মুভি রিভিউঃ Oldboy (নিজ দ্বায়িত্বে দেখুন) বারবার গায়ের রোম শিউরে ওঠা একটি নির্মম আর অমানুষিক প্রতিশোধের কাহিনী।

প্রতিশোধের স্পৃহা যে একটা মানুষকে কতটা অমানুষ আর নির্মম করতে পারে তার ই জ্বলন্ত উদাহরণ এই মুভিটি।

মুভিটি দেখতে দেখতে প্রচন্ড রাগ আর ক্ষোভে আমার শরীরের রোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল বারবার!

যাদের হার্ট দূর্বল তাদের মুভিটি না দেখার জন্য অনুরোধ করছি।

মুভি টি বিভিন্ন ক্যাটেগরীতে ১৭টি পুরুস্কার জিতেছে। এই লিঙ্ক থেকে পুরুস্কার সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

এর IMDB রেটিং ৮.৪! এবং IMDB TOP 250 মুভি'র মধ্যে এটি ৯৩ তম!

মুভিটি দেখেছিলাম দিন কয়েক আগে, কিন্তু এখনো আমার মাথা পুরা হ্যাং হয়ে আছে। এখনো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যা আর কোনো মুভির বেলাতে হয় নি!

পরিচালক তার কাজটি যে কত নিখুত ভাবে করেছেন তা নিজের উপর নিস্ফল রাগ আর ক্ষোভ থেকেই বুঝতে পারছিলাম।

কোনো কারন দর্শানো ছাড়াই একটি লোককে জেলে পাঠানো হয়।

এবং দিনের পর দিন বিভিন্ন রকম টর্চার হতে থাকে তার উপর।

লোকটা জানে না কি কারনে, কি অপরাধে তাকে কারাবন্দী করা হয়েছে।

প্রশ্নের উত্তর না জেনেই একে একে কাটতে থাকে দিন-মাস-বছর...

কারো কাছ থেকে উত্তর না পেয়ে সে এক সময় তার অতীত অপরাধ আর ভুল গুলো লিখতে শুরু করে তার শাস্তির কারন জানতে।

কিন্তু তারপর ও সে এতবড় শাস্তির কোন কারন খুজে পেল না।

এভাবে আরো কয়েকটি বছর কেটে যায়। এবার তার ভিতর আস্তে আস্তে দানা বেধে ওঠে প্রচন্ড ক্রোধ। প্রতিশোধের নেশায় সে নিজেকে তৈরী করতে থাকে কঠিন এক মানুষে।

সে প্রতিজ্ঞা করে, জেল থেকে মুক্তির পর তাকে বিনাদোষে যে জেলে পাঠিয়েছে তাকে খুজে বের করবে এবং তার শরীরের প্রতিটা অংগ আলাদা আলাদা করে কেটে প্রতিশোধ নেবে।

এভাবে দীর্ঘ ১৫টি বছর পর সে মুক্তি পায় জেল থেকে। সে তখন বাস্তবতার কঠিন ধাতুতে গড়া সম্পুর্ন অন্য এক মানুষ।

এবার বহুদিনের সেই আকাঙ্ক্ষিত প্রতিশোধ নেবার পালা...

দর্শক! আপনার মাথা হ্যাং হবার সময় সামনে এসে গেছে! আপনাকে আর সামনে না এগোতে বিনীত অনুরোধ করছি!

কারন মুভিটির শেষে যে টুইষ্ট টি পরিচালক রেখেছেন, তা আপনার পক্ষে সহ্য করা অসম্ভব!

এই শক কোনো মনুষ্যপ্রানীর পক্ষেই সহ্য করা সম্ভব নয়।

তারপর ও সাহস থাকলে এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
সাবটাইটেল সাথেই দেওয়া আছে তাই বুঝতে সমস্যা হবে না।
পোস্ট টি ফেসবুকের ডাউনলোড জোন গ্রুপটি তে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে।

ইচ্ছে হলে দেখতে পারেন আমার আগের টিউনটি।

মেডিটেশনঃ শৃঙ্খল মুক্তির বিজ্ঞান। (সম্ভবত মেগা টিউন)

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যেহেতু বলছেন তাই দেখবো। 😀

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
    হাহাহা… 😀
    আচ্ছা দেইখো! তবে শেষের শক টা সত্যিই সেইরকম!

