সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। তো চলুন, কথা না বাড়িয়ে মূল টিউনে চলে যাই।
ইংলিশ গুরু:
যারা পরীক্ষার আগে ইংরেজিতে পাশ করার জন্য গাদা গাদা বই পড়েন, তাদের জন্য আমার এই সাইট। এই সাইটে আপনারা ইংরেজি গ্রামার থেকে শুরু প্যারাগ্রাফ, রচনা, প্যাসেজ সবই পাবেন। এখানে বসে আপনি পড়তে পারবেন, চাইলে কপি করে আপনার পিসিতে নিয়ে প্রিন্টও করতে পারবেন। পাশাপাশি অনলাইনে এক্সাম দিয়ে যাচাই করতে পারবেন আপনি কি শিখলেন। তো চলুন জেনে নেই কাদের জন্য কি থাকছে ইংলিশ গুরুতে-
এসএসসি:
এসএসসি পরীক্ষার্থীরা ও নবম-দশম শ্রেণীর ছোট ভাই-বোনদের জন্য রয়েছে পুর্ণাঙ্গ সাজেশন্স। এসএসসির ইংরেজি পরীক্ষা যেই নিয়মে হয় ঠিক সেই নিয়মে সাজানো হয়েছে কন্টেন্ট গুলো। যেমন:
ইংরেজি প্রথম পত্র এর জন্য-
এইচএসসি:
এইচএসসি পরীক্ষার্থীরা ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ভাই-বোনদের জন্য রয়েছে পুর্ণাঙ্গ সাজেশন্স। এইচএসসি'র ইংরেজি পরীক্ষা যেই নিয়মে হয় ঠিক সেই নিয়মে সাজানো হয়েছে কন্টেন্ট গুলো। যেমন:
ইংরেজি প্রথম পত্র এর জন্য-
ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য-
ডিগ্রী/অনার্স:
ডিগ্রীর স্টুডেন্ট দের জন্য এই সাইটের কাজ এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশের সব কয়টি কলেজের বিগত বছরের ইংরেজি পরীক্ষার প্রশ্নাবলী পাওয়া যাবে এই অপশনে।
বিশ্ববিদ্যালয় ভর্তির ইংরেজি:
এই অপশনে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্নাঙ্গ লেকচার শীট পাবে। পাশাপাশি সাজেশন্স ও পাওয়া যাবে। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজি লেকচার পাবলিশড করা হবে। আর লেকচারের মানের দিক দিয়ে নিশ্চিত থাকতে পারো। কোনো সমস্যা হলে মন্তব্যের মাধ্যবে জানানোর জন্য অনুরোধ করা হলো।
কলেজ ভর্তির ইংরেজি:
এখানে একটা কথা সবাইকে জানিয়ে দেওয়া উচিত, গত বছর থেকে বাংলাদেশের প্রথম সারীর কলেজ গুলোর মধ্যে নটরডেম কলেজ আবারো ভর্তি পরীক্ষার ব্যবস্থা করেছে। এছাড়াও অন্যান্য কলেজগুরো আগে থেকেই কলেজ ভর্তির জন্য পরীক্ষা নেয়। তাই, এই অপশনে যারা এসএসসি পাশ করে কলেজ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্নাঙ্গ লেকচার শীট পাবে। পাশাপাশি সাজেশন্স ও পাওয়া যাবে। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ইংরেজি লেকচার পাবলিশড করা হবে। আর লেকচারের মানের দিক দিয়ে নিশ্চিত থাকতে পারো। কোনো সমস্যা হলে মন্তব্যের মাধ্যবে জানানোর জন্য অনুরোধ করা হলো।
বিসিএস:
যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এখানে রয়েছে অনেকগুলো মডেল টেস্ট। প্রতিটি টেস্ট এ ২৫ টি করে প্রশ্ন থাকবে। সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার পর অনলাইনে যাচাই করতে পারবেন আপনার স্কোর। তো শুরু করে দিন এখনই।
আইইএলটিএস:
আইইএলটিএস-এর জন্য রয়েছে পরীক্ষার নিয়মানুযায়ী চারটি অপশন: Reading, Writing, Listening & Spoken. এখান থেকে আপনারা এই সব বিষয়ের উপর লেকচার ও স্পোকেন ও লিসেনিংয়ের জন্য অডিও টিউটোরিয়াল পাবেন। যা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন কিংবা যাদের ইন্টারনেট স্প্রীড ২০+ তারা অনলাইনে শুনতে পারবেন প্লে করে।
পরিশেষ: এছাড়া্ও এই সাইটে আরো অনেক কিছু যোগ করার প্ল্যান আছে। তাই সবাইকে অনুরোধ করবো আপনারা আপনাদের সাজেশন্স সাইটের মাধ্যমে কিংবা এই টিউনে মন্তব্যের মাধ্্যমে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন।
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
go ahead