অনলাইন আয়ের বিষয়টি এখন একটি জনপ্রিয় টপিক। মোটামুটি সবাই এ বিষয়ে আগ্রহী। সবাই সন্ধান করেন অনলাইন থেকে আয়ের সহজতম উপায়ের জন্য। কিছুদিন আগে আসা Scour নিয়ে হঠাৎই অনেক সাড়া পড়ে যায়। কারণ স্কাওয়ার সহজতম উপায়ে উপার্জনের একটি পদ্ধতি। সার্চ করা, মন্তব্য করা আর ভোট করা এমন কঠিন কিছু না। তাই সবাই উঠে পড়ে লাগেন এটার পিছনে। কিন্তু হঠাৎই স্কাওয়ার সত্যিই টাকা দেয় কি না এই নিয়ে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেছে। সবাই একটু চিন্তিত হয়ে পড়েছেন বিষয়টি নিয়ে। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট মাইলটে ডিসকাশন বিভাগে শুরু হয়েছে বিতর্ক। বেশ কিছু ব্যবহারকারীর বর্ণনানুযায়ী মোটামুটি যা একটা ধারণা পাওয়া গেছে, সেটা হচ্ছে এই যে, স্কাওয়ার ৬,৫০০ পয়েন্ট হলে পঁচিশ ডলারের ভিসা গিফট কার্ড দেবে বলে তাদের সাইটে উল্লেখ করেছে। কিন্তু ৬,৫০০ হবার আগেই বা অতিক্রম হয়ে যাবার পর কোন না কোন অজুহাত দেখিয়ে তারা একাউন্ট বাতিল করে দিচ্ছে। ফলে এতদিনের কষ্ট সব মাঠে মারা যাচ্ছে সাধারণ ব্যবহারকারীর।
তবে উপরোল্লেখিত ঘটনা সত্য কি না তা জানা যায়নি। আর অনেকেই স্কাওয়ার টাকা দিয়েছে এমন প্রমাণ ব্যতিত স্কাওয়ার ব্যবহার করতে চাচ্ছেন না। কিন্তু তাই বলে কি আপনার আয় বন্ধ হয়ে থাকবে নাকি?
আমরা অনেকেই ধারণা করতাম সার্চ থেকে আয়ের মত এই ধারণার জন্ম দিয়েছে স্কাওয়ার। কিন্তু আমরা এই বিষয়টি জানতাম না যে, স্কাওয়ার অন্য একটি কোম্পানীর প্রতিদ্বন্দী। এমন একটি কোম্পানী, যা টাকা দেয় এমন প্রমাণ আছে। বহুসংখ্যক ব্যবহারকারী নিজেরাই পোস্ট করেছেন 'তারা টাকা পেয়েছেন' বলে। এছাড়া ঐ কোম্পানীটি টাকা দেয়ার প্রক্রিয়াও সহজ। পে-পালের মাধ্যমে আপনার একাউন্টে টাকা পৌঁছে যাবে নিমিষেই। কোন বাহানার সুযোগ নেই!
মাইহোমপেজ ফ্রেন্ডস হচ্ছে সার্চ থেকে আয় করার পদ্ধতির সর্বপ্রথম উদ্ভাবক (সম্ভবত)। বহুসংখ্যক ব্যবহারকারী এটি আজও ব্যবহার করে যাচ্ছেন। এর সহজ ইন্টারফেস সহজেই ব্যবহারকারীকে মুগ্ধ করবে। যদিও ইন্টারফেস isn't a big factor। স্কাওয়ারের ইন্টারফেসও খুব ভাল। কিন্তু যদি ব্যবহারকারীর প্রাপ্য না দেয় তাহলে তো তাদের সাইট বর্জন করাই শ্রেয়। যাই হোক, মাইহোমপেজ ফ্রেন্ডস সত্যি সত্যিই টাকা দেয় এবং তা পে-পালের মত দ্রুততর পদ্ধতিতে, সঠিক ব্যবহারকারীদের কাছ থেকে এমন তথ্য পেয়েই এই টিউনটি করলাম।
আসুন জেনে নিই মাই হোমপেজ ফ্রেন্ডস কীভাবে টাকা দেয়। প্রতিটি সার্চের বিনিময়ে মাই হোম পেজ ফ্রেন্ডস ঠিক কত টাকা দেয় তা নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ নেই। তবে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবটি বের করেছি। লক্ষ্য করুন।
আপনি যদি প্রতিদিন পাঁচবার করে সার্চ করেন, তাহলে মাস শেষে আপনার উপার্জন হবে ১.৫০ পাউন্ড। বছর শেষে ১৮.২৫ পাউন্ড।
এছাড়াও আপনার বন্ধুদের উপরও নির্ভর করে আপনি কতটুকু আয় করতে পারেন। মাই হোমপেজ ফ্রেন্ডস বলছেঃ
In one month if 10 of your friends also did 5 searches and in turn 10 of their friends did the same and in turn 10 of their friends did the same you will earn £48.00!
In one year if 10 of your friends also did 5 searches and in turn 10 of their friends did the same and in turn 10 of their friends did the same you will earn £584.00!
সুতরাং বুঝতেই পারছেন আপনার বন্ধুরাও আপনার উপার্জনে যথেষ্ট সাহায্য করতে পারেন।
লক্ষ্য করুন, মাইহোমপেজফ্রেন্ডস স্কাওয়ারের মত তিনটি সার্চ ইঞ্জিনে একসাথে সার্চ করে না। এটি শুধু ইয়াহু সার্চ ইঞ্জিনে সার্চ করে। এছাড়াও এটি টাকা দেয় পাউন্ড হিসেবে। তবে যেহেতু পে-পাল বাংলাদেশ সাপোর্ট করে না, সেহেতু বাংলাদেশিরা আপাতত এটি ব্যবহার করে খুব একটা লাভ পাবেন না।
মাইহোমপেজফ্রেন্ডস এর প্ল্যান একটি অপরিষ্কার, অর্থাৎ ওরা কীভাবে কী করে তা স্পষ্ট ভাষায় কোথাও লেখা নেই যেমনটা আছে স্কাওয়ারের। তবে মাইহোমপেজফ্রেন্ডসটি বিশ্বস্ত এবং সত্যিই টাকা দেয়, এমন তথ্য পেয়েছি বলেই আপনাদেরকে বিষয়টা সম্বন্ধে জানালাম। আশা করছি আপনার মন্তব্য জানাবেন।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্কাওয়ার দিয়ে ট্রাই করছি মোটামুটি ভালই। দেখি টাকাপয়সা দেয় নাকি।