      এই ছবি থেকে সঞ্জয় দত্তের হিন্দি ছবি “জিন্দা” ১০০% কপি করা হয়েছে 😛 ছবির মেইন চরিত্র এর লোকটারে আমার কাছে চরম লাগে। ব্যাটার নাম “মিন সিক”। দুর্দান্ত এক সাউথ কোরিয়ান অভিনেতা।
      http://www.imdb.com/name/nm0158856/
      http://en.wikipedia.org/wiki/Choi_Min-sik

      # আরেকটা ছবি দেখার অনুরোধ রইল, যদি না দেখেন। “আই স দ্যা ডেভিল”
      #সাইকো মার্কা “আই স দ্যা ডেভিল” ছবিটায় মিন সিকের অছথির কাহিনী-সিন-পাট মাথা নষ্ট করে দেয়। মানুষ মারার পদ্ধতিগুলা ব্যাপক পিনিকের। দুর্বল মনের কেউ দেখলে নির্ঘাত কাত হয়ে যাবে। এখানে এটা নিয়ে হালকা কথাবার্তা আছে দেখতে পারেন – http://sam.azgor.com/2011/07/i-saw-devil.html

Level 0

ok.dekhbo

hmm Wiki থেকে জেনে নেব।

vai শেষের শক টা সত্যিই সেইরকম bolte ki rokom jodi kindy aktu bolten valo hoito…na sunle amr abr ghum hoibo na plz bolen……

    @Cholo_Bristy_Namai:
    হাহাহা! 🙂 ভাই, সেইরকম বলতে এগজ্যাক্টলি সেইরকম! 😉
    মুভি দেখার আগেই বলে দিলে ঘুমের আরো সমস্যা হবে এবং মজা নষ্ট হয়ে যাবে!
    তাই ডাউনলোড করে দেখে নিন সেটাই ভাল হবে…

এইভাবে যখন বললেন না দেখলেই নয়।
গায়ের রোম শিউরে উঠার আশায় ডাউনলোড দিলুম দেখি…।।

মাহবুব ভাই ! যাক আপনার টিউন পেলাম টিটি তে। ডাউনলোডে দিচ্ছি মুভিটা। ধন্যবাদ শেয়ার করার জন্য। 😀

    @তাহের চৌধুরী (সুমন):
    হাহাহা! 😀 ধন্যবাদ তাহের ভাই। টিটি তে অনেক দিন আসি নাহ… এটাই প্রথম নয়। টিউনের নিচে দেখেন মেডিটেশন এর উপর আমার প্রথম পোস্টের লিঙ্কু আছে। 🙂

গায়ের রোম শিউরে উঠার আশায় ডাউনলোড দিলুম দেখি

    @শওকত:
    হাহাহা! 😀 সবাই দেখি একই কথা বলে!
    গায়ে যদি রোম থাকে আপনার-অবশ্যই শিউরে উঠবে কথা দিলাম…

Bai eta korean movie.ami korea thakte dekhesi..

Ami korean Movie te O Ovinoy koresi..korean sobi gulo ektu batikrom dormi.

    @MonyChowdhury:
    তাই নাকি! :O জেনে ভাল্লাগলো! আপনার অভিনীত মুভির যদি লিঙ্ক থাকে তাহলে শেয়ার করবেন আশা করি।
    হ্যা, ঠিক ই বলেছেন-কোরিয়ান মুভি গুলার ধাত বেশ আলাদা!

Level 0

jara gp use koren tara ajke download dile 7 din por dekta parben. karon onek boro file.

banglalink a asi. Download dilam resume asea.

