মাইক্রোসফটের টেকনেট সমপ্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডেস্কটপ ম্যানেজার ছেড়েছে। এই সফটওয়্যারের সাহায্যে একই সাথে চারটি ডেস্কটপ ব্যবহার করা যাবে যাতে ভিন্ন ভিন্ন এ্যাপলিকেশন ব্যবহার করা যাবে। অর্থাৎ একটি ডেক্সটপে যে এ্যাপলিকেশন ব্যবহার করছেন তা অন্য ডেক্সটপে দেখা যাবে না। মাত্র ৬২ কিলোবাইটের এই সফটওয়্যারটি ইনষ্টল করার প্রয়োজন নেই। সফটওয়্যারটি http://technet.microsoft.com/en-us/sysinternals/cc817881.aspx থেকে ডাউনলোড করা করে আনজিপ করে রান করলে সিস্টেম ট্রেতে ডেস্কটপ ম্যানেজারের আইকন আসবে। এই আইকনের উপরে ক্লিক করে আপনি অন্য ডেক্সটপে যেতে পারবেন। আর সেটিং পরিবর্তন বা হটকী ব্যবহারের জন্য আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Options এ ক্লিক করুন।
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
আরও অনেক ডেস্কটপ ম্যানেজার আছে তবে এটা মনে হয় মেমরি কম নেয়।