টেকটিউনস আমার ব্লগের জন্মদাতা!!

প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু ওয়ালাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি ব্লগের। তবে অন্যান্য ব্লগের সাথে এর একটি বিশেষ পার্থক্য আছে। না না ভাই জানেরা আমি কোন বড় মাপের ব্লগার নই। Graphics Design, Eidting, html, java script কিছুই বুঝি না। ব্লগ কি জিনিস তাই জানতাম না! ব্লগ আর ওয়েব সাইটের পার্থক্য বুঝতাম না।

yahoo massenger এ পরিচয় হয়েছিল এক বন্ধুর সাথে। তার কাছে শুনলাম টেকটউনস নামে একটা ব্লগ আছে। যারা প্রযুক্তি বিষয়ক আপডেট তথ্য জানিয়ে থাকে। যতই দেখলাম, ততই মুগ্ধ হতে লাগলাম। অনেক আপডেট সফটওয়্যার নামিয়ে ব্যবহার করলাম, এখনও করছি। তৃষ্ণা তো ভাই মিটছে না।

ইন্টারনেট সং্যোগ নেওয়ার পর gaziyeasin.blogspot.com নামে  একটা ব্লগ খুলেছিলাম। কিন্তু কি ভাবে মেইনটেইন করব তাই বুঝতে পারলাম না। ওভাবেই  থাকলো বহু দিন।

টেকটিউনস পড়ছি, দেখছি, বুঝতেছি।  অনেক কিছুর জট খুলতে শুরু করল। কিছু কিছু বুঝতে শুরু করলাম। মনে সাহস জোগাতে লাগলাম। শুরু করলাম ব্লগ ডেভেলপমেন্ট এর কাজ।

একটু একটু করে এগোতে লাগলাম। প্রায় এক বছরের মত সময় লাগল মোটামুটি আজকের এই পরজন্ত পৌছাতে। তাই ব্লগের নামও পরিবর্তন করে দিলাম। টেকটিউনসের সাথে মিল রেখে নাম রাখলাম টেকনোলজী টিপস, এড্রেস projuktirtips.blogspot.com। নাম পরিবর্তন করার প্রথম দিকে টেকটিউনস থেকে কপি, পেস্ট করতাম। কিন্তু এখন নিজেই চেষ্টা করছি।

জানি যারা সত্যিকারের ব্লগার তাদের কাছে আমার এই ব্লগ একটি নিম্ন মানের ব্লগ মনে হবে । মডারেটরদের কাছে এইটা হয়তো পাগলামি ছাড়া আর কিছুই মনে হবে না। হয়ত পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ডিলেট করে দিবেন।

তবুও বলব, আমি আজ টেকনোলজী সম্পর্কে যতটুকু জানি তা টেকটিউনসের অবদান।

টেকটিউনসের কাছে আমি কৃতজ্ঞ। দোয়া করি Techtunes.com.bd ওয়ার্ল্ড রাঙ্কিং এ ১ নম্বরে চলে আসুক।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। শুভ কামনা রইল। কমেন্ট করলে অনুপ্রেরণা পাব। 

Level 0

আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনার ব্লগ এর সব গুলো পোস্ট কপি করা*** আপনি কি নিজের থেকে পোস্ট লিখতে পারেন না।

    @.com: ভাই এখন মোটামুটি বুঝে উঠেছি। আগামীতে নিজেই লিখব ইনশাল্লাহ। প্রথম দিক বলে কিছু পোস্ট সংগ্রহ করেছি।

    @.com: স্যার, আমি মুলত ডিজাইন টা দেখার জন্য বলেছি। আপাতত এত টুকুই।

Level 0

ভাই এত কিছু শিখে শেষ পর্যন্ত আঁটে রাখলেন ।
এরই নাম ভালোবাসা না হেসে পারলাম না হি হি হি……

    @sbn5233: আপনার কথা বুঝলাম না। তবে সমালোচনা করেছেন এইটা বুঝতে পেরেছি। সমালোচনার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই মাইন্ড কইরেন না আসলে এরই নাম নাকি মানুষ …।।

    @sbn5233: আপনাদের সমালোচনা শোনার জন্য আমার এই টিউন। তবে আশা করব নিরুৎসাহিত করবেন না। পোস্ট লেখার যোগ্যতা আমার এখনও হয়নি। বড় ভুল হলে ক্ষমা চাইছি।

Level 0

আপনার জন্য শুভ কামনা রইল!

