দিনদিন বেড়েছে চলেছে ওয়েব সাইটের সংখ্যা এবং সেই সাথে গজিয়ে উঠছে গলির চিপায় চাপায় হোস্টিং কোম্পানির সংখ্যা। অধিকাংশ কোম্পানিই দেখা যাচ্ছে স্টুডেন্ট দ্বারা গঠিত হচ্ছে। ফলাফল হচ্ছে বাজে সার্ভিস ও সাপোর্ট ইত্যাদি। তবে অনেক সময় এর ব্যতিক্রম ও দেখা যায়।
যাই হোক সেদিকে না গিয়ে মুল আলোচনার দিকে এগিয়ে যাই। অনেকেই বলে থাকেন বাংলাদেশের মার্কেটে হোস্টিং এর দাম কমানোর পিছনে আরফিটেকের অবদান আছে। হুম মানছি তাদের অবদান আছে দাম কমানোর ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয়ে তাদের অবদান অস্বীকার করার মতো নয় তা হচ্ছে বাজে সার্ভিস প্রোভাইড করা। অধিক ডাউনটাইম বাজে সাপোর্ট হোস্টিং কোম্পানি যিনি চালান উনার টেকনিকাল জ্ঞান না থাকা। ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে সাপোর্ট এবং আপটাইম অধিক গুরুত্বপূর্ণ। যেমন ধরুন গুগল সার্চ বট আপনার সাইটে আসল ইনডেক্স করতে কিন্তু এসে পেল আপনার সাইট ডাউন। তখন গুগল সাইটকে বাজে রেংকিং করবে। এছাড়াও সার্ভার যদি স্লো হয় তাহলে তারা সার্চ রেংকিং বাজে রেংক দিবে।
আরফিটেক(arfitech.com) বেশ কয় বছর কমদামে সার্ভিস দেয়ার পর হঠাৎ করে হোস্টিং এর দাম বাড়িয়ে দেয়। সাইট রি-ডিজাইন করে এবং সার্ভারের কোর যত বেশি দাম ও তত বেশি নির্ধারণ করে। কোর হিসেবে এই দামের তারতম্য আমার মাথায় বোধগম্য হলো না। তাই চিন্তা করলাম ওদের সাপোর্টে যোগাযোগ করি। তাই ওদের সাইট থেকে একটা সাপোর্ট টিকেট পোস্ট করলাম। সার্ভার কনফিগারেশন জানতে চেয়ে আর দামের পার্থক্য কেন আর ডোমেইনের ফুল কন্ট্রোল দেয় কি তা জিজ্ঞাসা করলাম। একদিন পর উত্তর পেলাম একটা লিংক ধরিয়ে দিয়েছেন হোস্টিং কোম্পানির মালিক। এই লিংকে গিয়ে দেখলাম আমি যা জানতে চেয়েছি তার কিছুই নাই। আছে সার্ভারে কি কি ফিচার আছে তার কিছু লিস্ট। আমি আবার রিপ্লাই দিলাম আমিতো আপনাদের ফিচার জানতে চাইনি। আমি জানতে চেয়েছি আপনাদের সার্ভার কনফিগারেশন। আর আমার আরো দুটি প্রশ্নের উত্তর কেন দেন নি জানতে চাইলাম। পরের দিন উত্তর পেলাম আমরা এসব ইনফরমেশন সরবরাহ করি না।
এখন কথা হচ্ছে তাদের সাইটে দেখলাম তারা ৬ কোরের সার্ভার এবং ২৬ কোরের সার্ভার ব্যবহার করে। ৬ কোরের সার্ভারের হোস্টিং এর দাম তুলনামুলক ভাবে কম কিন্তু ২৬ কোরের সার্ভারের হোস্টিং এর দাম আকাশছোঁয়া। যাই হোক প্রশ্ন হচ্ছে ২৬ কোরের সিপিউ আজ পর্যন্ত কোন কোম্পানিকে দেখিনি উৎপাদন করতে। ১ কোর, ২কোর, ৪ কোর, ৬ কোর, ৮ কোর এবং ১২ কোর এইসব কোরের সিপিউ বর্তমান মার্কেটে দেখা যায়।
http://en.wikipedia.org/wiki/Nehalem_%28microarchitecture%29
এখন সার্ভারে যদি কেউ ৬ কোরের ৪ টা সিপিউ লাগায় তাহলে সার্ভারে কোর হবে ২৪ টা, আর ১২ কোরের ২ টা লাগালে ও হবে ২৪ টা। কোন ভাবেই ২৬ কোর সম্ভব না। কিন্তু আরফিটেক দাবি করতেছে তাদের সার্ভার ২৬ কোরের যা মিথ্যাচার ছাড়া কিছু না। আমার পরিচিত একজন তাদের ২৬ কোরের সার্ভার থেকে হোস্টিং নিয়েছে তারপর গতকাল আমার কথা হচ্ছিল সার্ভার নাকি স্লো। আমি তাকে সার্ভার স্ট্যাটাস পেজ চেক করতে বললাম এবং কয়টা সিপিউ দেখাচ্ছে দেখতে বললাম সে বলল মাত্র ১৬টা সিপিউ দেখাচ্ছে। তারপর সে ওদের সাথে যোগাযোগ করল তারা উত্তর দিল টার্মস অব পেজ দেখতে কিন্তু আমি তাদের সাইটে ঘুরে কোথায় ও টার্মস অব সার্ভিস পেজ পেলাম না।
এখন দামের পার্থ্যকের ক্ষেত্রে আমার প্রশ্ন হলো কোর বেশি হলেই দাম বেশি হবে কেন? একটা সার্ভারে যত বেশি কোর হবে সার্ভার তত শক্তিশালী হবে মানলাম। কিন্তু এখন ৬ কোরের সার্ভারের চেয়ে যদি বেশি একাউন্ট হোস্ট করে তাহলে তো দামের তারতাম্য থাকার কথা না। তারা সিপিউএর ভাওতা ভাজি করে কাস্টমারদের সাথে প্রতারণা করছে এবং কাস্টমারদের ডোমেইনের কন্ট্রোল প্যানেল না দিয়ে তাদের সার্ভিস যদি বাজে ও হয় ব্যবহার করতে বাধ্য করছে। আপনি চাইলেও ডোমেইন ট্রান্সফার অথবা মুভ করতে পারবেন না। তাই হোস্টিং অথবা ডোমেইন কেনার আগে বুঝে শুনে কিনবেন।
আমি darknight। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kon company valo? Ami ekta domain nibo. Please help me