সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। তার আগে টেকটিউনস এর সাথে একটু ঝগড়া করে নিই।
আমিঃ আচ্ছা টেকটিউনস, তোমাকে না কত বার বলেছি এভাবে না বলে ঘরের বাইরে যাবে না?
টেকটিউনসঃ আমার কি দোষ। কয়দিন পর পর যে আমার মন ছুটে যায়। তোমার সাথে লুকোচুরি না করলে আমার তো ভালই লাগে না। তাই মাঝে মাঝে না বলে হারিয়ে যাই।
আমিঃ কিন্তু এভাবে যদি মাঝে মাঝে না বলে হারিয়ে যাও, বাই চান্স যদি তোমাকে আর না খুঁজে পাই। তখন কি হবে?
টেকটিউনসঃ কি আর হবে। আমার মতো টেকটিউনস এর তো আর অভাব নেই। আরেকটাকে খুঁজে নিও। তাহলেই তো ঝামেলা শেষ। হারানোর ভয়ও থাকবে না।
আমিঃ তোমার সাহস দেখে বাঁচি না!! তুমি আমাকে আবার আরেকজনের কাছে যেতে বলো। তুমি কি বুঝো না, তুমিই আমার প্রথম, আর তুমিই আমার শেষ!!
টেকটিউনসঃ হয়েছে হয়েছে। আর কখনো যাবো না। এবার হলো তো!
আমিঃ মনে থাকে যেন। আর যদি কোনদিন না বলে হারিয়েছো, ঠ্যাং ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবো। বড্ড বাড় বেড়ে গেছে তোমার। ভাবছো, সবাই তোমাকে ভালবাসে বলে কেউ তোমাকে কিছু বলবে না। মনে রেখো, যারা তোমাকে ভালবাসে, তারা তোমাকে ঠ্যাঙ্গাতেও পারে। কত্তবড় সাহস! না বলে বাড়ির বাইরে গিয়ে এত্তদিন কেউ দেরি করে??? আর তুমি কি ভুলে গেছো যে প্রতিদিন তোমার গুগল চাচাজি এসে তোমাকে খুঁজে যায়। আর না পেয়ে রেগেমেগে তোমার র্যাংক কমিয়ে দেয়। এদিকে শুনি এলেক্সা গুরুজিও নাকি তোমার উপর খুব ক্ষেপা। ওই ব্যাটা এলেক্সা হুমকি দিয়ে বলে ঠিকমত ঘরে না ফিরলে দেবো কিন্তু পিছনে ফেলে। এত্ত টেনশন নিয়ে কি শান্তিতে থাকা যায়। খুব সাবধান, আর কোনদিন এমন করেছো তো তোমার একদিন কি আমার একদিন। সাবধান!!
টেকটিউনসঃ স্যরি। আর এমন হবে না।
আমিঃ মনে থাকে যেন। যাও এখন আজ থেকে তোমার সকল বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠো।
আসল কথা টেকটিউনস এখন আমার একটা লাইফ পার্টনারের মতো। তাই আর সবার মতো আমারও প্রত্যাশা থাকবে টেকটিউনস আর কখনো এভাবে না বলে হারিয়ে যাবে না।
যাক, এবার মূল টিউন এ আসি। আজ আমি আপনাদের সাথে একটি সাইট শেয়ার করবো। সাইটটি আমার নিজের করা । সাইটটির নামঃ Edunews4u.com
সাইটটির উদ্দেশ্যঃ
প্রত্যেকটি কাজের একটি না একটি উদ্দেশ্য থাকে। তেমনি এই সাইটটি করার পেছনে আামার ও একটি উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো। আর তার জন্যই আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সবার অনুপ্রেরণা আর সমর্থন পেলে হয়তো একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাবো।
কি পাবেন এই সাইটেঃ
আপনারা এখানে একজন শিক্ষার্থীর জন্যে যা প্রয়োজন তার প্রায় সবই পাবেন। তারপরও আমি বিশদ ভাবে আপনাদের জানাচ্ছি।
ই-বুকঃ
এই সাইটে আপনারা সব ধরনের বাংলা বই পাবেন। সাথে বিখ্যাত সব ইংরেজি বইগুলো্ও পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন পরে। এই সাইটে আপনারা সর্বমোট 1 হাজারের অধিক বাংলা ও ইংরেজি বই পাবেন।আর সবই ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। বাংলাদেশ এবং ভারতের প্রায় সব লেখকের ই বই পাবেন এই সাইটে।
নিউজপেপারঃ
বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সবকটি দেশের সংবাদ পড়তে পারবেন এই সাইটে। আঞ্চলিক সংবাদপত্র থেকে শুরু করে জাতীয় সংবাদপত্র সবই পড়তে পারবেন।
দূতাবাস সমূহের ঠিকানাঃ
বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য যে সকল শিক্ষার্থী চেষ্টা করছেন তাদের কথা চিন্তা করে বাংলাদেশে অবস্থিত বিশ্বের সব কয়টি দূতাবাসের ঠিকানা যোগ করা হয়েছে এই সাইটে। পাশাপাশি সে সকল সাইটের ্ওয়েবসাইট, ই-মেইল এ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার সহ বিস্তারিত বিবরণ পাওয়া যাবে এই সাইটে।
রেজাল্টঃ
বাংলাদেশে অনুষ্ঠিত সকল ধরনের সরকারী ও বেসরকারি পরীক্ষার ফলাফল জানা যাবে এই সাইটে। পাশাপাশি সহায়ক ঠিকানা সমূহ ্ও দেয়া আছে। এছাড়াও সরকারী বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির বাছাই পর্বের ও ভাইভা রেজাল্ট পাওয়া যাবে।
স্টুডেন্ট ভিসাঃ