    @মুরাদ / Murad:
    জিপি থেকে বাংলালিঙ্কের সার্ভিস বর্তমানে অনেক ভাল। এটা Stagevu লিঙ্ক তাই ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত রিজিউম করতে কোন সমস্যা হবে না আশা করি।

Level New

প্রায় এই টাইপের একটা হিন্দী মুভি ছিলো। Zinda।

@শ্যাম সুন্দর, ধন্যবাদ। 🙂

আমার ৮ ঘণ্টা লাগবে এটা নামাতে তাই দেখতে পারলাম না 🙁

Review-এর Style-টি ভালো লেগেছে, দেখতে হবে…

আমি ১০ ঘন্টা ধইরা মুভিটা নামাইলাম, এইমাত্র ডাউনলোড শেষ হইলো !!! মাহবুব হাসান ভাই এতো সুন্দর শিরোনাম দিসে, আর না দেইখা পারি ?
ধন্যবাদ মাহবুব ভাই-কে

    @Ishtiak Rohan:
    আপনাকে ও অনেক ধন্যবাদ এত কষ্ট করে মুভিটা ডাউনলোড করেছেন সেজন্য।
    সুন্দর মন্তব্যটির জন্য আরেকবার ধন্যবাদ! 😀

Level New

আমি ভাল মুভির ভক্ত। সেই মুভি যে ভাষারই হোক কোন সমস্যা নেই। আর কোরিয়ান মুভির প্রতি বরাবরই দুর্বলতা রয়েছে। আমি আরেকটি কাজ করি , যে কোন মুভি download করার আগে তার IMDB Rating টা check করে নিই। Rating minimum 7.5 হলে তবেই download দেই। এই মুভিটার Rating চরম 8.4!!! তার উপর মাহবুব হাসান ভাই যে টিউন টাইটেল দিয়েছেন তার পরে এটা ডাউনলোড না করার কোন কারণ দেখিনা । ডাউনলোড করে ফেলেছি ব্রডব্যান্ড ব্যাবহার করি ৩ ঘন্টায় ডাউনলোড শেষ হয়েছে। রাতে দেখব। আর সবশেষে মাহবুব হাসান ভাইকে অনেক ধন্যবাদ এত ভাল (যদিও দেখিনাই এখনও কিনতু IMDB Rating 8.4! তাই ভাল হবেই) একটি মুভির সন্ধান দেয়ার জন্য।

    @সুমন:
    রেটিং দেখে মুভি নামান দেখেই বোঝা যায় আপনি অনেক সচেতন!
    …মুভিটি শুধু যে ভাল তাই-ই নয়, আমি মনে করি এটা একটি মাস্টারপিস!
    কেমন লাগলো দেখে জানাতে ভুলবেন না কিন্তু! 🙂
    আপনার সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ!