Level 0

ভাই নিরুৎসাহিত করবো কেন , আমিতো এটার জন্য বলে ছিলাম।

Fevourite sites

১=আইটেক বাংলা
২=আমাদের ফোরাম
৩=ইংলিশ গুরু
৪=জাতীয় ই তথ্যকোষ
৫=জাতীয় ওয়েব পোর্টাল
৬=জাতীয় বিশ্ববিদ্যালয়
৭=টিউটোরিয়াল বিডি
৮=টেকটিউনস
৯=বিডি টিউটোরিয়াল ২৪
১০=হেলথ ২৪

”পোস্ট লেখার যোগ্যতা আমার এখনও হয়নি। বড় ভুল হলে ক্ষমা চাইছি।”
এখানে ক্ষমা চাওয়ার মত কিছু হয়নি , কথায় আছে ”গাইতে গাইতে গায়েন ” চালিয়ে যান ।
কম্যান্ড লেখার যোগ্যতা আমার এখনও হয়নি, এটি আমার তিন নাম্বার কম্যান্ড । বড় ভুল হলে ক্ষমা চাইছি।

    @sbn5233: ভাই এইটা আমার দোষ না। Shorting Alphabatically select করা ছিল। বিষয়টা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে।টেকটিউনস এখন ১ নম্বরে।

Level 0

apnar moto amaro computerer ja kichhu biddabuddhi , shob ei TT thekei pawoa.

আপনার ব্লগে যাওয়ার পর নিচের লেখাটি আসছে

ব্লগ অপসারণ করা হয়েছে
দুঃখিত, gaziyeasin.blogspot.com -এ ব্লগটি অপসারিত হয়েছে৷ নতুন ব্লগগুলির জন্য এই ঠিকানাটি উপলভ্য নয়৷

আপনি কি আপনার ব্লগ এখানে দেখতে পাওয়ার আশা করেছিলেন? দেখুন: ‘I ওয়েবে আমার ব্লগ খুঁজে পাই নি, এটি কোথায়?’

    @tunerparvez: ভাইজান, প্রথমে gaziyeasin.blogspot.com এই নামে ব্লগ খুলে ছিলাম। পরবর্তীতে নাম পরিবর্তন করে projuktirtips.blogspot.com রাখা হয়। পোস্টটি ভাল করে পড়লে বুঝতে পারবেন। আপনাকে ধন্যবাদ।

Level 0

আমিও টিটির নিকট অনেক কৃতজ্ঞ! আমার যা কিছু অর্জন তা এখানে থেকেই বলা চলে। বেচে থাক টীটি…

Level 0

আমার কম্যান্ড সার্থক হয়েছে । আপনাকে ধন্যবাদ , আর চালিয়ে যান যতই বাঁধা আসুক……

    @sbn5233: আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করবো ভবিষ্যতে আরও সহযোগীতা করবেন। আপনার সু স্বাস্থ্য কামনা করছি।

Level 0

ভাইয়া আমিও আপনার মত একটা ব্লগ সাইট খুলতে চাই কিভাবে খুলতে হবে সে ব্যাপারে কি একটু সাহায্য করবেন আমার জিমেইল ব্লগার ও গুগল প্লুসে একাউন্ত আছে ।
যদি সাহায্য করতে চান তাহলে এক্তা মেইলে দিয়েন “[email protected]” ।