আমাদের অনেকের মনেই আশা থাকে যদি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে আসতে পারতাম। সে সকল উচ্চ শিক্ষা গ্রহণের আকাঙ্খা পুষে রাখা শির্ক্ষাথীদের জন্য এই সাইটে দেয়া হয়েছে স্টুডেন্ট ভিসার এ টু জেড। এজন শিক্ষার্থী তার বাছাইকৃত দেশে কিভাবে আবেদন করবে, কিভাবে সে সেই দেশের বিশ্ববিদ্যালয় বাছাই করবে। তার পর কিভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবে, কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যোগ্যতা কি লাগবে, বাংলাদেশে সে দেশের এ্যাম্বেসী আছে কিনা? থাকলে এ্যাম্বেসীর ঠিকানা আর যদি না থাকে তবে বিকল্প ব্যবস্থা, পছন্দের বিষয় সেই বিশ্ববিদ্যালয়ে আছে কিনা? সেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর মান কেমন, কাঙ্খিত দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, সতকর্তা, পরামর্শসহ সব ধরনের আপডেট তথ্য পাওয়া যাবে এই সাইটে।
এডমিশন নিউজঃ
এই সাইটে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য পাওয়া যাবে। সরকারী বেসরকারী সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির যাবতীয় তথ্যাদি এখানে পাওয়া যাবে। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলছে কিনা তাও জানা যাবে এই সাইট থেকে।
এছাড়াও দেশের বাইরে কোথায়, কোন বিষয়ে, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলছে কিনা তাও জানা যাবে এই সাইট থেকে।
স্কলারশীপ নিউজঃ
এই সাইটে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান কোন প্রকার স্কলারশীপ ছেড়েছে কিনা তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। যদি কোন প্রতিষ্ঠান স্কলারশীপ প্রদান করার উদ্যোগ তা জানা যাবে এই সাইট থেকে। পাশাপাশি কোথায়, কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নিয়মাবলী থাকবে।
এছাড়াও দেশের বাইরে কোথাও কোনো স্কলারশীপ দিচ্ছে কিনা তাও জানা যাবে এই সাইট থেকে।
অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংঃ (লেকচার শীট, বিগত বছরের প্রশ্নাবলী ও মডেল টেস্ট)ঃ
সদ্য যারা এইচএসসি পাশ করেছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সংবাদ বলেই আমি মনে করি। যারা এবার এইচএসসি পাশ করেছে তাদের এখন একটাই চিন্তা, ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া। আর তাই তাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে “অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং” নামক বিভাগটি। এখানে বসে সকল বিভাগের (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য) শিক্ষার্থীরা লেকচার শীট ডাউনলোড করতে পারবে। এছাড়াও তারা অনলাইনে বসে বসে মডেল টেস্ট দিতে পারবে প্রতিটি বিষয়ের উপর 15 টি করে।এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক গুলো বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের সকল প্রশ্নাবলী পাওয়া যাবে।
ইমিগ্রেশন নিউজঃ
ইমিগ্রেশনের ব্যাপারে যেকোনো তথ্যাদি জানতে পারবেন এখান থেকে। এছাড়াও ইমিগ্রেশন বিষয়ে নতুন কোনো নিয়ম জারী হলো কিনা তারও আপডেট নিউজ পাবেন েএই সাইট থেকে।
গ্রামার টেস্ট অনলাইনঃ
ইংরেজি গ্রামার (যেমনঃ নাউন, প্রনাউন, টেনস, ভয়েস ইত্যাদি) বিষয়ে অনেকগুলো টেস্ট পাবেন এই সাইটে। প্রত্যেকটি টেস্টকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন টেস্ট 1 হচ্ছে নরমাল, টেস্ট 2 হচ্ছে মিডিয়াম এবং টেস্ট 3 হচ্ছে হার্ড। এভাবে সব কয়টি গ্রামারের অংশ থেকে আপনারা ফ্রি মডেল টেস্ট দিতে পারবেন।
লার্ন ইংলিশঃ
এখান থেকে আপনারা IELTS, TOEFL, GRE, GAMT, SAT, GED ইত্যাদি বিষয়ে অসংখ্য মডেল টেস্ট ও ই-বুক পাবেন। যা আপনার ইংরেজী দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
টপ র্যাংকিং ইউনিভার্সিটিঃ
এখান থেকে আপনারা জানতে পারবেন বিশ্বের শ্রেষ্ঠ সব বিশ্ববিদ্যালয়ের কথা। এছাড়াও এই অপশনে বিশ্বের সবকয়টি দেশের সেরা বিশ্ববিদ্যালয় গুলোর তালিকা প্রকাশ করা হবে।
TOEFL টেস্টঃ
এখানে আপনারা অনলাইনে বসেই TOEFL টেস্ট দিয়ে যাচাই করে নিতে পারবেন আপনার দক্ষতা। এছাড়াও TOEFL শেখার জন্য এটি একটি উপকারী সাইট বলে আমি মনে করি।
শেষ কথাঃ
এই সাইটটি তৈরি তে আমাকে অনেকে অনেকে তথ্য, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন। তাই আপনাদের কাছেও আমি অনুরোধ করবো এই সাইটটিকে ডেভেলপ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর সাইটটির কিছু অপশন এর কাজ চলছে। অনুগ্রহ পূর্বক কেউ বিরক্ত বোধ করবেন না। এতবড় টিউন করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে আমার লেখা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
সাইটের ঠিকানাঃ এখানে
আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple Man.
ঝগড়াটা বেশ ভালই লাগলো তবে আরও কড়া ধমক দেয়া উচিৎ ছিল, খুব দুষ্ট হয়ে গেছে টেকটিউন…..