প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি ব্লগের। তবে অন্যান্য ব্লগের সাথে এর একটি বিশেষ পার্থক্য আছে। না না ভাই জানেরা আমি কোন বড় মাপের ব্লগার নই। Graphics Design, Eidting, html, java script কিছুই বুঝি না। ব্লগ কি জিনিস তাই জানতাম না! ব্লগ আর ওয়েব সাইটের পার্থক্য বুঝতাম না।
yahoo massenger এ পরিচয় হয়েছিল এক বন্ধুর সাথে। তার কাছে শুনলাম টেকটউনস নামে একটা ব্লগ আছে। যারা প্রযুক্তি বিষয়ক আপডেট তথ্য জানিয়ে থাকে। যতই দেখলাম, ততই মুগ্ধ হতে লাগলাম। অনেক আপডেট সফটওয়্যার নামিয়ে ব্যবহার করলাম, এখনও করছি। তৃষ্ণা তো ভাই মিটছে না।
ইন্টারনেট সং্যোগ নেওয়ার পর gaziyeasin.blogspot.com নামে একটা ব্লগ খুলেছিলাম। কিন্তু কি ভাবে মেইনটেইন করব তাই বুঝতে পারলাম না। ওভাবেই থাকলো বহু দিন।
টেকটিউনস পড়ছি, দেখছি, বুঝতেছি। অনেক কিছুর জট খুলতে শুরু করল। কিছু কিছু বুঝতে শুরু করলাম। মনে সাহস জোগাতে লাগলাম। শুরু করলাম ব্লগ ডেভেলপমেন্ট এর কাজ।
একটু একটু করে এগোতে লাগলাম। প্রায় এক বছরের মত সময় লাগল মোটামুটি আজকের এই পরজন্ত পৌছাতে। তাই ব্লগের নামও পরিবর্তন করে দিলাম। টেকটিউনসের সাথে মিল রেখে নাম রাখলাম টেকনোলজী টিপস, এড্রেস projuktirtips.blogspot.com। নাম পরিবর্তন করার প্রথম দিকে টেকটিউনস থেকে কপি, পেস্ট করতাম। কিন্তু এখন নিজেই চেষ্টা করছি।
জানি যারা সত্যিকারের ব্লগার তাদের কাছে আমার এই ব্লগ একটি নিম্ন মানের ব্লগ মনে হবে । মডারেটরদের কাছে এইটা হয়তো পাগলামি ছাড়া আর কিছুই মনে হবে না। হয়ত পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ডিলেট করে দিবেন।
তবুও বলব, আমি আজ টেকনোলজী সম্পর্কে যতটুকু জানি তা টেকটিউনসের অবদান।
টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ। দোয়া করি Techtunes.com.bd ওয়ার্ল্ড রাঙ্কিং এ ১ নম্বরে চলে আসুক।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। শুভ কামনা রইল। কমেন্ট করলে অনুপ্রেরণা পাব।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
আমিও টিটির নিকট অনেক কৃতজ্ঞ! আমার যা কিছু অর্জন তা এখানে থেকেই বলা চলে। বেচে থাক টীটি…
ভাই আপনার ব্লগ এর সব গুলো পোস্ট কপি করা*** আপনি কি নিজের থেকে পোস্ট লিখতে পারেন না।