু’পক্ষের কেউ ই জানেনা তার পরিচয় কি, সে কে, কোত্থেকে এসেছে!
কিন্তু হায়! যদি তারা জানত সে কতটা ভয়ংকর ছুরি আর অস্ত্র হাতে! এমন কি কতটা ভয়ংকর খালি হাতে! যদি তারা জানত! হয়ত এমন কি সাহস ও করতো না তাকে চ্যালেঞ্জ করার। পুলিশের উপস্থিতিতেই জেল ভেঙ্গে পালায় Won Bin।
এবার পুলিশ আর ডিটেক্টিভ উঠে পড়ে লাগে Won Bin এর আসল পরিচয় জানার জন্য। কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ থুক্কু ভুল বললাম! বেরিয়ে আসে কেঁচোর গর্তে লুকিয়ে থাকা মস্ত এক সিংহ!!!
সমস্ত প্রশাসন কেপে ওঠে তার আসল পরিচয় পেয়ে।
কিন্তু মুভি’র একটা পর্যায়ে যখন ঐ ড্রাগ ডিলার Won Bin এর কাছে পরিচয় জানতে চায়, সে শুধু বলে- “I’m her neighber”! অসাধারণ লেগেছে ডায়ালগ টি!
আমি ও তার আসল পরিচয় এখন ই প্রকাশ করতে চাইছি না। মুভিতেই দেখে নিবেন, আশা করি আপনি ও হতভম্ব হয়ে যাবেন Won Bin এর আসল পরিচয় পেয়ে!
যারা দেখেন নি এখনো, এক্ষুনি ডাউনলোড করে দেখে ফেলুন বাকি টুকু জানতে।
অনেকদিন পর এমন একটি এ্যাকশন মুভি নিশ্চয় ই আপনি মিস করতে চাইবেন না!
সিঙ্গল স্টেজভ্যু লিঙ্ক দিলাম, স্টেজভ্যু বলে ভাববেন না প্রিন্ট খারাপ! এটা ব্লুরে রিপ। সাথে ইংলিশ সাবটাইটেল দেওয়া আছে তাই বুঝতে অসুবিধা হবে না।
এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না!
সবাই ভাল থাকুন...
*যারা মিস করেছেন তারা ইচ্ছে হলে আমার আগের মুভি রিভিউ গুলো নিচে থেকে দেখে নিতে পারেন।
>>>>>>>>>>>>>>>========*********========<<<<<<<<<<<<<<<<<
লেখা টি সর্বপ্রথম ফেসবুকের ডাউনলোড জোন গ্রুপে প্রকাশিত হয়েছে।
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo
ধন্যবাদ আপনাকে ! ডাউনলোড দিলাম ,চালিয়ে যান । সেভেন সামুরাই আপনার কাছে থাকলে লিঙ্ক দিন, আপনার সঙ্গে জমবে ভাল । আমি সময় পেলেই সিনেমা দেখি ,