      Level New

      @মাহবুব হাসান: মাহবুব হাসান ভাই এইটা কি মুভি দেখাইলেন ভাই? ও ভাইরে কি আর বলব? শেষের শকটা যে কি হৃদয় বিদারক তা না দেখলে বোঝা যাবে না। আমি অনেক আগে থেকেই KOREAN মুভি দেখি। এক সময় ছিল যখন যখন শুধু মুভি বলতেই বুঝতাম Hollywood আর Bollywood এর মুভি। একবার এক বন্ধুর বাসায় গিয়ে একটা Korean মুভি দেখে মাথা ঘুরে যায় সেই থেকে আমি Korean মুভি দেখি আর Korean Movie এর FAN. আর আমার সেই বন্ধুর কাছ থেকেই আমার শুধু Korean না Spanish, Italian, Mexican etc ভাষার মুভি ও দেখা শুরু । আর শুনলে অবাক হবেন শুধু আমি না BD তে আমার চেয়েও অনেক অনেক বড় মুভি পাগল আছেন যারা হেন ভাষা নেই যে ভাষার মুভি দেখেন না। আসলে সত্যি বলতে কি শুধু বাংলা ভাষা ছাড়া [কিছু ব্যাতিক্রম আছে অবশ্য] সব ভাষাতেই অনেক সময় অনেক গ্রেট মুভি তৈরী হয় যেগুলো মনে রাখার মত । তাই মুভি বলতেই যারা Hollywood আর Bollywood এর মুভি বোঝেন তাদের সেই জগৎ থেকে বেরিয়ে আসার অনুরোধ রইল।
      আর এই OLDBOY মুভি সম্পর্কে কি আর বলব? একটা কোরিয়ান ভাষার মুভি হয়েও এর IMDB রাঙ্কিং 8.4 , আর বড় বড় ব্যানারের হলিউডি মুভিকে টেক্কা দিয়ে শীর্ষ 250 movie list এ এর position 93rd! সেই সাথে আছে Korean superstar Min-sik Choi এর দুর্দান্ত অভিনয়। আর কিছু বলার দরকার আছে কি?
      এই মুভিটা একবার দেখতে বসলে আপনি শেষ না করে উঠতে পারবেন না। আসলে কেন একটা লোককে শুধু শুধু ১৫ বছর আটকে রাখা হল? আমি সব কাজ শেষ করে মুভিটা রাত ২টায় দেখা শুরু করেছিলাম ভেবেছিলাম যে ৩টা পর্যন্ত দেখব তারপর ঘুমিয়ে যাব আর বাকিটা কাল দেখব। কিনতু না পারলাম না। ৩টার দিকে প্রচন্ড ঘুম ধরলেও যদি বিছানায় ঘুমাতে যেতাম ও ঘুম ই আসত না রহস্যটা না জানা পর্যন্ত। হা ভাই এটা সেই রকম একটা মুভি। আমি সব মুভি পাগল ভাইদের বলতেছি এই মুভিটা একবার না দেখলে জীবনে অনেক বড় একটা ভাল মুভি দেখা থেকে বণচিত হবেন। মাহবুব হাসান ভাই আপনি এমন এক মুভির নামের সন্ধান দিলেন যে আপনাকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে । এটা একটা Master Piece. ভাই এই রকম আরও Master Piece এর সন্ধান জানলে খোঁজ দিয়েন।

    @সুমন:
    এত্তবড় মন্তব্য!!! তা ও এত সুন্দর সব কথামালা সাজিয়ে!
    অনেক ভাল লাগলো সুমন ভাই। আপনি মুভি দেখেছেন আবার এত সুন্দর করে ফিডব্যাক ও দিয়েছেন-
    এটা যেকোনো টিউনারের জন্যই অনেক উৎসাহব্যঞ্জক!
    যাদের মধ্যে দ্বায়িত্ববোধ আছে শুধু তারাই এভাবে ফিডব্যাক দিতে পারে।
    আমি এমনিতেই ব্যস্ত মানুষ, কিন্তু তারপর ও আপনাদের মত কিছু মানুষের জন্য হলে ও ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ… 🙂
    ভাল থাকুন-অনেক ভাল!

      Level 0

      @সুমন. হায় হায় কি বলেন!!! 🙄 এই মুভি আমাকে দেখতেই হবে কোন মিস নেই :O

ভাই, দেখার অনেক ইচ্ছা হইতেছে, কিন্তু লিমিটেড ইন্টারনেট ইউজ করি (১GB) 🙁 CD পামু?

ধন্যবাদ মাহবুব ভাই। আপনাকে আজ দ্বিতীয়বার টিউন করতে দেখছি বোধহয়…যাইহোক আপনি যতটুকু বর্ণনা করেছেন তা যথেষ্ট মুভিটার প্রতি আমাকে আকৃষ্ট করতে… ডাউনলোড দিলাম… দেখতে হবে… 😈

    @ডিজে আরিফ:
    হ্যা, নিজের ব্যক্তিগত ব্লগ গুলোতে ছাড়া আর কোথাও লেখা হয়ে ওঠে নাহ!
    দেখে জানাতে ভুলো না কেমন লাগলো… 🙂 তোমাকে আকৃষ্ট করতে পেরেছি শুনে যার পর নাই ভাল লাগলো!
    আর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ!

