বাংলাদেশে এলো পূর্ণাঙ্গ নতুন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

সামাজিক যোগাযোগের জন্য আমরা অনেকেই ফেসবুক বা টুইটারের মত ওয়েবসাইটগুলো ব্যবহার করি। বর্তমান সময়ে একে অপরের সাথে যোগাযোগের সবচেয়ে দ্রুত ও সহজ মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত চালু হল পূর্ণাঙ্গ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট http://www.cafeyard.com। সামাজিক নেটওয়ার্কিং এর সকল সুবিধা সহ এই ওয়েবসাইটে আরও বিশেষ কিছু ফিচার রাখা হয়েছে। এখানে ওয়াল পোষ্টিং, চ্যাট, ফটো ও ভিডিও শেয়ারিং,গ্রপ, ইভেন্ট ইত্যাদির পাশাপাশি বিশেষ ফিচারগুলোর মধ্যে আছে ব্লগ জোন,বাই এন্ড সেল জোন, ইমার্জেন্সি কন্টাক্টস, ব্লাড ব্যাংক ইত্যাদি। তাছাড়া এখানে "কনটেস্ট জোন" এ ব্যবহারকারীরা প্রতিযোগীতা করতে ও পুরষ্কার জিততে পারবে। সাইটটিতে ব্যবহারকারীর গোপনীয়তাও বেশ ভাল।
সব মিলিয়ে এটি আমাদের জন্য একটি সুখবরই বটে। বলা যায় এখন আমরা আর পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এখন থেকে আমরা আমাদের দেশীয় ওয়েবসাইটই ব্যবাহার করতে পারছি।

Level 0

আমি mahbubhq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সাফল্য কামনা করসি

Level 0

খোজ নিয়ে দেখেন, দেশের কিন্তু এমন সাইট কম হই নাই। যেমন, http://www.priyabondhu.com http://www.aref.in http://www.bondhu.net, http://www.love.com.bd,www.jhenidah.net
আরও অনেক।কিন্তু প্রতিযোগিতায় ঠিকে থাকা কঠিন। দেখা যায় যে সব সাইট পর্ণকে অনুমোদন দেয় সেই সব সাইট ঠিকে থাকে। অমি কয়েকটা সাইটেকে হারিযে যাওয়া লক্ষ্য করেছি।
আর এই সব বেশির ভাগ সাইট জম সোসিয়েল সর্ফটয়ার দিয়ে করা হয়। এটা দেখে মনে হলো এটাও জুমলা এবং জম সোসিয়েল দিয়ে করা।

সাফল্য কামনা রইল।

Level 0

ভালো লাগলো

সাফল্য কামনা রইল।

Level 0

Ravish

    Level 0

    মন্তব্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

একটি সামাজিক প্ল্যাটফর্ম যা মানুষকে ইন্টারনেট থেকে টাকা আয় করতে সাহায্য করে।দৈনন্দিন আমি এই ওয়েবসাইট থেকে টাকা আয় করি।মানিবুক২য়ৌ_ ব্যবহার করে আমরা Google প্লাস, ফেইসবুক, টুইটার এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট বাকি থেকে টাকা আয় করা খুব সহজেই করতে পারেন.

http://www.moneybook2u.com