কেমন আছেন সবাই?
গত টিউনে Oldboy নামে একটি কোরিয়ান মুভির পোস্ট দিয়েছিলাম। আপনাদের ভালবাসা এবং সাড়া পেয়ে আবার ও লেখার অনুপ্রেরণা পেলাম।
অনেকে Oldboy এর মত শকিং মুভি'র জন্য অনুরোধ করেছিলেন।
তবে আজ অন্যরকম একটি সুন্দর চাইনিজ মুভি সম্পর্কে লিখব।
মুভিটির নাম হচ্ছেঃ "The Road Home"
এর IMDB রেটিং টা ও খারাপ নয়।
মুভিটির নাম প্রথম যখন শুনি, বুকের মধ্যে কেমন জানি করে উঠেছিল।
কে না জানে-ভালবাসায় বৃষ্টি আর জ্যোৎস্নার মতই "পথ" ও এক অন্যরকম মাত্রা এনে দেয়।
প্রিয় আর পরিচিত পথ ধরে পাশাপাশি হেটে যাওয়া,
অথবা দু'চোখে নোনা জল মেখে তার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকা...
যে ভালবেসেছে শুধু সে-ই জানে একজন প্রেমিক/প্রেমিকার কাছে "পথ" কি!
মুভিটির নির্মাণশৈলী টা অসাধারণ লেগেছে।
বিশেষ করে বর্তমান সময় কে সাদা-কালো আর অতীত এর স্বর্ণালী সময় কে রঙ্গিন ফ্রেমে দেখানোর আইডিয়া টা সত্যিই অসাধারণ!
কিছু স্মৃতি কখনোই মলিন হয়ে যায় না। বরং স্মৃতির পাতায় জ্বলজ্বল করে নতুনের মতই...
মুভির শুরুতে দেখা যায়, এক তরুন ইঞ্জিনিয়ার Luo Yusheng তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে শহর থেকে অনেক দূরে তার গ্রামে ফিরে আসে।
তবে বাবার লাশ গ্রাম থেকে বহুদুরের একটি শহরের মর্গে পড়ে আছে।
ঐ গ্রামের প্রথা আর ঐতিহ্য অনুযায়ী গ্রামটির কোন অধিবাসীর যেখানেই মৃত্যু হোক না কেন লাশ পায়ে হেটে ঐ গ্রামেই বয়ে আনতে হয়, তা যত কষ্টই হোক না কেন।
কিন্তু বাড়িতে অসুস্থ্য মা, দুর্যোগ পূর্ন আবহাওয়া আর লোকবল সংকটের কারনে Luo Yusheng এর পক্ষে এই মূহুর্তে বাবার লাশ বয়ে আনা টা এক প্রকার অসম্ভব ই বলা চলে। কিন্তু Luo Yusheng মা নাছোড়বান্দা! বাবা কে বয়েই আনতে হবে। কোনপ্রকার যান-বাহনে আনা চলবেনা এবং মা ও সাথে যাবে!
...বাবার মৃতদেহের সৎকার করার পর একাকী মায়ের সাথে ছেলের কথোপকোথনের মধ্য দিয়ে আস্তে আস্তে অতীতের স্বর্ণালী সময় গুলোর কথা উঠে আসতে থাকে।
Luo Yusheng জানতে পারে অসাধারণ এক ভালবাসার কাহিনী...
এতটুকু ও বোরিং লাগেনি অতীতের সেই সময় গুলোতে ঘুরে আসতে!
আপনার ও লাগবেনা আশা করি...
দুঃখিত মিডিয়াফায়ার লিঙ্ক দিতে পারলাম না,
মন চাইলে ডাউনলোড করে নিন এই টরেন্ট লিঙ্ক থেকে।
সিড এর জন্য সমস্যা হলে torrific.com সাইট টির মাধ্যমে সহজেই IDM দিয়ে ডাউনলোড করতে পারবেন।
আর ইচ্ছা হলে নিচে থেকে দেখে নিতে পারেন আমার আগের টিউন গুলোঃ
>>>>>>>>>>>>>>>========*********========<<<<<<<<<<<<<<<<<
*মেডিটেশনঃ শৃঙ্খল মুক্তির বিজ্ঞান। (সম্ভবত মেগা টিউন)
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo
আপনার উপস্থাপনা সুন্দর হয়েছে , ধন্যবাদ ।