Level 0

cinemati ki sotti valo ami aje download dimu vai

    @yourboss:
    মুশকিলে ফেলে দিলেন দেখছি! মুভিটা আমার কাছে ভাল লেগেছে তবে সেটা আপনার বা অন্য কারো ভাল না ও লাগতে পারে। কারন সবার রুচিবোধ আর বিশ্লেষন ক্ষমতা এক নয়।
    ডাউনলোড দিয়েই দেখুন না হয়!
    ভাল মুভি কিনা সেটা না হয় আপনার মুখ থেকেই শুনব! 🙂

Level 0

kintu vai download dibar age to koyekti koyadi der dekhai oitai ki download dite hoibe!!!!!!!

Level 0

ভাই এই সিনেমা দেখার আগে মরা ভাল ছিল।
ভাল সিনেমা দিলে খুশি হতাম।
এতো বড় খারাপ কাহিনী আগে একটা সিনেমাতে দেখিনি!!
ছি্!!!!

    @yourboss:
    আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ! 🙂
    আপনার আফসোসের কারন হওয়াটা আমার জন্য আপনার মতই সমান দুঃখজনক।
    যাই হোক, কিছু মনে করবেন না- আপনি মুভিটির মূল বক্তব্যটি বুঝতে ভুল করেছেন। 🙂
    মুভি’র একটি বিষয় নিয়ে চিন্তা করেই যদি আপনার মাথা গরম হয়ে যায় তাহলে মুভি’র মূল থীম বা অন্যান্য বিষয় নিয়ে কিভাবে চিন্তা করবেন? 🙂 কোনো মুভি সম্পর্কে বিচার করতে গেলে শুধু কয়েকটি সীন দেখেই তা সম্ভব নয়, এজন্য এর ভিতরে-বাইরে সব পাশ থেকেই দেখতে হয়…
    আমি আমার আগের মন্তব্যে উল্লেখ করেছিলাম- “সবার রুচিবোধ আর বিশ্লেষন ক্ষমতা এক নয়”।
    আমার যেটা ভাল লাগছে সেটা আপনার বা অন্য কারো ভাল না ও লাগতে পারে, আবার আপনার যেটা ভাল লাগে আমার বা অন্য কারো সেটা ভাল না ও লাগতে পারে।
    যাই হোক, মূল প্রসঙ্গে আসি। সিনেমা টির কাহিনী খারাপ কিনা সে বিশ্লেষনে যাবো না।
    শুধু এটুকুই বলবো, আপনি সিনেমার মূল যে থীম সেটা কষ্ট করে একটু বোঝার চেষ্টা করুন এবং এর ভিতরে কিছু মেসেজ আছে পারলে খোজার চেষ্টা করুন… 🙂
    ধন্যবাদ।

@jiko, হিন্দী বা বাংলা ডাবিং লিঙ্কের কথা যদি বুঝিয়ে থাকেন তাহলে দুঃখিত…

সঞ্জয় দত্তের হিন্দি মুভি “জিন্দা” । এইটা থেকে কপি মারছে। তবে কেউ যদি পারেন “cannibal holocaust” মুভিটা দেখবেন। দেখার পর সুস্থ থাকলে রিপ্লাই কইরেন।

Level 2

আপনি তো কোরিয়ান মুভির জগতে মনে হয় আগে থেকেই আছেন। আমি সবেমাত্র বছর খানেক হল কোরিয়ান মুভির জগতে। ফেসবুকে কোরিয়ান মুভি লাভারদের জন্য একটি গ্রুপ রয়েছে। সেখানে আপনাকে জয়েন করার দাওয়াত রইল। আপনার ভান্ডারের মুভিগুলোর রিভিউ পড়ার জন্য আমরা তৈরি। 😀 https://www.facebook.com/groups/koreanmovieanddramalovers/