আমি টেকটিউনের অনেক পুরাতন না হলেও প্রায় শুরুর লগ্ন থেকেই টিউন পড়ে আসছি। নিজের বিস্তার প্রযুক্তি কেন্দ্রিক না হলেও প্রযুক্তিকে ভালোবসি বলেই যত দিন নেট ব্যবহার করছি ততদিন ধরেই টেকটিউনের সাথে আছি পাঠক হিসেবে। পড়ে জ্ঞান আহরনেই বেশি মজা পায়। জানতে পারি অনেক কিছু। প্রযুক্তির নিয়মিত আপডেট এক ক্লিকেই পেয়ে যায় এখানে। আমি জানি আমার মত আনেকেই আছে যারা শুধু মাত্র পড়তেই আসে এখানে। তাদের নিজের জানাশোনা কম। তাই টেকটিউনের কাছে আমাদের মত পাঠকদের প্রত্যাশা অনেক। টেকটিউনের প্রায় সব কিছুই ভালো লাগে। ইদানিং কিছু বিষয় টিউনে বিরক্তির কারন হয়ে দাড়িয়েছে। ভালোবাসি বলেই সেগুলো কতৃপক্ষের গোচরে আনার তাগিদ বোধ করলাম।
১. আজকাল টিউনে একপ্রকার টিউনার জন্মেছে যাদের কাজ শুধু তাদের সাইটের বিজ্ঞাপন দেওয়া। একটার পর একটা টিউন দিয়ে যাবে কিন্তু তাতে কোন দরকারি কথা নাই।আছে শুধুলিংক। যাক এ বিষয়ে শাকিল ভাই আরো ভালো টিউন দিয়েছে। এই গুলা পুরা স্পামিংয়ের সামিল।
২. যে কথাটা মূলত বলার জন্য এই পোষ্ট দেওয়া তা বলছি- বেশ কিছুদিন ধরে দেখছি বাংলা ব্লগ সাইট গুলার মত এই সাইটেও ধর্মীয় পোষ্ট নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে। এটা একটা প্রযুক্তির সাইট। যেখানে শুধু মাত্র বিজ্ঞান বা এই সম্পর্কিয় টিউন (যাকে আমি পোষ্ট বলছি ব্লগের ভাষায়) থাকবে। বাকি সব কিছুই এখানে ফালতু হিসেবে গন্য হবে। আমি কারো র্ধমীয় অনুভূতিতে আঘাত দিতে চাইনা। শুধু এটা বলতে চাচ্ছি বাংলা ব্লগের জগতে সবচেয়ে বড় ক্যাচাল হয়ে দাড়িয়েছে এই ধর্মীয় পোষ্ট গুলা। নিয়মিত সেখানে ঝামেলা এই নিয়ে ঝামেলা চলে। নেটিজেনদের মতে এগুলো কোন গ্রুপের কাজ যারা ওয়েভ কে ধর্ম প্রচারের কাজে ব্যবহার করছে। তারা ধীরে ধীরে পুরো স্থানটা গ্রাস করতে চাচ্ছে। ধর্ম প্রচার করতে হয় আলাদা সাইট করে করেন কোন সমস্যা নাই। আগ্রহ থাকলে লোক যাবে। মাইকিং করা লাগবে না।
আমি বুঝিনা প্রযুক্তির সাইটে কেন শবে বরাতের নামাজের কথা হবে, দোয়া পড়া হবে। যারা এই টিউন করে তাদের টিউন পড়লে মনে হয় কোটি কোটি সাইটের মধ্যে শুধুমাত্র ধর্মীয় সাইট গুলাই তাদের চোখে পড়ে। তারা সেখানেই আপনাকে নিয়ে যেতে চাই।তাদেরকে আমার বিকৃত মানসিকতার অধিকারী ছাড়া আর কিছু মনে হয় না।
যা হোক, আমি চাইনা টেকটিউন্স অন্য ব্লগ সাইট গুলার মত ধর্ম প্রচারের হাতিয়ারে পরিনত হোক। অবশ্য তা হতে দেবনা আমরা। যদি টেক পরিবার এর বিরূদ্ধে কোন ব্যবস্থা না নেন তা হলে আমরাই প্রতিকারের ব্যবস্থা নেব। শুধু মাত্র টেকি পোষ্ট ছাড়া আর কোন বিষয় এখানে আমরা দেখতে চাচ্ছি না।
কোথায় ইসলামী সাইট বানানো হলো, শবে বরাতের দোয়া পড়া হোক, পবিত্র গীতা পাঠের আসর, বাংলার মধ্যে আরবি লেখা (যা প্রায় কেউ বোঝেনা) আমরা কিছুই চাইনা এখানে।
ওগুলো এই সময়ে এসেও যারা পানি পড়া আর ঝাড়-ফুকে বিশ্বাসী তাদের দরকার, আমাদের নয়।
আশা করি টেক পরিবার বিষয়টি ভেবে দেখবেন। কারন এটি শুধু আমার কথা নয় বরং অনেক টিউনারের মনের কথা।
ধন্যবাদ।
আমি নক্ষত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.nagorikblog.com
ভাই, আপনার কথাগুলো গুরুত্বপূর্ণ। “টেকটিউনসকে বলুন” সেকশনে পোস্ট করলে আরো ভালো হতো।